গত বছরের ৯ জুলাই ভারতীয় কোচের হটসিটে বসেছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সাদা বলের দুই ফর্ম্যাটেই তাঁর অধীনে সাফল্য পেয়েছে টিম ইন্ডিয়া। টি-২০তে হারিয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইংল্যান্ডের মত দল’কে। পঞ্চাশ ওভারের ক্রিকেটে জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু টেস্টে এখনও অবধি আহামরি নয় কোচ গম্ভীরের (Gautam Gambhir) পারফর্ম্যান্স। বাংলাদেশের বিরুদ্ধে জয় দিয়ে যাত্রা শুরু করলেও নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পরপর দু’টি সিরিজে মুখ থুবড়ে পড়েছে তারা। একটা সময় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে থাকলেও পরপর ব্যর্থতার ফলে ফাইনালের দৌড় থেকেও ছিটকে যায় ভারত। এরপর ইংল্যান্ড সফরেও প্রথম টেস্টে পরাজয় খাদের কিনারে এনে দাঁড় করিয়েছিলো কোচ গম্ভীরকে (Gautam Gambhir)। এজবাস্টনে শুভমান গিলদের জয় নিঃসন্দেহে খানিক অক্সিজেন যুগিয়েছে তাঁকে।
Read More: বেআইনি ডেলিভারিতে জো রুট’কে আউট করেছেন আকাশ দীপ, শোরগোল ইংল্যান্ডের সংবাদমাধ্যমে !!
গম্ভীরকে সমর্থন যোগরাজের-

টেস্ট ক্রিকেটে একের পর এক ব্যর্থতা বেশ চাপে ফেলেছিলো গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। দীর্ঘতম ফর্ম্যাটের দায়িত্ব থেকে তাঁকে সরানোর দাবীও উঠতে শুরু করেছিলো ক্রিকেটমহলের অলিন্দে। পরবর্তী টেস্ট কোচ হিসেবে আলোচনায় জায়গা করে নিয়েছিলো ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman) নাম’ও। এজবাস্টনে ঐতিহাসিক জয়ের পর সেই চর্চা চাপা পড়েছে আপাতত। এহেন পরিস্থিতিতে গম্ভীরের পাশেই দাঁড়ালেন যুবরাজ সিং-এর বাবা যোগরাজ সিং (Yograj Singh)। সম্প্রতি সংবাদসংস্থা ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “ভারতীয় খেলোয়াড়রা লাগাতার নিজেদের খেলায় উন্নতি করছে। আমরা সবসময়ই ওদের পাশে থাকব। গম্ভীর’কে নিয়ে অহেতুক সমালোচনার কোনো ভিত্তি নেই। ও যথেষ্ট ভালো করছে।”
যোগরাজ আরও বলেন, “গম্ভীর, যুবরাজ, দ্রাবিড়ের মত খেলোয়াড়রা সবসময়ই ভারতীয় দলকে কিছু না কিছু ফিরিয়ে দিয়েছেন কারণ ওঁরা অনেক কিছু পেয়েওছেন।” চলতি সিরিজের ফলাফল কি হবে সে বিষয়ে কোনো ভবিষ্যদ্বাণী করেন নি তিনি। তবে দল হারলেও তাদের সমালোচনা করার বদলে তাদের পাশে দাঁড়ানো উচিৎ, মনে করেন যোগরাজ (Yograj Singh)। নিন্দুকদের কথা না ভেবে সামনের দিকে এগিয়ে চলুক টিম ইন্ডিয়া, চান তিনি। সাক্ষাৎকারে বলেছেন, “আমরা যদি সিরিজে হেরেও যাই তারপরেও ওদের মনোবল ভেঙে দেওয়া উচিৎ নয়। পরাজয়ের পর তার ব্যাখ্যা দেওয়ার জন্য আপনি থাকবেন না। আর যদি জেতেন তাহলেও তার ব্যাখ্যা আপনাকে দিতে হবে না। আশা করছি শুভমান গিলের নেতৃত্বে এই সিরিজ আমরা জিতব।”
শুভমান’কে ‘অপরাধী’ বললেন যোগরাজ-

এজবাস্টনে অনবদ্য খেলেছেন শুভমান গিল (Shubman Gill)। প্রথম ইনিংসে ২৬৯ করেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে সেছে ১৬১। একঝাঁক রেকর্ড ভেঙেছেন পাঞ্জাবের তরুণ তুর্কি। জায়গা করে নিয়েছেন ক্রিকেট ইতিহাসের পাতায়। তারপরেও অবশ্য খুশি নন যোগরাজ সিং। ট্রিপল সেঞ্চুরি হাতছাড়া হওয়ার জন্য আফসোস করছেন তিনি। “একজন খেলোয়াড়ের খিদেটা কখনও মরে যাওয়া উচিৎ নয়। ‘আমি ২০০ করেছি-২৫০ করেছি, যথেষ্ট, ওয়েল প্লেইড তুমি বলতেই পারো। কিন্তু আমি কখনও ‘ওয়েল প্লেইড’ বলি না। সেটাই তোমার কাজ ভাই-কিন্তু তুমি আউট হলে কেন? যাও ৩০০ করো, ৩৫০ করো, এমনকি ৪০০’ও-সেগুলো করা সম্ভব। কিন্তু তোমায় চেষ্টা করতে হবে। আমার মতে ঐ সময়ে আউট হয়ে আসা অপরাধের সামিল। কেন আউট হলে? তুমি ক্লান্ত ছিলে? সোজা প্রতিপক্ষের হাতে মেরেছ?” প্রশ্ন তুলেছেন তিনি।