CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ঢাকে কাঠি পড়ে গিয়েছে ইতিমধ্যেই। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। প্রধান আয়োজক হিসেবে দায়িত্বে পাকিস্তান। কেবলমাত্র ভারতের ম্যাচগুলি হবে মধ্যপ্রাচ্যের দুবাইতে। টিম ইন্ডিয়া পারবে নিজেদের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে? আপাতত ক্রিকেটমহলের অন্দরে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নই। ঘরের মাঠে গত নভেম্বরে ‘মেন ইন ব্লু’কে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া সফরেও হারতে হয়েছে ১-৩ ফলে। হতশ্রী পারফর্ম্যান্স মাথাব্যথা বাড়িয়েছে সমর্থকদের। এই আবহেই গত শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। কোহলি-রোহিতদের মত তারকাদের উপরেই আরও একবার আস্থা রেখেছেন নির্বাচকেরা। সেই সিদ্ধান্তের জন্য সাধুবাদ প্রাপ্য ক্রিকেট নিয়ামক সংস্থার, মনে করছেন যোগরাজ সিং (Yograj Singh)।
Read More: “এমন কি আছে ওর মধ্যে?” শুভমান গিলের দিকে আঙুল তুললেন শ্রীকান্ত, করলেন তীব্র আক্রমণ !!
রোহিত-কোহলিদের পাশেই যোগরাজ-
দিনকয়েক আগেই ‘আনফিল্টারড উইথ সমদীশ’ নামে একটি অনুষ্ঠানে যে সাক্ষাৎকার দিয়েছিলেন যোগরাজ (Yograj Singh), তা ঝড় তুলেছিলো ক্রিকেটদুনিয়ায়। কপিল দেব, পুত্র যুবরাজ এমনকি হিন্দি ভাষা সম্পর্কেও একের পর এক বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) দল ঘোষণার পর সংবাদসংস্থা ANI-কে যে সাক্ষাৎকার দিয়েছেন তিনি সেখানে অবশ্য বিতর্কের ছিটেফোঁটাও নেই। যোগরাজের জন্য যা খানিক স্বভাববিরুদ্ধই বলা চলে। ১৫ সদস্যের স্কোয়াড প্রকাশ্যে আসার পর তিনি শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই ও নির্বাচকদের। কঠিন সময়ে তারকাদের হাত না ছেড়ে দিয়ে যেভাবে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা, তাকে সাধুবাদ জানিয়েছেন কিংবদন্তি অলরাউন্ডার যুবরাজ সিং-এর বাবা।
যোগরাজ বলেছেন, “আমি বিসিসিআই ও নির্বাচকদের ধন্যবাদ জানাতে চাই দলকে সমর্থন যোগানোর জন্য। আমি বরাবরই বলে এসেছি যে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই নেই। ওদের বাদ দিলে আপনার দলটাই ভেঙে পড়বে।” সাম্প্রতিক ম্যাচগুলিতে ব্যর্থ হয়েছে টিম ইন্ডিয়া, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) তা কাটিয়ে উঠবে দল, আশাবাদী তিনি। জানান, “আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেছি ঠিকই, কিন্তু ভুললে চলবে না যে দু’টো ম্যাচে ওদের হারিয়েওছি। পাঁচ-ছয়জনকে যেন সরিয়ে না দেওয়া হয়, সেই নিয়ে চিন্তায় ছিলাম।তাই ওদের হয়ে গলা ফাটিয়েছিলা। আমার মনে হয় এটাই সঠিক সিদ্ধান্ত। আমি শুভেচ্ছা জানাতে চাই বোর্ড, থিঙ্কট্যাঙ্ক ও নির্বাচকদের। আমি ওঁদের তারিফ করছি।”
দেখে নিন যোগরাজের মন্তব্য-
#WATCH | Chandigarh: On the team announced for the Champions Trophy and ODI series, former Indian cricketer Yograj Singh said, “I really want to congratulate BCCI and selectors who supported the team… I have always said that Rohit Sharma and Virat Kohli should not be dropped,… pic.twitter.com/C613TrxUU5
— ANI (@ANI) January 20, 2025
বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছিলেন যোগরাজ-
সাধারণত মহেন্দ্র সিং ধোনি’র বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তৈরিই থাকে যোগরাজ সিং-এর (Yograj Singh)। পুত্র যুবরাজের কেরিয়ারে ঝাড়খণ্ডের ‘মাহি’ই বারবার বাধা হয়ে দাঁড়িয়েছেন, এর আগে বহুবার বলেছেন তিনি। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে অবশ্য ১৮০ ডিগ্রী ঘুরে গিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন পেসার। তিনি বলেন, “ধোনি একজন নির্ভীক মানুষ। একজন অনুপ্রাণিত অধিনায়ক। ও পিচের চরিত্র বুঝতে পারে ও উইকেটের পিছন থেকে বোলারদের বলে দেয় কোথায় বোলিং করতে হবে।” আরেক বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব’কে (Kapil Dev) যে তিনি রীতিমত হত্যা করতে উদ্যত হয়েছিলেন, প্রকাশ করেছেন তাও। “আমি তখন ওকে বলেছিলাম, ‘আমি তোমার মাথায় গুলি করতে চাই। কিন্তু করছি না কারণ তোমার মা এখানে রয়েছেন, যিনি খুবই ধর্মপ্রাণ,” যোগরাজ নাকি বলেছিলেন হরিয়ানা হারিকেন’কে। এই প্রসঙ্গে অবশ্য প্রতিক্রিয়া দিতে রাজী হন নি কপিল স্বয়ং।