yash-dhull-suffered-from-heart-disease

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে অপ্রত্যাশিত হারের পর আপাতত বিশ্রামে ভারতীয় ক্রিকেটতারকারা। চলছে জমজমাট টেস্ট মরসুমের প্রস্তুতি। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে লাল বলের ফর্ম্যাটে দুটি ম্যাচ রয়েছে টিম ইন্ডিয়ার। চেন্নাই ও কানপুরে প্রতিপক্ষ বাংলাদেশ। এরপর টাইগার্সদের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচও রয়েছে। সেগুলিতে অবশ্য পূর্ণ শক্তির দল না খেলার সম্ভাবনা। ঘরের মাঠে এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামবে ‘মেন ইন ব্লু।’ বেঙ্গালুরু, পুণে ও মুম্বইতে রয়েছে তিনটি টেস্ট। দক্ষিণ আফ্রিকার মাটিতে চার টি-২০’র পর নভেম্বরের শেষে ভারত উড়ে যাবে অস্ট্রেলিয়া। খেলবে পাঁচ টেস্টের বর্ডার-গাওস্কর ট্রফি। ঠাসা ক্রিকেটসূচি নিয়ে যখন উত্তেজনার পারদ চড়ছে সমর্থকদের মধ্যে, তখনই মিললো দুঃসংবাদ। জানা গেলো অসুস্থতার সাথে লড়াই করছেন ভারতের প্রাক্তন অনুর্দ্ধ-১৯ অধিনায়ক যশ ধূল (Yash Dhull)।

Read More: আইসিসি’র মসনদে জয় শাহ, খবর সামনে আসতেই শঙ্কিত পাকিস্তান !!

হৃদযন্ত্রের সমস্যায় যশ ধূল-

Yash Dhull | ভারত | Image: Getty Images
Yash Dhull | Image: Getty Images

২০২২ সালে ভারতের অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ দলের অধিনায়ক ছিলেন দিল্লীর যশ ধূল (Yash Dhull)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১০ রানের অনবদ্য ইনিংসও খেলেন তিনি। তাঁর নেতৃত্বেই পঞ্চমবারের জন্য ট্রফি জেতে ‘বয়েজ ইন ব্লু।’ আইসিসি’র বেছে নেওয়া ‘টিম অফ দ্য টুর্নামেন্টে’ও নেতার ভূমিকায় ছিলেন তিনিই। উজ্জ্বল কেরিয়ার রয়েছে যশের (Yash Dhull) সামনে, নিশ্চিত ছিলেন বিশেষজ্ঞরা। ভারতের ঘরোয়া ক্রিকেটের আঙিনাতেও সাড়া জাগিয়ে শুরু করেছিলেন তিনি। মাত্র ২০ বছর বয়সেই যশের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন দিল্লী ক্রিকেট সংস্থার কর্মকর্তা’রা। তবে কেরিয়ারের যাত্রাপথটা মসৃণ হলো না তাঁর। সম্প্রতি যশ নিজেই জানিয়েছেন যে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। অসুস্থতা সারিয়ে ফিরতে হয়েছে মাঠে। লড়াই থেকে যে সরছেন না, স্পষ্ট করেছেন তাও।

দিল্লী প্রিমিয়ার লীগে (DPL) সেন্ট্রাল দিল্লী কিংসের হয়ে খেলছেন যশ (Yash Dhull)। প্রথমে অধিনায়ক ছিলেন। পরে সরে দাঁড়ান। বদলান ব্যাটিং পজিশন’ও। তাঁকে দেখে ধারাভাষ্যকাররাও বলাবলি করছিলেন যে সম্পূর্ণ ফিট দেখাচ্ছে না তরুণ তুর্কি’কে। অবশেষে সত্যিটা সামনে আনেন তিনি। DPL-এর একটি ম্যাচের পর জানান, “অতীতে কিছু ঘটনা ঘটেছে। আমি অসুস্থতা সারিয়ে মাঠে ফিরেছি। একটু সময় লাগছে, কিন্তু আমি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখছি। খেলার জন্য ১০০ শতাংশই দেবো।” সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে মাস দুয়েক আগে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রুটিন চেক-আপ চলাকালীন চিকিৎসকেরা দেখতে পান যশের হৃদযন্ত্রে একটি ফুটো রয়েছে। তাঁদের পরামর্শেই অস্ত্রোপচার করিয়েছেন তরুণ ক্রিকেটার। বাধাবিপত্তিকে জয় করে এগিয়ে চলুন যশ, প্রার্থনায় ক্রিকেটজনতা।

যশ ধূলের কেরিয়ার পরিসংখ্যান-

Yash Dhull | ভারত | Image: Getty Images
Yash Dhull | Image: Getty Images

বছর ২১-এর যশ ধূল (Yash Dhull) এখনও পর্যন্ত ২৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৪৪.৭২ গড়ে রয়েছে ১৬১০ রান। শতরানের সংখ্যা ৫, অর্ধশতক’ও ৫টি। লিস্ট-এ ক্রিকেটে তিনি মাঠে নেমেছেন ১৯ ম্যাচে। ৪৯ গড়ে করেছেন ৫৮৮ রান। ১ বার পেরিয়েছেন শতরানের গণ্ডী, ২টি অর্ধশতক রয়েছে তাঁর। খেলেছেন ১৯টি টি-২০ ম্যাচ’ও। রান সংখ্যা ৫৮৮। তাঁর ব্যাটিং গড় ৪৫। স্ট্রাইক রেট ১২৮-এর আশেপাশে। ৪টি অর্ধশতরান’ও রয়েছে তাঁর। আইপিএলের (IPL) আসরেও পদার্পণ করছেন তিনি। ২০২৩ মরসুমে মাঠে নেমেছিলেন দিল্লী ক্যাপিটালসের (DC) হয়ে। যদিও পরিসংখ্যান বিশেষ ভালো নয়। ৫ ম্যাচে কেবল ১৬ রানই করতে পেরেছেন। গড় ৫.৩৩। স্ট্রাইক রেট’ও ৭০-এর নীচে। অবশিষ্ট ভারতের হয়ে মাঠে নামলেও এখনও পর্যন্ত ভারত-এ বা ভারতীয় সিনিয়র দলের হয়ে খেলার সুযোগ পান নি তিনি।

Also Read: ব্রেকিং নিউজ: ভারতীয় ভক্তদের মাথায় হাত, অস্ট্রেলিয়া দলে এন্ট্রি নিচ্ছেন বিরাট কোহলি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *