wtc-final-bear-grylls-reportedly-to-go-on-adventurous-trip-with-virat-kohli

WTC FINAL 2023: ২০২৩ জুড়েই ক্রিকেটের মরশুম, আর এই মরশুমে রয়েছে একেরপর এক টুর্নামেন্ট। অপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। আর এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছাতে ঘরের মাটিতেই ২-১ ব্যাবধানে পরাজিত করে ভারতীয় দল পৌঁছে যায় ফাইনালে। আর ফাইনাল ম্যাচে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিকেটের সবথেকে শক্তিশালী দল অন্ট্রেলিয়া। আপাতত, দুই দলের মধ্যে শুরু হয়েও গিয়েছে খেলা। শুধু এই টুর্নামেন্টে নয়, এর আগে বিরাট কোহলির অধিনায়কত্বে (Virat Kohli) প্রথমবার যখন ভারতীয় দল WTC ফাইনালে প্রবেশ করেছিল তখন নিউজিল্যান্ডের কাছে পরাজিত হতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তবে এবারের WTC ফাইনালে জীবন লাগিয়ে দেবে টিম ইন্ডিয়া।

বন জঙ্গলে দেখা যাবে বিরাটকে

WTC Final: টেস্ট ফাইনাল খেলেই ক্রিকেট থেকে দুরে যাচ্ছেন বিরাট কোহলি, বনে-জঙ্গলে করবেন বসবাস !! 1
Bear Grylls with Virat Kohli

তবে, এবার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে মন্তব্য করলেন বিয়ার গ্রিলস , যিনি “ম্যান ভার্সেস ওয়াইল্ড”– TV শো এর আসল ব্যাক্তিত্ব। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সাথে তার জনপ্রিয় অনুষ্ঠান “ম্যান ভার্সেস ওয়াইল্ড” এর একটি পর্বের চিত্রগ্রহণে আগ্রহের ইঙ্গিত দিলেন তিনি। এবিষয়ে মন্তব্য করে বিয়ার গ্রিলস বলেন, “বিরাট কোহলি একজন অনুপ্রাণিত ব্যাক্তিত্ব। বিশ্বজুড়ে তিনি তাঁর ভক্তদের অনুপ্রাণিত করে আসছেন। তাঁর জীবনের গল্প শোনা আমার এবং প্রত্যেকের কাছেই বড় সুযোগ।” পাশাপাশি, বিরাটের সাথে শো করা নিয়ে মন্তব্য করে গ্রিলস বলেন, “এখনও কিছু নিশ্চিত হয়নি। এই বিষয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছি। এখনো পর্যন্ত সঠিক দিকেই এগোচ্ছে। বিষয়টি নিয়ে আমি যথেষ্ট আশাবাদী।”

বিরাট কোহলির ক্রিকেট ক্যারিয়ার

Virat Kohli , WTC
Virat Kohli | Image: Getty Images

এই দশকের সেরা প্লেয়ার হলেন বিরাট কোহলি। তার ব্যাট থেকে এসেছিল একাধিক রান বানিয়েছেন এবং তার ঝুলিতে রয়েছে একাধিক রেকর্ড ও। ভারতীয় দলের হয়ে ১০৮ টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন বিরাট কোহলি। ৪৮.৯৩ গড়ে করেছেন ৮৪১৬ রান এবং ২৭৪ ওডিআই ম্যাচে ৫৭.৩২ গড়ে করেছেন ১২৮৯৮ রান। পাশাপাশি ১১৫ টি টোয়েন্টি ম্যাচে ৪০০৮ রান করেছেন বিরাট কোহলি। তিন ফরম্যাটে তিনি লাগিয়েছেন ৭৫ টি শতরান।

Join the Conversation

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *