নাবালিকাকে ধর্ষণের মামলায় বিপাকে যশ দয়াল, বাকি জীবন কাটাবে জেলের অন্ধকারে !! 1

এই বছর আইপিএল (IPL 2026) শুরু হওয়ার আগেই একাধিক ঘটনা ক্রিকেট মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) হঠাৎ করে টুর্নামেন্টকে বাদ দেওয়ার ঘটনা একাধিক প্রশ্নের জন্মে দিয়েছে। এর মধ্যেই তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। গত বছর আইপিএলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। বিরাট কোহলি (Virat Kohli) প্রথমবারের মতো আইপিএল ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ পেয়েছিলেন। এই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন যশ দয়াল (Yash Dayal)। তিনি বর্তমানে আইনি জটিলতার মধ্যে পড়েছেন। দীর্ঘ কয়েক বছর তার জেল হতে পারে বলে খবর সামনে এল।

Read More: ‘কলকাতায় ঢুকতেই দেব না…’, শাহরুখ খানকে হুঁশিয়ারি দিলেন BJP নেতা, করলেন বিতর্কিত মন্তব্য !!

যশ দয়ালের বিরুদ্ধে অভিযোগ-

Rcb
Yash Dayal | Image: Twitter

আইপিএলের মতো টুর্নামেন্টে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন যশ দয়াল। গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ট্রফি জয় করেন এই তারকা পেসার। তবে এরপরই তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আসে। এক নাবালিকা তারকা ক্রিকেটারের বিরুদ্ধে মানসিক এবং শারীরিকভাবে অভিযোগ সামনে আনেন। প্রায় আড়াই বছর ধরে এই আরসিবির সদস্য জয়পুরে এবং কানপুরের বিভিন্ন হোটেলে ডেকে ধর্ষণ করেছেন বলে গুরুতর অভিযোগ আনা হয়।

এফ‌আইআরের পর আদালতে আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন যশ। সম্প্রতি জয়পুরের পকসো আদালত অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন সরাসরি খারিজ করে দেয়। আদালতের বিচারপতি অলকা বনসল তার রায়ে স্পষ্ট কয়েন যে, ‘আদালতের হাতে যা প্রমাণ এসেছে তাতে অভিযুক্ত ক্রিকেটারকে ফাঁসানো হচ্ছে বলে কোনো তথ্য পাওয়া যায়নি। তাই বর্তমানে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া কোনভাবেই সম্ভব হচ্ছে না।’

বিপাকে যশ দয়াল-

কোহলি
Yash Dayal | Image: Twitter

এই বছর আইপিএলের আগে যশ দয়ালকে (Yash Dayal) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে ধরে রেখেছে। তবে আইনি জটিলতার মধ্যে থাকার কারণে তিনি কিছু সময় ক্রিকেটের বাইরেই রয়েছেন। সূত্র অনুযায়ী দোষী সাব্যস্ত হলে পকসো আইনে যশ দয়ালের কমপক্ষে ১০ বছর কারাদণ্ড হতে পারে। এর ফলে ক্রিকেট ক্যারিয়ার এই তারকার শেষ হয়ে যেতে পারে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।

অন্যদিকে এইরকম পরিস্থিতিতে আরসিবি কী পদক্ষেপ নেবে এখন সেটাই দেখার। বেঙ্গালুরু সম্প্রতি মিনি নিলামে একাধিক ক্রিকেটারকে দলে নিয়ে রীতিমতো চমক দিয়েছে। ৭ কোটি টাকার বিনিময়ে ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) দলে নেয় তারা। এছাড়াও মঙ্গেশ যাদবকে (Mangesh Yadav) ৫ কোটি ২০ লক্ষ টাকায় এবং জ্যাকব ডাফিকে (Jacob Duff) ২ কোটি টাকায় দলে নিয়েছে এই দল।

Read Also: ৬,৬,৬,৬,৬,৬… দক্ষিণ আফ্রিকায় ব্যাট হাতে ঝড় তুললেন বৈভব সূর্যবংশী, বানালেন ৬৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *