২০১১ সালে ২৮ বছরের অপেক্ষা শেষে দ্বিতীয় ওডিআই বিশ্বকাপ জিতেছিলো টিম ইন্ডিয়া। সেই সাফল্যে বড় অবদান ছিলো যুবরাজ সিং-এর (Yuvraj Singh)। ব্যাট হাতে ৯০.৫০ গড়ে তিনি ৯ ম্যাচে করেছিলেন ৩৬২ রান। সাথে ১৫ উইকেটও ছিলো তাঁর ঝুলিতে। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের একই ম্যাচে অর্ধশতক ও পাঁচ উইকেট নেওয়ার নজির’ও গড়েন তিনি। ২ এপ্রিল শ্রীলঙ্কার বিরুদ্ধে স্বপ্নপূরণের রাতে মহেন্দ্র সিং ধোনি যখন নুয়ান কুলশেখরাকে ছক্কা হাঁকিয়ে ভারতকে ট্রফির স্বাদ এনে দেন, তখন নন-স্ট্রাইকার প্রান্তে ছিলেন যুবরাজই (Yuvraj Singh)। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরষ্কারও পান তিনি। বিশ্বজয়ের রেশ কাটার আগেই যুবরাজের ক্যান্সার ধরা পড়ার খবর সামনে আসায় স্তম্ভিত হয়েছিলো ক্রিকেটদুনিয়া। ভেঙে পড়া শরীর নিয়েও এহেন অতিমানবীয় পারফর্ম্যান্স’কে ‘অবিশ্বাস্য’ আখ্যা দেয় বিশেষজ্ঞমহল।
Read More: “গুলি করতে গিয়েছিলাম কপিলকে…” বিশ্বকাপ জয়ী অধিনায়ককে নিয়ে বেফাঁস মন্তব্য করলেন যোগরাজ সিং !!
মুখ খুললেন যুবরাজের গর্বিত পিতা-
বিশ্বকাপ চলাকালীনই চূড়ান্ত অসুস্থ ছিলেন যুবরাজ সিং (Yuvraj Singh)। কেবলমাত্র বাইশ গজের প্রতিপক্ষ নয়, প্রতিনিয়ত লড়তে হচ্ছিলো ক্যান্সারের মত মারণরোগের বিরুদ্ধেও। কাশির সাথে মুখ দিয়ে উঠে আসছিলো রক্ত। তবু হার মানেন নি তিনি। শরীরের শেষ রক্তবিন্দু অবধি উজাড় করে দিয়েছিলেন দেশের স্বার্থে। পুত্রের আত্মত্যাগ, দেশপ্রেমের জন্য ‘গর্বিত’ পিতা যোগরাজ সিং। সম্প্রতি ‘আনফিল্টারড উইথ সমদীশ’ নামে একটি পডকাস্ট অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের দেশকে বিশ্বকাপ জিতিয়ে যুবরাজ যদি ক্যান্সারে মারাও যেত, তবুও আমি একজন পিতা হিসেবে গর্বিত হতাম। আমি এখনও ওকে নিয়ে গর্বিত। আমি ওকে (যুবরাজ) ফোনে সেটা বলেওছি। যখন ওর মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিলো, তখনও আমি ওকে বলেছিলাম, ‘চিন্তা কোরো না। তুমি মরবে না। ভারতের জন্য এই বিশ্বকাপটা জেত।”
পুত্রের ক্রিকেটীয় দক্ষতা নিয়ে কোনো দিন’ই দ্বিধা নেই যোগরাজের (Yograj Singh) মনে। যে সাফল্য তিনি পেয়েছেন দেড় দশকের আন্তর্জাতিক কেরিয়ারে, তার থেকে অনেক বেশী উচ্চতায় পৌঁছতে পারতেন যুবি (Yuvraj Singh), মনে-প্রাণে বিশ্বাস করেন তাঁর পিতা। সাম্প্রতিক সাক্ষাৎকারেও একই কথা বলতে শোনা গেলো তাঁকে। “ওর বাবা (যোগরাজ) যে মেহনত করে, যুবরাজ সিং যদি তার ১০ শতাংশও করত, তাহলেই দুর্দান্ত ক্রিকেটার হতে পারত।” দীর্ঘ সময় মহেন্দ্র সিং ধোনি’র প্রতি বৈরিতা মনে পুষে রেখেছিলেন যোগরাজ। এর আগেও যুবরাজের ‘পথের কাঁটা’ হিসেবে বারবার ধোনিকে (MS Dhoni) চিহ্নিত করেছেন তিনি। সমদীশ ভাটিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অবশ্য ১৮০ ডিগ্রী ঘুরে গেলেন তিনি। ‘ক্যাপ্টেন কুল’কে একজন ‘নির্ভীক মানুষ’ ও ‘অনুপ্রাণিত অধিনায়ক’ বলতে শোনা গিয়েছে যোগরাজকে।
যুবরাজের অবসর নিয়ে বিস্ফোরক উথাপ্পা-
যোগরাজের সাক্ষাৎকারেই বেশ কয়েকদিন আগে থেকেই অবশ্য চর্চা চলছে যুবরাজ সিং-কে (Yuvraj Singh) নিয়ে। নেপথ্যে রবিন উথাপ্পার একটি সাক্ষাৎকার। যুবরাজকে ভারতীয় দল থেকে সরাতে কলকাঠি নেড়েছেন বিরাট কোহলি (Virat Kohli), এমনটাই ইঙ্গিত করেছেন উথাপ্পা (Robin Uthappa)। ফিটনেস টেস্টের বাহানায় ছেঁটে ফেলা হয়েছিলো তারকা অলরাউন্ডারকে, মনে করেন কেকেআর প্রাক্তনী। বলেন, “আমি বুঝতে পারছি যে একজন অধিনায়ক হিসেবে আপনি চান একটা নির্দিষ্ট স্তর বজায় রাখতে। কিন্তু নিয়মের কিছু ব্যতিক্রম’ও তো থাকে। সেটা ওনার প্রাপ্য ছিলো। কারণ উনি কেবল বিশ্বকাপ জয়ের নায়ক নন, সাথে এমন একজন যিনি সদ্য ক্যান্সারকে হারিয়েছিলেন, জীবনের সবচেয়ে কঠিন লড়াইতে জয় পেয়েছিলেন। এমন একজনকে একটু ছাড় দিলে সমস্যা কোথায়? কিন্তু বিরাট সেই সুযোগটুকু দেন নি ওকে (যুবরাজকে)।”
Also Read: “ক্যাপ্টেন খুঁজে নিন…” BCCI-এর মুখের উপর বললেন রোহিত শর্মা, খুব শীঘ্রই নেবেন অবসর !!