yograj-abusing-dhoni-post-got-viral

গতকাল ছিলো মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) জন্মদিন। ৪৪-এ পা দিলেন ভারতীয় ক্রিকেটের ক্যাপ্টেন কুল। দেশ-বিদেশের ক্রিকেট নক্ষত্রেরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া উপচে পড়েছে ‘শুভ জন্মদিন’ পোস্টে। তাঁর দীর্ঘ ক্রিকেট কেরিয়ারের স্মৃতি রোমন্থন করেছেন অনেকে। উঠে এসেছে টি-২০ বিশ্বকাপ, ওয়ান ডে বিশ্বকাপের জয়ের কথা, যেভাবে ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলো ধোনি’র (MS Dhoni) ভারত, আলোচনায় জায়গা করে নিয়েছে তাও। ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটারের স্মরণীয় ইনিংসগুলির ভিডিও’ও গতকাল থেকে বেশ ভাইরাল ট্যুইটার, ইন্সটাগ্রাম বা ফেসবুকের মত সোশ্যাল মিডিয়া সাইটে। এর মধ্যেই একটি পোস্ট আলাদা করে নজর কেড়ে নিয়েছে নেটিজেনদের। প্রাক্তনী যোগরাজ সিং নাকি অশ্রাব্য গালিগালাজ করেছেন ধোনি’কে, দাবী করা হয়েছে সেখানে।

Read More: বেআইনি ডেলিভারিতে জো রুট’কে আউট করেছেন আকাশ দীপ, শোরগোল ইংল্যান্ডের সংবাদমাধ্যমে !!

ভারতের হয়ে একটি টেস্ট ও বেশ কয়েকটি ওয়ান ডে ম্যাচ খেলেছেন যোগরাজ সিং (Yograj Singh)। তবে কিংবদন্তি তারকা যুবরাজ সিং-এর পিতা হিসেবেই অধিক পরিচিত তিনি। নানা সময়ে তাঁকে মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) তীব্র সমালোচনা করতে শোনা গিয়েছে। যে উচ্চতায় তাঁর পুত্র যুবরাজের পৌঁছানোর কথা ছিলো, ধোনি’র (MS Dhoni) অঙ্গুলিহেলনেই তিনি সেখানে পৌঁছতে পারেন নি বলে বিশ্বাস করেন যোগরাজ। এমনকি ২০১৭তে যুবরাজের জাতীয় দল থেকে বাদ পড়ার জন্যও ঝাড়খণ্ডের তারকাকে দায়ী করেছিলেন তিনি। বছরখানেক আগে এক সাক্ষাৎকারে স্পষ্টই বলেছিলেন, ““যুবরাজকে নিয়ে আমার যা স্বপ্ন ছিলো, তা চুরমার করেছেন ধোনি। যতদিন বেঁচে থাকবো সেই ক্ষোভ আমার কমবে না। আমি সকলকে সঠিক পথ বেছে নেওয়ার পরামর্শ দিই। কিন্তু দিনের শেষে ঠিক-ভুলের বিচার করেন ঈশ্বর।”

ধোনি’র (MS Dhoni) সাথে যোগরাজের সম্পর্ক যে বিশেষ সৌহার্দ্যপূর্ণ নয় তা সকলেরই জানা। ফলে গতকাল যখন নেটমাধ্যমে দাবী করা হয় যে জন্মদিনের শুভেচ্ছার বদলে প্রাক্তন অধিনায়ককে গালিগালাজ করেছেন যুবরাজের বাবা, তখন তা বিশ্বাসও করেছিলেন অনেকে। ‘আজ হি ও ##**@@ পয়দা হুয়া থা ক্যায়া’ লেখা পোস্টটির স্ক্রিনশট’ও ভাইরাল হয়েছিলো নেটদুনিয়ায়। প্রিয় তারকার অপমানে ক্ষুব্ধ ধোনিভক্তেরা কটাক্ষের তীর ছুঁড়তে থাকেন যোগরাজের দিকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সামনে আসে আসল সত্যিটা। জানা যায় যে যোগরাজ-এর ভেরিফায়েড ট্যুইটার বা ইন্সটাগ্রাম পেজ থেকে এমন কিছুই পোস্ট করা হয় নি। কেউ ভুয়ো প্রোফাইল তৈরি করে অশালীন ভাষায় আক্রমণ শানিয়েছেন টিম ইন্ডিয়ার সফলতম অধিনায়কের দিকে। সত্যিটা সামনে আসার পরে যাঁরা ঐ পোস্ট শেয়ার করেছিলেন তাঁদের বিরুদ্ধে খড়্গহস্ত হয়েছেন ধোনি অনুরাগীরা।

দেখুন সেই বিতর্কিত পোস্ট’টি-

Also Read: মোজার পর গেঞ্জি বিতর্কে শুভমান, অধিনায়কের লাগাম টেনে ধরছে বিসিসিআই, হতে পারে শাস্তি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *