Indian Test Team
Indian Test Team

ক্রিকেটদুনিয়ার ফোকাস এখন টেস্ট ম্যাচে। লাল বলের মহাযুদ্ধে বিশ্বসেরা হওয়ার সুযোগ রয়েছে ভারতীয় দলের সামনে। অস্ট্রেলিয়ার বাধা পেরোলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) শিরোপা জুটবে ‘টিম ইন্ডিয়া’র কপালে। আগামী ৭ থেকে ১১ জুন ইংল্যান্ডের কেনিংটন ওভালে বসতে চলেছে ফাইনালের আসর। আইপিএলের দুনিয়া থেকে বেরিয়ে দ্রুত টেস্ট ক্রিকেটের সাথে মানিয়ে নেওয়ার প্রচেষ্টায় ব্যপৃত ভারতীয় খেলোয়াড়রা। যাঁরা আইপিএলের প্লে-অফে অংশ নেন নি তাঁরা আগেই কোচ দ্রাবিড়ের সাথে উড়ে গিয়েছিলেন ইংল্যান্ড। শুভমান গিল (Shubman Gill), মহম্মদ শামি (Mohammed Shami), রবীন্দ্র জাদেজারা (Ravindra Jadeja) ফাইনাল খেলার পর যোগ দিয়েছেন শিবিরে। এর আগেও ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিলো ভারতীয় দল। সেই যাত্রায় নিউজিল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিলো ‘মেন ইন ব্লু’র। এবার আর সেই একই ভুল করতে রাজী নয় দল। দশ বছরের আইসিসি ট্রফি খরা এবার কাটাতে মরিয়া ‘টিম ইন্ডিয়া।’

টেস্ট ক্রিকেটেরর মহারণের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় বোর্ড। দল গঠনের ক্ষেত্রে বেশ সমস্যার মুখে পড়তে হয়েছে ভারতীয় নির্বাচকদের। চোট-আঘাত সমস্যা বারবার দলকে পিছনের দিকে ঠেলে দিয়েছে। বোলার জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে সুস্থ করে তোলার যাবতীয় প্রচেষ্টা বৃথা হয়েছে। আহত অবস্থায় ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ারও (Shreyas Iyer)। আইপিএল চলাকালীন দুর্ভাগ্যের শিকার হয়েছেন ওপেনার কে এল রাহুলও (KL Rahul)। প্রথমে যে দল ঘোষণা করা হয়েছিলো, তাতে ছিলেন রাহুল। কিন্তু লক্ষ্ণৌ বনাম বেঙ্গালুরু ম্যাচে ফিল্ডিং করার সময় তিনি হিপ ফ্লেক্সর পেশীতে চোট পেয়ে ছিটকে গিয়েছেন তিনি। বাধ্য হয়েই তাঁর পরিবর্ত হিসেবে ঈশান কিষণকে (Ishan Kishan) পাঠানো হয়েছে ইংল্যান্ড। স্ট্যান্ড বাই হিসেবে দলের সাথে জুড়ে দেওয়া হয়েছে সূর্যকুমার যাদব, মুকেশ কুমার, যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)। প্রথমে ঋতুরাজ গায়কোয়াড়কে রাখা হলেও পরে তিনি সরে যাওয়ায় যশস্বী সুযোগ পেয়েছেন। চার তারকাকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেমন পারফর্ম করবে ভারত? সংশয় রয়েছে ক্রিকেটবোদ্ধাদের।

Read More: WTC FINAL: WTC ফাইনালের জন্য ভারতীয় একাদশ বেছে নিলেন ওয়াসিম জাফর, দিলেন এই স্টার প্লেয়ারকে বাদ !!

জসপ্রীত বুমরাহ-

jasprit Bumrah | WTC final | image: Twitter
Jasprit Bumrah | Image: Twitter

পিঠের স্ট্রেস ফ্র্যাকচার নিয়ে লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। গত বছর ইংল্যান্ডে একদিনের সিরিজ চলাকালীন চোতের কবলে পড়েছিলেন তিনি। এরপর এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপের মত প্রতিযোগিতায় খেলতে পারেন নি। লম্বা সময় রিহ্যাব চলে তার। বছরের গোড়ার দিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের দলে তাঁর ঘোষণা করা হলেও শেষ মুহূর্তে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (NCA)’র আপত্তিতে সরিয়ে দেওয়া হয় তাঁকে। ফের চালু হয় রিহ্যাব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট, একদিনের সিরিজ খেলেন নি বুমরাহ (Jasprit Bumrah)। আইপিএলে ফেরার কথা ছিলো তাঁর। কিন্তু চিকিৎসকদের পরামর্শে শেষমেশ নিউজিল্যান্ডে অস্ত্রোপচার হয়েছে তাঁর। এখনও ম্যাচ ফিট নন তিনি। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নামা হচ্ছে না বুমরাহ’র।

অভিজ্ঞ ডান-হাতি পেসারের অভাব অনুভব করতে পারবে ভারতীয় দল। ২০২১-২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) সাইকেলে তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। ৪৫ উইকেট নিয়েছিলেন চোট পেয়ে ছিটকে যাওয়ার আগে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪ ইনিংসে ৩২ উইকেট রয়েছে বুমরাহ’র। ইংল্যান্ডের মাটিতেও বেশ সফল তিনি। ১৭ ইনিংসে নিয়েছেন ৩৭ উইকেট। ওভালের স্যুইং সমৃদ্ধ বাইশ গজে বুমরাহর অভাব বুঝবে রোহিত শর্মার দল।

ঋষভ পন্থ-

Rishabh Pant | WTC Final | Image: Twitter
Rishabh Pant | Image: Twitter

গত ৩০ ডিসেম্বর এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হন ঋষভ পন্থ (Rishabh Pant)। অস্ত্রোপচারের পর মাঠে ফেরার লড়াইতে ব্যস্ত তিনি। খেলতে পারছেন না বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পন্থের পারফর্ম্যান্স বরাবরই ভালো। কেরিয়ারে ‘ব্যাগি গ্রিন’ বাহিনীর বিপক্ষে ৭টেস্টের ১২ ইনিংসে তিনি করেছেন ৬২৪ রান। ব্যাটিং গড় ৬২.৪০। এর মধ্যে রয়েছে সিডনিতে অনবদ্য ১৫৯ রানের ইনিংস। রয়েছে ২০২১ সালে গাব্বায় করা ঐতিহাসিক ৮৯৮ রানের ইনিংসও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পন্থের টেস্ট স্ট্রাইক রেটও (৭২.৪১) বেশ চমকপ্রদ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হবে ইংল্যান্ডের ওভালে। ইংল্যান্ডে মাঠেও সাফল্যের পাল্লা ভারী ঋষভ পন্থের (Rishabh Pant)। ২০১৫ থেকে ৯ টেস্ট খেলে ইংল্যান্ডে তিনি করেছেন ৫৫৬ রান। রয়েছে দুটি শতরান এবং দুটি অর্ধশতরান। স্ট্রাইক রেট ৬৭’র আশেপাশে। গত বারের টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালেও দ্বিতীয় ইনিংসে একটা সময় অবধি ভারতকে ম্যাচে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করতে দেখা গিয়েছিলো ঋষভকে(Rishabh Pant)। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে ১২ ম্যাচে তিনি ৪৩.৪০ গড়ে করেছেন ৮৬৮ রান। সাথে রয়েছে দুটি শতরান এবং ৫টি অর্ধশতরানের ইনিংস। একই সাথে ৪৪টি ক্যাচ ধরেছেন ঋষভ (Rishabh Pant), দস্তানার দাপট দেখিয়ে স্টাম্পিং করেছেন ৬টি। উইকেটের পিছনে দস্তানা হাতে পন্থের অনুপস্থিতিও অনুভব করবে ভারত।

শ্রেয়স আইয়ার-

Shreyas Iyer | WTC Final | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

পাঁচ নম্বর পজিশনে এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলের বাজি হতে পারতেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। কিন্তু মুম্বই ব্যাটার বর্ডার-গাওস্কর ট্রফিতে পিঠে চোট পেয়ে ছিটকে গিয়েছেন। বালজিং ডিস্কের সমস্যা ছিলো শ্রেয়সের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারেন নি। বেঙ্গালুরুর এনসিএ-তে রিহ্যাব সেরে এসে দিল্লী, ইন্দোরে খেললেও সিরিজের শেষ টেস্টে ফের চোটের কবলে পড়েন তিনি। দীর্ঘ টালবাহানার পর শেষমেশ অস্ত্রোপচারে রাজী হন তিনি। এখন ফিরে আসার লড়াইতে ব্যস্ত তিনিও। আগামী বুধবারের ফাইনালে মাঠের বাইরে থাকছেন তিনি।

২০২১ সালে টেস্ট অভিষেক হয়েছিলো তাঁর। ১০ টেস্টে ৪৪.৪ গড়ে ৬৬৬ করেছেন তিনি। ১টি শতরান এবং ৫টি অর্ধশতক করেছেন শ্রেয়স (Shreyas Iyer)। শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ জয়ে বড় ভূমিকা ছিলো তাঁর। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত বর্ডার-গাওস্কর ট্রফিতে অবশ্য বিশেষ সুবিধা করতে পারেন নি। ৪ ইনিংস ৪২ রান করেছিলেন শ্রেয়স। ফিট থাকলে আসন্ন ফাইনালে ‘টিম ইন্ডিয়ার’ সম্পদ হয়ে উঠতে পারতেন তিনি।

কে এল রাহুল-

Kl Rahul | WTC final | Image: Twitter
Kl Rahul | Image: Twitter

তালিকায় শেষতম নাম কে এল রাহুলের (KL Rahul)। ইংল্যান্ডের পরিবেশে খেলার অভিজ্ঞতা রয়েছে রাহুলের। ৯ টেস্টে করেছেন ৬১৪ রান। রয়েছে ২টি শতরান এবং ১টি অর্ধশতরান। যে কেনিংটন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে সেই মাঠেই শতরান করার নজির রয়েছে রাহুলের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে শতরান করেছিলেন তিনি। ১১ টেস্টে ৩৪.৩৩ গড়ে করেছেন ৬১৮ রান। অভিজ্ঞ রাহুল থাকলে শক্তপোক্ত হতে পারত ভারতের ব্যাটিং।

ঋষভ পন্থ না থাকায় অনেক ক্রিকেট বিশেষজ্ঞ চাইছিলেন উইকেটরক্ষক হিসেবে অনভিজ্ঞ কে এস ভরত (KS Bharat) নন, বরং মাঠে নামুন কে এল রাহুল’ই। তাতে একজন অতিরিক্ত ব্যাটার খেলানোর সুযোগ থাকত টিম ইন্ডিয়ার কাছে। শুভমান গিল ওপেন করতেন অধিনায়ক রোহিত শর্মার সাথে এবং মিডল অর্ডারে, পাঁচ বা ছয় নম্বরে ব্যাটার হিসেবে নামতেন রাহুল (KL Rahul)। কিন্তু আইপিএলে ফাফ দু প্লেসির কভার ড্রাইভ তাড়া করতে গিয়ে চোটের কবলে পড়ায় রাহুলের টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনাল খেলার আশা চুরমার হয়ে যায়। লন্ডনে অস্ত্রোপচার করিয়েছেন তিনি। আসন্ন বিশ্বকাপকে মাথায় রেখে দ্রুত মাঠে ফেরার প্রচেষ্টায় রয়েছেন তিনিও।

Also Read: WTC Final 2023: টেস্টের মহারণে এই ৩ অস্ট্রেলীয় ক্রিকেটার হয়ে উঠতে পারেন ভারতের পথের কাঁটা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *