আইপিএলের (IPL 2025) মঞ্চ তরুণ ক্রিকেটারদের জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে। প্রতিবছর এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে নিজেদের আলাদা পরিচয় তৈরি করছেন ক্রিকেটাররা। আইপিএলে (IPL 2025) অর্থের প্রাচুর্যও তরুণ প্রজন্মকে আরও ক্রিকেট খেলার প্রতি আগ্রহ বৃদ্ধি করছে। এই বছর মেগা নিলামে মাত্র ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi) ১ কোটি টাকার বেশি দামে দলে নেয় রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। তবে অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা অনেক সময় ক্রিকেটারদের ভুল পথে চালিত করে। অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে অনেক সময় তারা আইনি জটিলতার মধ্যেও পড়ে যান। এবার যশ দয়ালের (Yash Dayal) বিরুদ্ধে আরও একটি ধর্ষণের অভিযোগ সামনে এলো।
Read More: দেশের স্বার্থে শরীর বাজি রাখলেন ঋষভ পন্থ, যন্ত্রণা উপেক্ষা করেই নামলেন ব্যাট হাতে !!
আরও চাপে যশ দয়াল-

এই বছর আইপিএলে (IPL 2025) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে সমর্থকদের স্বপ্ন বাস্তবে পরিণত করেছে। এই ট্রফি জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন যশ দয়াল (Yash Dayal)। কিন্তু এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের পর থেকেই একের পর অভিযোগ উঠেছে এই তারকা পেসারের বিরুদ্ধে। প্রথমে গাজিয়াবাদের এক তরুণী যশ দয়ালের (Yash Dayal) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার মতো গুরুতর অভিযোগ এনে এফআইআর দায়ের করা হয়।
গাজিয়াবাদের মহিলাটি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অভিযোগ-নিষ্পত্তি বিভাগে পর্যন্ত বিষয়টি জানিয়েছেন। ২১ জুলাইয়ের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে এই দপ্তর। এর মধ্যেই এবার আরও এক তরুণী যশ দয়ালের (Yash Dayal) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে জয়পুরের সাঙ্গানা থানায় এফআইআর করেছেন। এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করেছে। তরুণী জানিয়েছেন যে তার ক্রিকেট জীবন গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন যশ দয়াল।
দু’বছর আগে ঘটে এই ঘটনা-

সূত্র অনুযায়ী দু’বছর আগে নির্যাতিতা অভিযোগকারিণীর সঙ্গে যশ দয়ালের (Yash Dayal) ক্রিকেট খেলার সূত্রে পরিচয় হয়। সেই সময়ে এই তরুণী নাবালিকা ছিলেন। আইপিএল (IPL) চলাকালীন জয়পুরে গিয়েছিলেন যশ। তখন ক্রিকেট খেলার পরামর্শ দেওয়ার কথা বলে এই তারকা পেসার অভিযোগকারিনীকে হোটেলে ডাকেন এবং ধর্ষণ করেন। এরপর আরও কয়েকবার ধর্ষণের শিকার হন এই তরুণী।
এই অভিযোগ সত্যি প্রমাণ হলে ব্যান হতে পারেন যশ দয়াল (Yash Dayal)। উল্লেখ্য ২০২৩ সালে আইপিএলে এই তারকা পেসারের বিরুদ্ধে ৫ বলে ৫ টি ছক্কা হাঁকিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) ব্যাটসম্যান রিঙ্কু সিং (Rinku Singh)। তখন যশ দয়াল (Yash Dayal) গুজরাট টাইটান্সের (GT) হয়ে খেলতেন। এই বছর মেগা নিলামে ৫ কোটি টাকার বিনিময়ে এই তারকা পেসারকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। এখনও পর্যন্ত যশ দয়াল ৪৩ টি আইপিএল ম্যাচে ৪১ টি উইকেট সংগ্রহ করেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার ২৭ ম্যাচে ৮৪ টি উইকেট আছে।