Sourav ganguly thinks virat kohli can chase 360 plus runs in wtc final

জমে উঠেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল ম্যাচ (WTC FINAL)।  ম্যাচের প্রথম দিনেই টস জিতে ফিল্ডিং করা সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। প্রথম ইনিংসের প্রথমে ব্যাটিং করতে এসে প্রথমেই উইকেট হারিয়ে ফেলেন ইনফর্ম অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান উসমান খাজা (Usman Khawaja)। এমনকি ৭৩ রানের মধ্যেই ডেভিড ওয়ার্নার (David Warner) এবং মারনাস লাবুসেন (Marnus Labuschagne) প্যাভেলিয়ানের পথ দেখান। এরপরে অস্ট্রেলিয়া দলের হয়ে শতরান হাঁকান ট্রেভিস হেড (Travis Head) এবং স্টিভেন স্মিথ (Steve Smith)। এবং প্রথমে ব্যাটিং করে ভারতীয় ১০ উইকেট হারিয়ে পাহাড় সমান ৪৬৯ রান বানায় টিম অস্ট্রেলিয়া।

Read More: WTC ফাইনালে কোহলির সঙ্গে শত্রুতা ভুললেন না সৌরভ গাঙ্গুলী, ভিডিও ভাইরাল !!

WTC ফাইনালে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া দল

Aus vs ind, wtc final
AUS VS IND | Image: Getty Images

জবাবে ব্যাটিং করতে এসে প্রথম থেকেই চাপের মুখে পড়েছিল টিম ইন্ডিয়া। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ১৫ রান বানিয়ও প্যাভিলিয়নে ফেরেন। ১৩ বানান শুভমান গিল (Shubman Gill)। ২৫ বলে ১৪ রান বানান পূজারা (Cheteshwar Pujara) ও ৩১ বলে ১৪ বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন কোহলি (Virat Kohli)। তবে, তারপর জাদেজার (Ravindra Jadeja) ব্যাট থেকে এসেছিল ৫১ বলে ৪১ রানের ইনিংস। এমনকি আজকের দিনে খেলা শুরু হতে না হতেই উইকেট হারান কে এস ভরত (KS Bharat)। তবে, ইনিংসের সামাল দেন শার্দূল ঠাকুর (Shardul Thakur) এবং রাহানে (Ajinkya Rahane) । ১২৯ বলে ৮৯ রানের অসাধারণ ইনিংস খেলেন রাহানে ও ১০৯ বলে ৫১ রান বানানো শার্দূল ঠাকুর। শেষমেশ ১১ বলে ৫ বানান উমেশ ও ১১বলে ১৩ বানিয়ে প্যাভিলিয়নে ফিরে যান শামি। প্রথম ইনিংসে ভারতীয় দল ২৯৬ রানে ১০ উইকেট হারিয়ে ফেলে।

সৌরভ গাঙ্গুলি করলেন কোহলির ভূয়সী প্রশংসা

Virat kohli , wtc final 2023
Virat Kohli | Image: Twitter

জবাবে ব্যাটিং করতে এসে, অস্ট্রেলিয়া দলের ওপেনার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার জলদি প্যাভিলিয়নে ফিরে যান। এরপরেই উসমান খাজা, স্টিভেন স্মিথ ও ট্রেভিস হেড ও জলদি প্যাভিলিয়নে ফিরে যান। লাবুশেন ও গ্রিন ব্যাটিং করছেন। তবে, অস্ট্রেলিয়া দল, ৪ উইকেট হারিয়ে ১২৩ রানে পৌঁছে গিয়েছে। আপাতত ২৯৬ রানে এগিয়ে রয়েছে দল। ভারতীয় দলের কাছে ম্যাচ জিততে গেলে বিরাট কোহলিকে লাগবে বলে মনে করেন প্রাক্তন ইন্ডিয়ার ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। যদিও দুজনের মধ্যে বেশ কিছু মাস ধরে সম্পর্কের প্রভাব দেখা গিয়েছে।

Read Also: টেস্ট ফাইনাল খেলেই ক্রিকেট থেকে দুরে যাচ্ছেন বিরাট কোহলি, বনে-জঙ্গলে করবেন বসবাস !!

তবে এবার কোহলিকেই প্রশংসায় মাতালেন দাদা। মন্তব্য করে তিনি বললেন, “যদি ভারতকে ৩৬০ বা ৩৭০ তাড়া করতে হয়, তবে ভারত খেলায় থাকবে। তাদের বিরাট কোহলি, বিশ্বের সেরা চেজার এবং অনেক অসাধারণ খেলোয়াড়ও রয়েছেন। তাই আগামী দুই দিনে যে কোনও কিছু হতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *