wriddhiman saha might replaces kl rahul in wtc final

এই বছরের জুনে ভারতীয় ক্রিকেট দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল খেলতে হবে। ৭ জুন থেকে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে, সেখানে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জের। ২৮ শে মে আইপিএল ফাইনালের পর, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে ভারতের পুরো মনোযোগ থাকবে। এদিকে, WTC ফাইনালের জন্য প্রকাশিত হলো ভারতীয় টিম স্কোয়াড। অস্ট্রেলিয়ার ফাইনাল স্কোয়াড প্রকাশিত হওয়ার পরই প্রকাশিত হয় ভারতীয় স্কোয়াড। ভারতীয় স্কোয়াডে দেখা যায় অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane)। পাশাপাশি দলে প্রত্যাবর্তন ঘটেছে শার্দূল ঠাকুরের (Shardul Thakur)।

চোটের কারণে ছিটকে গেলেন রাহুল

KL Rahul
KL Rahul

তবে, এবছর টিম ইন্ডিয়ার স্কোয়াড থেকে চোটের কারণে বুমরাহ (Jasprit Bumrah), ঋষভ পন্থ (Rishabh Pant), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) প্রথমেই দল থেকে বাদ পড়ে গিয়েছিলেন। তবে এবার, দল থেকে বাদ পড়ে গেলেন কে এল রাহুল (KL Rahul)। ভারতীয় দলের নির্ভরযোগ্য ওপেনার এবার বাদ চলে গেলেন WTC ফাইনাল থেকে। ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে খেলা ৪৩ তম ম্যাচে কোহলির হাঁকানো কভার ড্রাইভ বাঁচাতে গিয়ে চোট পান রাহুল। তবে, এবার রাহুলের পরিবর্তে ভাগ্য খুলতে পারে ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha)।

ঋদ্ধিমান পাবেন দলে সুযোগ

Wriddhiman Saha
Wriddhiman Saha

ভারতীয় দলে আপাতত একজন উইকেট রক্ষক ব্যাটসম্যান রয়েছেন কে এস ভারত (KS Bharat)। তবে ভাগ্য খুলতে পারে ঋদ্ধিমানের। ২০২২-২৩ রঞ্জি ট্রফি ও ২০২৩ আইপিএলে বেশ দারুন ফর্মে রয়েছেন। তিনি আপাতত ১৫০ রান করেছেন এই সিজিনে। তাছাড়া, অভিজ্ঞ এই উইকেটরক্ষক এখন পর্যন্ত ৪০ টি টেস্টে ভারতের প্রতিনিধিত্ব করেছেন ১৩৫৩ রান করেছেন এবং তার নামে ১০৪ টি ডিসমিসাল রয়েছে। দলে ব্যাক আপ উইকেট কিপার হিসাবে ঈশান কিষান (Ishan Kishan) থাকলেও অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) চাইবেন না তরুণ প্লেয়ারকে এত বড় মঞ্চে সুযোগ দেবেন। যদিও, ঋদ্ধিমান সাহাকে প্রতারণা করে টিম ইন্ডিয়ার বাইরে বের করে দেওয়া হয়েছিল। এবার টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট WTC ফাইনালে জেতার জন্য ঋদ্ধিমানকে দলে দিতে পারে সুযোগ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *