এই বছর আইপিএলে (IPL 2026) প্রথমবারের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) চ্যাম্পিয়ন হয়ে ভক্তদের দীর্ঘদিনের আশা পূরণ করে। বিরাট কোহলি (Virat Kohli) প্রথমবারের মতো এই টুর্নামেন্টের ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ পান। আবেগে তার চোখে জল চলে এসেছিল। আগামী মরসুমের জন্য ইতিমধ্যেই দল গোছানোর কাজে মাঠে নেমে পড়েছে আরসিবি।
মিনি নিলামে তারা বেশ কিছু চমক দিয়েছে। তবে এই বছর ট্রফি জয়ের পরেই যশ দয়াল (Jash Dayal) এই ফ্র্যাঞ্চাইজিকে চিন্তার মধ্যে রেখেছেন। একাধিক আইনি জটিলতার মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন। তার পরেও আরসিবি আগামী বছরের জন্য তাকে দলে রেখেছিল। এবার এই তারকা পেসারের জামিন বাতিল হয়ে যাওয়ায় বিপাকে পড়লেন কর্মকর্তারা।
Read More: নেতৃত্বের দায়িত্বে ফিরছেন রোহিত শর্মা, বিজয় হাজারে ট্রফির বিধ্বংসী ইনিংসে বদলে গেল ভাগ্য !!
জামিন বাতিল যশ দয়ালের-

জয়পুরের সাঙ্গানের থানায় যশ দয়ালের বিরুদ্ধে এফআইআর করেছিলেন এক নাবালিকা। তার অভিযোগ ছিল ক্রিকেট ক্যারিয়ার তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই তারকা ক্রিকেটার মানসিক এবং শারীরিক অত্যাচার চালিয়েছেন। প্রায় আড়াই বছর ধরে এই আরসিবি সদস্য জয়পুরে এবং কানপুরের বিভিন্ন হোটেলে ডেকে এই নাবালিকাকে ডেকে ধর্ষণ করেছেন বলেও গুরুতর অভিযোগ আনা হয়।
এই এফআইআরের বিরুদ্ধে আদালতে আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন যশ দয়াল। বুধবার জয়পুরের পকসো আদালত অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে। জয়পুর মেট্রোপলিটন আদালতের বিচারপতি অলকা বনসল তার রায় জানিয়েছেন যে, ‘আদালতের হাতে যা প্রমাণ রয়েছে তাতে এই ক্রিকেটারকে ফাঁসানো হচ্ছে বলে কোনো ভরসাযোগ্য তথ্য পাওয়া যায়নি। তাই বর্তমানে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া কোনভাবেই সম্ভব নয়।’
পাওয়া গেছে একাধিক তথ্য-

পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যে একাধিক তথ্য পেয়েছে। তারা নির্যাতিতার মোবাইল থেকে কথোপকথনের চ্যাট, ছবি এবং ভিডিও উদ্ধার করেছেন। পাশাপাশি কল রেকর্ড হোটেলের দেওয়া তথ্য থেকেও যশ দয়ালের (Yash Dayal) জড়িত থাকার উপযুক্ত প্রমাণ পাওয়া গেছে বলে খবর সামনে আসছে। অন্যদিকে তারকা পেসারের আইনজীবী কুণাল জয়মান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “যশ জনসমক্ষে প্রকাশ্যে নাবালিকার সঙ্গে দেখা করেছেন। কোথাও গোপনে একা তিনি দেখা করেননি।
নামালিকা নিজেকে পূর্ণবয়স্ক হিসেবে পরিচয় দিয়েছিলেন। আর্থিকভাবে সমস্যায় রয়েছেন বলে মিথ্যে কথা বলে একাধিক সময় টাকাও নিয়েছেন। আরও বেশি অর্থ চাওয়ায় যশ দিতে চাননি। তাই তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে।” এইরকম পরিস্থিতিতে এই আলোচিত ক্রিকেটার যেকোনো সময় আটক হতে পারেন। ফলে ২০২৬ আইপিএলের আগে বিপাকে পড়েছে আরসিবি (RCB)। তাদের কাছে এইরকম দেশিও তারকা পেসারের বর্তমানে বিকল্প নেই। একাদশ সাজাতে তাকে বিপাকে পড়তে হতে পারে ফ্র্যাঞ্চাইজিকে।