wtc-final-icc-fined-shubman-and-india

WTC Final: ওভালে ভারতীয় ক্রিকেটের দুঃসময় যেন শেষ হচ্ছে না। গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে পর্যুদস্ত হতে হয়েছে ভারতকে। ২০৯ রানে হেরে হাতছাড়া হয়েছে টেস্টের বিশ্বখেতাব। টানা দ্বিতীয়বার লাল বলের ক্রিকেটের বিশ্বের সেরা দলের তকমা পাওয়া থেকে ঠিক একধাপ দূরে এসে থামতে হয়েছে ‘টিম ইন্ডিয়া’কে। এরপর ঘরে-বাইরে চলছে সমালোচনার ঝড়। সুনীল গাওস্কর, রবি শাস্ত্রী, সৌরভ গঙ্গোপাধ্যায়, গৌতম গম্ভীর-প্রাক্তনীরা একে একে সমালোচনার তীরে বিঁধছেন ভারতীয় ক্রিকেটারদের। স্ট্র্যাটেজি থেকে পারফর্ম্যান্স-কোনো কিছু দিয়েই মন ভরাতে পারে নি রোহিত শর্মার দল। ২০১৩ সালে শেষবার আইসিসি আয়োজিত কোনো প্রতিযোগিতা জিতেছিলো ভারত। এক দশকের অপেক্ষা শেষে ফের একবার জয়ের আনন্দ উদযাপন করতে চেয়েছিলো দেশ। কিন্তু সেই অনুভূতি দেশবাসীকে এনে দিতে পারেন নি রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)। হারের কাটা ঘায়ে নুনের ছিটে পড়লো আইসিসি’র সিদ্ধান্তে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শাস্তির কবলে গোটা দল। সমস্যা গভীরতর শুভমান গিলের (Shubman Gill) জন্য। অতিরিক্ত শাস্তির মুখে পড়তে চলেছেন ভারতের তরুণ ওপেনার।

Read More: WTC Final: “কোহলিকেই জিজ্ঞাসা করুন…” কঠিন সমালোচনায় বিরাটকে বিঁধলেন সুনীল গাওস্কর !!

ICC’র শাস্তির মুখে ভারতীয় দল-

Indian Test Team | WTC Final | Image: Getty Images
Indian Test Team | Image: Getty Images

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রফি জয়ের সাথে সাথে ১.৬ মিলিয়ন আমেরিকার ডলার প্রাইজ মানি পেয়েছে অস্ট্রেলিয়া দল। রানার্স-আপ ভারত পেয়েছে ৮ লক্ষ মার্কিন ডলারের প্রাইজ মানি। অর্থের আগমন যেমন হয়েছে তেমন শাস্তিস্বরূপ জরিমানাও দিতে হচ্ছে দুই দলকেই। ম্যাচের পর বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি’র তরফে জানানাও হয় যে স্লো-ওভার রেটের জন্য ভারত ও অস্ট্রেলিয়া দুই দলই শাস্তি পেতে চলেছে। অস্ট্রেলীয় ক্রিকেটারদের ম্যাচ-ফি’র ৮০ শতাংশ কেটে নেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে শাস্তির পরিমাণ খানিক বেশী রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (Virat Kohli) জন্য। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁদের ১০০ শতাংশ ম্যাচ ফি’ই কেটে নেওয়া হবে স্লো-ওভার রেটের কারণে।

শুভমানের জন্য শাস্তি ঘোষণা ICC’র-

Shubman Gill, Cameron Green | WTC Final | Image: Getty Images
Shubman Gill, Cameron Green | Image: Getty Images

বিতর্কশূন্য হলো না বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। দ্বিতীয় ইনিংসে ৪৪৪ তাড়া করতে নেমে শুরুটা দ্রুত গতিতে করেছিলেন ভারতের দুই ওপেনার শুভমান গিল (Shubman Gill) এবং রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু দলগত ৪১ রানের মাথায় তাঁদের পার্টনারশিপ ভাঙে অস্ট্রেলিয়া। স্কট বোল্যান্ডের (Scott Boland) বলের অতিরিক্ত বাউন্সে পরাস্ত হয়েছিলেন শুভমান (Shubman Gill)। বল তাঁর ব্যাটের উপরের দিকের কোণায় লেগে উড়ে যায় গালিতে দাঁড়ানো ক্যামেরন গ্রিনের (Cameron Green) দিকে। তিনি বেশ খানিকটা সামনে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন। আদৌ সেই ক্যাচটি বৈধ ছিলো কিনা তা নিয়ে দেখা যায় সন্দেহ। তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটলবরো ভিডিও খতিয়ে দেখে আউট দিলেও এই সিদ্ধান্ত নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে ক্রিকেটসমাজ। রিকি পন্টিং-এর (Ricky Ponting) মত কেউ কেউ এই সিদ্ধান্তকে সঠিক বললেও অধিকাংশ বিশেষজ্ঞই মনে করেছিলেন যে ক্যাচ নেওয়ার আগে বল মাটি ছুঁয়েছিলো। ১৮ রান করে সাজঘরে ফিরতে হয় শুভমানকে।

ভারতের তরুণ ওপেনার নিজে এই সিদ্ধান্ত মেনে নিতে পারেন নি। চতুর্থ দিনের খেলা শেষের পর গোটা ঘটনার স্ক্রিনশট নিয়ে তা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সরাসরি সিদ্ধান্তের প্রতিবাদের রাস্তা নেওয়ায় তিনি যে শাস্তির মুখে পড়বেন তা আগেই জানিয়ে দিয়েছিলেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting)। বাস্তবেও হলো তাই। আইসিসি আজ ঘোষণা করেছে যে তাদের আচরণবিধির ২.৭ ধারা ভেঙেছেন শুভমান (Shubman Gill)। এই ধারা অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন নেওয়া কোনো সিদ্ধান্তের প্রকাশ্যে সমালোচনা করে শাস্তি পাচ্ছেন তিনি। পন্টিং বলেছিলেন যে নির্বাসিত হতে পারেন ভারতীয় ওপেনার। তবে তা করা হয় নি আইসিসির তরফে। পরিবর্তে তাঁর ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। স্লো ওভার রেটের জন্য আগেই ১০০ শতাংশ ম্যাচ ফি খুইয়েছিলেন শুভমান (Shubman Gill)। আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদের জন্য সোশ্যাল মিডিয়াকে বেছে নেওয়ায় অতিরিক্ত জরিমানা দিতে হচ্ছে তাঁকে। মোট ১১৫ শতাংশ জরিমানা হলো তাঁর।

Also Read: WTC Final: “আমাদের কয়েকজন ক্রিকেটার…” ভারত হারতেই বিরাট কোহলির দিকে আঙুল তুললেন গৌতম গম্ভীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *