WTC Final: ইংল্যান্ডের কেনিংটন ওভালের বাইশগজে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের শেষেও পাল্লা ভারী অস্ট্রেলিয়ার দিকেই। দুই বছর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে ৮ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিলো ‘টিম ইন্ডিয়া’র। সাউদাম্পটনের সেই তিক্ত অভিজ্ঞতার অ্যাকশন রিপ্লে যাতে এড়ানো যায়, সেই লক্ষ্য নিয়েই বর্তমানে লড়ছে ভারতীয় দল। দুই স্পিনারের স্ট্র্যাটেজি ঝেড়ে ফেলে চার পেসারকে প্রথম একাদশে জায়গা দিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। প্রথম ইনিংসে সেই স্ট্র্যাটেজি অবশ্য বিশেষ কার্যকর হয় নি। টসে জিতে বোলিং বেছে নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। অজি ইনিংসের একদম গোড়ায় উসমান খোয়াজাকে ফেরাতে পারলেও এর পর উইকেটের আশায় একটা সময় অনন্ত অপেক্ষা করতে হয়েছে ‘টিম ইন্ডিয়া’কে। স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেডের জোড়া শতরানের সুবাদে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তোলে ৪৬৯ রান।
জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিলো ভারত। অধিনায়ক রোহিত আউট হন প্যাট কামিন্সের (Pat Cummins) বলে। ফর্মে থাকা শুভমান গিলকে (Shubman Gill) ফেরান স্কট বোল্যান্ড। রোহিত ১৫ এবং শুভমান আউট হন ১৩ রান করে। ভারতীয় ব্যাটিং-এর অন্য দুই তারকা চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলির ব্যাটেও রানের ঝলক দেখা যায় নি ওভালে। পূজারা (Cheteshwar Pujara) ক্যামেরন গ্রিনের বলে বোল্ড হন ১৪ রান করে। কোহলির (Virat Kohli) ঝুলিতে ১৪ রান। তিনি মিচেল স্টার্কের বলের লাইন বুঝতে না পেরে স্লিপে ক্যাচ দিয়ে বসেন।
Read More: WTC Final 2023: “কোহলি থাকলে সবই সম্ভব”, টেস্ট ফাইনাল জেতার ‘বিরাট’ ভরসায় সৌরভ গাঙ্গুলী !!
ডুবতে বসা ভারতীয় দলকে খাদের ধার থেকে খানিকটা টেনে তুলে আনেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। দ্বিতীয় দিনে জাদেজা ৪৮ রানের ইনিংস খেলেন। তৃতীয় দিনের সকালে দ্বিতীয় বলেই কে এস ভরত আউট হওয়ায় নিশ্চিত হার ধরে নিয়েছিলেন অনেকেই। এরপর ‘মেন ইন ব্লু’কে লড়াইতে ফেরান রাহানে এবং শার্দুল (Shardul Thakur)। রাহানে প্রত্যাবর্তনের ম্যাচে ৮৯ রান করেন। আর ওভালে টানা তৃতীয় অর্ধশতক (৫১) করেন শার্দুল। শেষমেশ ভারত থামে ২৯৬ রানে। বিদেশের মাঠে প্রতিপক্ষকে ১৭৩ রানের লিড উপহার দিয়ে তোপের মুখে ভারতীয় টপ অর্ডার। বিশেষ করে শুভমান গিল (Shubman Gill) ও চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) আউট হওয়ার ধরণ নিয়ে মোটেই খুশি শোনালো না প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকে।
শুভমান, পূজারার ব্যাটিং নিয়ে প্রশ্ন তুললেন রবি শাস্ত্রী-

মাথার ওপর ৪৬৯ রানের চাপ নিয়ে খেলতে নেমে শুরুটা দ্রুত লয়ে করার চেষ্টা করেছিলেন শুভমান (Shubman Gill) এবং রোহিত শর্মার জুটি। তবে দীর্ঘস্থায়ী হয় নি দুই ওপেনারের জুটি। শুরুতে আউট হন রোহিত। এর খানিক পরেই স্কট বোল্যান্ডের বলের স্যুইং বুঝতে পারেন নি শুভমান। জাজমেন্ট দিয়ে গিয়ে বোল্ড হয়ে ফেরেন সাজঘরে। ২৩ বর্ষীয় তরুণ ওপেনার ক্রিকেটের তিন ফর্ম্যাটেই দারুণ ফর্মে রয়েছেন। নিয়মিত বড় রান করেছেন। এমনকি আইপিএলেও অবিশ্বাস্য ৮৯০ রান করেছেন এক মরসুমে। ওভালে মাত্র ১৩ রানে থামলেন তিনি। জশ হ্যাজেলউড চোটের কারণে ছিটকে যাওয়ায় বোল্যান্ডকে (Scott Boland) প্রথম একাদশে সামিল করেছিলো অজিরা। নিজের প্রথম ওভারেই বাজিমাত করেন তিনি। অফস্টাম্পের বাইরের বল ভেবে তা ছেড়ে দিয়েছিলেন শুভমান গিল (Shubman Gill)। বোল্যান্ডের ডেলিভারি ইনস্যুইং করে অফস্টাম্প ভেঙে দেয়।
চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) উইকেটটি যেন শুভমানেরই অ্যাকশন রিপ্লে। শুধু বদলে গেলো বোলারের নাম। বোল্যান্ডের বদলে তাঁকে সাজঘরে ফেরান ক্যামেরন গ্রিন। তিনিও অফস্টাম্পের বাইরের বল ভেবে কোনো শট মারার চেষ্টাও করেন নি। বল ইনস্যুইং করে উইকেট ভেঙে দেয়। যেভাবে হিসেবের ভুলে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন শুভমান ও পূজারা তাতে বিরক্ত রবি শাস্ত্রী (Ravi Shastri)। শুভমান বয়সে তরুণ, তাঁকে ‘বেনিফিট অফ ডাউট’ দিতে রাজী আছেন প্রাক্তন ভারতীয় কোচ। কিন্তু পূজারার তরফে এমন ভুল দেখে আশাহত তিনি। বলেন, “শুভমান গিল তো শিখে যাবে, কিন্তু পূজারার থেকে এমনটা আশা করি নি।”
ভারতীয় ব্যাটিং-এর ভুলচুক ধরিয়ে দিলেন শাস্ত্রী-

পূজারার (Cheteshwar Pujara) আউট নিয়ে ধারাভাষ্যের মাইক হাতে সবিস্তারে ব্যাখ্যা দিয়েছেন রবি শাস্ত্রী। তিনি জানান, “ব্যাটিং-এর সময় ফ্রন্টফুট বলের দিকে যাওয়া উচিৎ। বল থেকে দূরে যাওয়া উচিৎ নয়। ও (পূজারা) খেলার জন্য প্রস্তুত ছিলো। তারপর ভাবলো ছেড়ে দেবে। যেভাবে বল ছাড়ছিলো, ওর অফস্টাম্পটা অরক্ষিত হয়ে পড়েছিলো। ওর ফ্রন্টফুটের দিকে তাকালে বুঝতেন যে সেটা ভুল জায়গায় ছিলো।”
ইংল্যান্ডে শুভমান গিল, চেতেশ্বর পূজারাদের ব্যাটিং-এর সমালোচনা করে শাস্ত্রী (Ravi Shastri) বলেছেন, “ইংল্যান্ডে আমরা সবসময় বল ছাড়ার কথা বলি। আমাদের খেয়াল রাখা দরকার যে অফ স্টাম্পটা কোথায়। শুভমান গিলের ফুটওয়ার্কে মন্থরতা ছিলো। ওর বয়স অল্প। ও শিখে যাবে। তবে পূজারার থেকে এমন পারফর্ম্যান্স কাম্য নয়। পা বলের লাইনে রাখা দরকার, যা ওর ছিলো না। একইসাথে অফস্টাম্প কোথায় তা সম্পর্কেও ঠিকঠাক ধারণা দেখা যায় নি।”