“একজন নির্ভীক মানুষ…” যোগরাজ সিং-এর ভোলবদল, প্রশংসায় ভরালেন MS ধোনি’কে !! 1

টিম ইন্ডিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) কড়া সমালোচক হিসেবেই সংবাদমাধ্যমে পরিচিত যোগরাজ সিং (Yograj Singh)। প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং-এর বাবা এর আগে বহুবার বহু সাক্ষাৎকারে সরাসরি আক্রমণ করেছেন ধোনি’কে। তাঁর পুত্রের কেরিয়ারের পথে ধোনিই বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বারবার, মনে করেন যোগরাজ (Yograj Singh)। “কখনও ক্ষমা করবো না ওকে,” এর আগে বলতে শোনা গিয়েছিলো তাঁকে। যুবরাজ (Yuvraj Singh) নিজে বাবা’র মন্তব্যের দায় নিতে চান নি। এমনকি, “ওনার মানসিক সমস্যা রয়েছে,” বলতেও দ্বিধা করেন নি। কিন্তু তারপরও নিজের অবস্থান থেকে টলানো যায় নি যোগরাজকে। ধোনি’র দিকে কটাক্ষের তীর ছুঁড়ে দেওয়ার কোনো সুযোগই এতদিন হাতছাড়া করেন নি তিনি। ২০২৫-এর গোড়ায় অবশ্য ঘটলো চমকপ্রদ ঘটনা। আক্রমণ নয়, ধোনি’র (MS Dhoni) প্রশংসা শোনা গেলো যোগরাজের (Yograj Singh) মুখে।

Read More: সম্ভাবনাতেই পড়লো সিলমোহর, পাঞ্জাব কিংস দলের ক্যাপ্টেন হলেন শ্রেয়াস আইয়ার !!

অধিনায়ক ধোনি’র প্রশংসা যোগরাজের-

MS Dhoni | Yograj Singh | Image: Getty Images
MS Dhoni | Image: Getty Images

ভারতীয় ক্রিকেট দলের ইতিহাসে সেরা অধিনায়কদের তালিকা তৈরি করতে বসলে উপরের দিকেই থাকবে মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) নাম। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে প্রথমবার ‘মেন ইন ব্লু’র দায়িত্ব হাতে পান তিনি। প্রথম টুর্নামেন্টেই দেশকে এনে দেন কুড়ি-বিশের বিশ্বখেতাব (T20 World Cup)। এরপর ২০১১ সালে দেশের মাটিতে ধোনির নেতৃত্বেই ওডিআই বিশ্বকাপ জেতে টিম ইন্ডিয়া। ২৮ বছরের অপেক্ষার পর দ্বিতীয় বারের জন্য বিশ্বকাপের মঞ্চে ওড়ে ভারতের তিরঙ্গা। এর ঠিক দুই বছর পর, অর্থাৎ ২০১৩তে ইংল্যান্ডকে রুদ্ধশ্বাস ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিও (CT 2013) জেতে ভারত। অনন্য কৃতিত্ব গড়েন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসি আয়োজিত তিনটি সাদা বলের টুর্নামেন্টই জেতেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএলেও নেতা হিসেবে সফল ধোনি (MS Dhoni)। জিতেছেন পাঁচটি ট্রফি। চাপের মুখে তাঁর মাথা ঠাণ্ডা রেখে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা তাঁকে এনে দিয়েছে ‘ক্যাপ্টেন কুল’ ডাকনাম। মগজাস্ত্রের জোরেই প্রথম সারির সমালোচককেও নিজের অনুরাগী বানাতে সক্ষম হয়েছেন ঝাড়খণ্ডের ‘মাহি।’ সম্প্রতি ‘আনফিল্টারড উইথ সমদীশ’ নামে একটি অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন যোগরাজ সিং (Yograj Singh)। সেখানে ধোনির নেতৃত্ব প্রসঙ্গে তাঁর উক্তি, “এম এস ধোনি একজন নির্ভীক মানুষ। ওকে আমার খুব অনুপ্রাণিত একজন অধিনায়ক বলে মনে হয়। ধোনির সবচেয়ে ভালো বিষয় হলো যে ও পিচের চরিত্র খুব ভালো বুঝতে পারে আর বোলারদের বলে দেয় কোথায় বোলিং করতে হবে।” যোগরাজের (Yograj Singh) মুখে ধোনির প্রশংসা যে চমকে দিয়েছে ক্রিকেটদুনিয়াকে তা বলাই বাহুল্য।

দেখে নিন যোগরাজের মন্তব্য-

কপিল’কে খুন করতে চেয়েছিলেন যোগরাজ-

Kapil Dev | Image : Getty Images
Kapil Dev | Image : Getty Images

ভারতের আরেক বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেবের (Kapil Dev) সঙ্গেও বৈরিতা রয়েছে যোগরাজ সিং-এর (Yograj Singh)। নিজের ক্রিকেট কেরিয়ার বেশীদূর না এগোনোর জন্য ‘হরিয়ানা হারিকেন’-এর দিকেই আজও আঙুল তোলেন যুবরাজ সিং-এর বাবা। ‘আনফিল্টারড উইথ সমদীশ’ অনুষ্ঠানে তিনি সামনে এনেছেন এক বিস্ফোরক তথ্য। কপিল দেব’কে নাকি একটা সময় খুনই করতে উদ্যত হয়েছিলেন তিনি। “যখন কপিল দেব ভারত, নর্থ জোন ও হরিয়ানার অধিনায়ক নির্বাচিত হন, তখন আমায় অকারণে বাদ দিয়েছিলেন দল থেকে। আমার স্ত্রী আমায় বলে কপিলকে কারণ জিজ্ঞাসা করতে। আমি তখন বলেছিলাম যে, ‘এই লোকটা শিক্ষা দেবো আমি’। এরপর নিজের পিস্তল বের করে সেক্টর ৯-এ কপিলের বাড়ি যাই।ও ওর মায়ের সাথে বেরিয়ে এসেছিলো…” স্মৃতিচারণ করেছেন যোগরাজ (Yograj Singh)।

সেদিনের ঘটনা স্পষ্ট মনে রয়েছে যোগরাজের (Yograj Singh)। বলেন, “…আমি গালিগালাজ করেছিলাম ওকে। বলেছিলাম, ‘তুমি একজন বন্ধুকে হারিয়েছ, এর মূল্য তোমায় দিতে হবে।” এরপরই বোমা ফাটান যুবরাজের বাবা। বলেন, “আমি তখন ওকে বলেছিলাম, ‘আমি তোমার মাথায় গুলি করতে চাই। কিন্তু করছি না কারণ তোমার মা এখানে রয়েছেন, যিনি খুবই ধর্মপ্রাণ।” এই ঘটনা তাঁর জীবনে বড়সড় অভিঘাত তৈরি করেছিলো বলেও জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার। “ঐ মুহূর্তেই আমি স্থির করি যে নিজে ক্রিকেট খেলবো না, যুবি (যুবরাজ) খেলবে।” সাম্প্রতিক সাক্ষাৎকারে আরেক প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও কিংবদন্তি স্পিনার বিষেণ সিং (Bishan Singh Bedi) বেদীকেও দুষেছেন যোগরাজ।

Also Read: নিজের পায়েই কুড়ুল মারলো পাকিস্তান, জেদের বশে খুইয়ে বসলো কোটি-কোটি টাকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *