yograj-opposes-bccis-ct-2025-stand

CT 2025: গত বছর এশিয়া কাপ (Asia Cup 2023) নিয়ে দেখা দিয়েছিলো ঘোর ডামাডোল। টুর্নামেন্ট আয়োজিত হওয়ার কথা ছিলো পাকিস্তানে। কিন্তু ক্রিকেটারদের নিরাপত্তা আদৌ যথেষ্ট নয় সেখানে, প্রশ্ন তুলে পড়শি দেশে যেতে অসম্মত হয় বিসিসিআই। হাইব্রিড মডেলের পক্ষে সওয়াল করে তারা। বহু টালবাহানার পর শেষমেশ সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছিলেন তৎকালীন পিসিবি প্রধান নাজম শেঠি। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) নিয়ে ফের একই সমস্যার সম্মুখীন ক্রিকেটমহল। আরও একবার পাকিস্তানে যেতে অসম্মত হয়েছে বিসিসিআই। সওয়াল করেছে হাইব্রিড মডেল চেয়ে। আয়োজক স্বত্ব ভাগ করে নিতে চান না বর্তমান পিসিবি প্রধান মহসীন নকভি (Mohsin Naqvi)। কূটনীতির দড়ি-টানাটানি চলছে এখনও। নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত ঘোষণা করতে পারে নি আইসিসি। এই উত্তপ্ত আবহে বিতর্কের আগুন আরও উস্কে দিলেন যুবরাজ সিং-এর বাবা যোগরাজ সিং (Yograj Singh)।

Read More: IPL 2025: বেঙ্গালুরুর নেতৃত্ব হাতছাড়া হচ্ছে বিরাটের, দায়িত্ব পাচ্ছেন এই দুর্ধর্ষ ক্রিকেটার !!

পাকিস্তান যাক ভারত, চান যোগরাজ-

Yuvraj Singh and Yograj Singh | CT 2025 | Image: Twitter
Yuvraj Singh and Yograj Singh | CT 2025 | Image: Twitter

গত শুক্রবার শোনা গিয়েছিলো যে বিসিসিআই ও আইসিসি’র যৌথ চাপের কাছে মাথা নুইয়ে হাইব্রিড মডেলে সায় দিয়েছে পিসিবি (PCB)। বিনিময়ে আইসিসি’র লভ্যাংশ থেকে বাড়তি অর্থ ও ভারতে গিয়ে ভবিষ্যতে কোনো ম্যাচ না খেলার ব্যাপারে নিশ্চয়তা চেয়েছে তারা। ২০৩১ অবধি যে কয়টি বহুদলীয় প্রতিযোগিতা আয়োজিত হওয়ার কথা রয়েছে ভারতে, সেখানেও হাইব্রিড মডেলই যাতে মানা হয় তা দাবী করেছেন মহসীন নকভি’রা (Mohsin Naqvi)। পরে অবশ্য পিসিবি’র তরফে জানানো হয় যে বাড়তি অর্থ চাওয়া হয় নি। অন্তত ২০২৭ অবধি যাতে ভারতে যেতে না হয় সেই ব্যাপারেই সবুজ সংকেত চাওয়া হয়েছে। বিসিসিআই-এর মনপসন্দ হয় নি এই শর্ত। ভারতে যেহেতু কোনো নিরাপত্তাজনিত সংশয় নেই, সেহেতু এহেন শর্ত ভিত্তিহীন দাবী করে বেঁকে বসেছে বিসিসিআই।

শেষমেশ ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) ঠিক কোথায় হবে বা আদৌ হবে কিনা তা নিয়ে এখনও কোনো সম্যক তথ্য নেই কারও কাছে। এই জটিলতা ঘিরে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক যখন তলানিতে ঠেকেছে, তখন সৌহার্দ্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা বললেন ভারতীয় প্রাক্তনী যুবরাজ সিং-এর (Yuvraj Singh) বাবা যোগরাজ সিং (Yograj Singh)। বিতর্কিত মন্তব্য করতে বরাবরই পছন্দ করেন তিনি। কখনও মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আবার কখনও নিজের পুত্রকে নিয়েই বেফাঁস কথা বলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিসিসিআই-এর সমালোচনা করে তিনি বলেন, “(পাকিস্তানে) অবশ্যই যাওয়া উচিৎ।” নিরাপত্তাজনিত সংশয়ের বিষয়টিকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেন তিনি। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তিনি জানান যে পড়শি দেশের জনগণের থেকে উষ্ণ অভ্যর্থনাই পেয়েছেন বরাবর।

বিরাটদের জন্য বিশেষ বার্তা যোগরাজের-

Champions Trophy | CT 2025 | Image: Getty Trophy
Champions Trophy | Image: Getty Trophy

হরভজন সিং (Harbhajan Singh), আকাশ চোপড়ার মত ভারতীয় প্রাক্তনীরা ইতিমধ্যে প্রকাশ্যেই জানিয়েছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) জন্য পাকিস্তানে পা রাখার কোনো প্রয়োজন নেই টিম ইন্ডিয়ার। কিন্তু তাঁদের অবস্থান থেকে একদমই বিপরীত মেরুতে যোগরাজ (Yograj Singh)। সম্পর্কের অবনতির পিছনে হাত রয়েছে দুই দেশেরই, জানিয়েছেন যুবরাজের বাবা। সাক্ষাৎকারে তিনি বলেন, “এগুলি অর্থহীন রাজনৈতিক কথাবার্তা। ভারত যদি পাকিস্তানের সীমান্ত খুলে দেয় তাহলে ওরা তোমায় কি বলবে? যখন ওরা মেরেছে, তখন তুমিও মেরেছো। লড়াই তুমিও করেছো। আমি ওখানকার লোকজনের সাথে দেখাসাক্ষাৎ করেছি। আমার কয়েকজন গুরুজন ওখানেই থাকেন। যখনই আমরা নানকানা সাহিব গিয়েছি, তখনই ওখানের মানুষজন আমাদের ভালোবেসেছেন, আপন করে নিয়েছেন।”  

দেখে নিন যোগরাজের সাক্ষাৎকার-

Also Read: CT 2025: ভাঙলেও মচকাচ্ছে না পাকিস্তান, ‘সম্মানজনক সমাধানসূত্র’ খুঁজছেন মহসীন নকভি’রা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *