yashasvi-dedicates-century-to-family

IND vs ENG: লিডসে ইংল্যান্ড সফরের শুরুটা শতরান দিয়ে করেছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। শেষটাও তিনি করলেন দুরন্ত শতক দিয়েই। ওভালে দ্বিতীয় দিনের শেষে বাম হাতি তারকা অপরাজিত ছিলেন ৫১ রানে। তৃতীয় দিনের সকালে নাইটওয়াচম্যান আকাশ দীপের সাথে অসাধারণ জুটি গড়েন তিনি। ১০৭ রান তাঁরা যোগ করেন স্কোরবোর্ডে। ৬৬ করে আকাশ সাজঘরে ফিরলেও অদম্য ছিলেন যশস্বী (Yashasvi Jaiswal)। ৫১তম ওভারে গাস অ্যাটকিনসনের বলে সিঙ্গল নিয়ে তিন অঙ্কের মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি। ১৬৪ বলে ১১৮ করে আউট হন যশস্বী (Yashasvi Jaiswal)। ইংল্যান্ডের বিরুদ্ধে করেন কেরিয়ারের চতুর্থ টেস্ট শতরান। গতকালের ইনিংসের পর চলতি সিরিজে শুভমান গিল, কে এল রাহুল, ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজার পর পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে ৪০০ রানের গণ্ডীও পেরোন মুম্বইয়ের তরুণ। ৫ টেস্টে তাঁর সংগ্রহ ৪১১। গড় ৪১.১০।

Read More: ভারতের বয়কটের জের, এবার WLC’এ নিষিদ্ধ হলো পাকিস্তানি ক্রিকেটাররা !!

শতক উদ্‌যাপনের নিজস্ব ভঙ্গি রয়েছে যশস্বী’র (Yashasvi Jaiswal)। সাধারণত হেলমেট ও গ্লাভস খুলে রেখে দুই হাত দু’পাশে ছড়িয়ে দর্শকদের অভিবাদন গ্রহণ করতে দেখা যায় তাঁকে। গতকাল’ও তা করেছিলেন তিনি। তবে এরপর হাতের সাহায্যে হৃদয়ের চিহ্ন আঁকেন তিনি। উড়ন্ত চুম্বন ছুঁড়ে দেন গ্যালারির দিকে। যশস্বীর (Yashasvi Jaiswal) এই নয়া সেলিব্রেশন ভাইরাল হতে সময় লাগে নি। ব্রিটিশ তরুণী ম্যাডি হ্যামিল্টনের সাথে সম্পর্কে রয়েছেন ভারতীয় ওপেনার, মাঝেমধ্যেই শোনা যায় গুঞ্জন। ওভালের দর্শকাসনে কি ছিলেন তিনি? উড়ন্ত চুম্বন কি তঁর জন্য? শুরু হয় জল্পনা। গতকাল ম্যাচ দেখতে হাজির ছিলেন রোহিত শর্মা’ও। সিনিয়রকে শতক উৎসর্গ করেছেন যশস্বী, দাবী করেছিলেন কেউ কেউ। তবে সত্যিটা সামনে আসে কিছুক্ষণ পর। ম্যাডি বা রোহিত নয়, যশস্বীর সেলিব্রেশন আদতে ছিলো তাঁর বাবা, মা ও দাদা তেজস্বীর জন্য।

দেখুন যশস্বীর সেই সেলিব্রেশন-

যশস্বী (Yashasvi Jaiswal) যখন আউট হন, তখন ভারতীয় স্কোরবোর্ডে ছিলো ২৭৩ রান। এরপর দল’কে টানেন দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও ওয়াশিংটন সুন্দর। এবারের সফরে ব্যাট হাতে অবিশ্বাস্য পারফর্ম্যান্স করেছেন জাদেজা। গতকালের ৫৩ রানের ইনিংসের পর ৫ টেস্টে তাঁর সংগ্রহ দাঁড়ালো ৫১৬। অর্ধশতক ৫টি, শতরান ১টি। গড় ৮৬.০০। পিছিয়ে ছিলেন না ওয়াশিংটন’ও (Washington Sundar)। ম্যাঞ্চেস্টারের শতরানের পর ওভালে অর্ধশতরান করেন তামিলনাড়ুর তরুণ। ৯ উইকেট পড়ে যাওয়ার পর রীতিমত টি-২০’র ঢঙে ব্যাটিং করতে দেখা গেলো তাঁকে। ৪টি বাউন্ডারি ও ৪টি বিশাল ছক্কার সাহায্যে মাত্র ৪৬ বলে করেন ৫৩ রান। তাঁদের সৌজন্যে ৩৭৪ রানের লক্ষ্যমাত্রা ইংল্যান্ডের দিকে ছুঁড়ে দিতে পেরেছে টিম ইন্ডিয়া। রান তাড়া করতে নেমে দিনের শেষে ‘থ্রি লায়ন্সের’ স্কোর ৫০/১। ফিরেছেন জ্যাক ক্রলি।

Also Read: IND vs ENG 5th Test: শেষ বলে উইকেট সিরাজের, জমজমাট ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে ওভাল টেস্ট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *