জাতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য অসংখ্য ক্রিকেটার নিজেদের তৈরি করেন। তাদের মধ্যে অনেকেই প্রতিভা এবং ধারাবাহিকতার মাধ্যমে হয়ে ওঠে সর্বকালের সেরা তারকা। ভারতীয় ক্রিকেটকে বছরের পর বছর ধরে কপিল দেব (Kapil Dev), সচিন তেন্ডুলকার (Sachin Tendulkar) থেকে শুরু করে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli) পর্যন্ত অসংখ্য সম্মান এনে দিয়েছেন। অলরাউন্ডার হিসেবে যুবরাজ সিংও (Yuvraj Singh) ক্রিকেট ভক্তদের মধ্যে এখনও জায়গা করে আছেন। বোলিং এবং ব্যাটিং দুই বিভাগেই তার অবদান এখনও তরুণ ক্রিকেটারদের উদ্বুদ্ধ করে চলেছে। এবার এই তারকা অলরাউন্ডারের বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন যোগরাজ সিং (Yograj Singh)।
Read More: আসন্ন এশিয়া কাপে গম্ভীরের দুরন্ত চাল, ওপেনার হিসেবে দায়িত্ব সামলাবেন এই দুই তারকা !!
যুবরাজকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য-

ভারতের ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ জয়ের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই তারকা অলরাউন্ডার। তার ক্যান্সারে মতো রোগের সঙ্গে লড়াই এবং আবারও জাতীয় দলে কামব্যাক করা এখনও ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। এবার যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) বাবা এবং ক্রিকেট কোচ যোগরাজ সিং (Yograj Singh) নিজের ছেলের বিষয়ে উল্লেখযোগ্য মন্তব্য করলেন। এই তারকা অলরাউন্ডারের সঙ্গে সতীর্থদের সম্পর্ক নিয়ে মতামত প্রকাশ করেন তিনি।
যোগরাজ সিং বলেন, “সাফল্য, অর্থ এবং খ্যাতির ক্ষেত্রে কোনো বন্ধুত্ব নেই। ক্রিকেটাররা যুবরাজ সিংকে ভয় পেতেন। । কারণ তারা ভয় পেতেন যে তাদের জায়গা যুবি নিয়ে নেবে। সে ঈশ্বরের তৈরি একজন মহান ক্রিকেটার। বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার ও। যারা ভয় পেতেন তাদের মধ্যে এমনকি মহেন্দ্র সিং ধোনিও (MS Dhoni) ছিলেন। সকলেই ভয় পেতেন। ভাবতো হয়তো তাদের চেয়ারটা দখল করে নেবে যুবরাজ।”
যুবি ও ধোনির সম্পর্ক-

যোগরাজ সিংয়ের (Yograj Singh) মন্তব্য সামনে আসতে ক্রিকেট মহলে বিতর্কের ঝড় উঠেছে। তবে অনেকেই এই বক্তব্য মেনে নিতে পারছেন না। কারণ যুবরাজ (Yuvraj Singh) এবং এমএস ধোনির (MS Dhonir) বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একাধিকবার ভক্তদের সামনে উঠে এসেছে। একসঙ্গে বাইক চড়ে বিজয় মিছিল করা থেকে শুরু করে একসঙ্গে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ এবং ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। সব ক্ষেত্রেই দুজনের বন্ধুত্বের ছবি উঠে এসেছে।
এমনকি পরবর্তী সময় বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গেও যুবির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামনে উঠে আসে। ২০২৩ সালের এক সাক্ষাৎকারে এই তরকা অলরাউন্ডার বলেছিলেন, “যখন আমি ভারতীয় দলে ফিরে আসি বিরাট কোহলি তার অধিনায়কত্বের সময় আমাকে অনেক সমর্থন করেছিল। যদি ও আমার পাশে না থাকতো তাহলে আমি কখনও প্রত্যাবর্তন করতে পারতাম না।”