WPL 2024: পুরুষদের আইপিএলের ধাঁচে গত বছর থেকে মহিলা ক্রিকেটেও ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগ চালু করেছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। প্রথম মরসুমেও পাঁচ দলের উইমেন্স প্রিমিয়ার লীগ (WPL) ভালোই সাফল্য পেয়েছে। মুম্বইয়ের ব্র্যাবোর্ন ও নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে নারী ক্রিকেটের নক্ষত্রদের চাক্ষুস করতে ভীড় জমিয়েছেন বহু ক্রীড়াপ্রেমী জনতা। প্রথম মরসুমের সাফল্যের পর আরও বড় আকারে উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL) দ্বিতীয় মরসুম আয়োজন করতে চলেছে বিসিসিআই। আগামীকাল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বোধন টুর্নামেন্টের। চলবে ১৭ মার্চ অবধি। ডব্লুপিএল নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ পৌঁছেছে চরম সীমায়।
দলের সংখ্যা অপরিবর্তিত রয়েছে দ্বিতীয় মরসুমেও। অপরিবর্তিত থাকছে ম্যাচের সংখ্যাও। মোট ২২টি ম্যাচ খেলা হবে টুর্নামেন্টে। তবে বদল এসেছে ভেন্যুতে। গতবার কেবল মহারাষ্ট্রেই সীমাবদ্ধ ছিলো টুর্নামেন্ট। এবার তা আয়োজিত হচ্ছে ক্যারাভান মডেলে। ২২ ম্যাচের টুর্নামেন্টের অর্ধেকটা, অর্থাৎ ১১টি ম্যাচ আয়োজন করবে বেঙ্গালুরু। সেমিফাইনাল ও ফাইনাল-সহ বাকি ১১ ম্যাচ আয়োজনের দায়িত্বে থাকছে দিল্লী। ডব্লু পি এলের (WPL) বেঙ্গালুরু পর্বের জন্য সব দল পৌঁছে গিয়েছে দক্ষিণ ভারতের শহরে। চলছে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি। ব্যাট-বলের দ্বৈরথ শুরুর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) অধিনায়ক স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) এক খোলামেলা সাক্ষাৎকারে পর্দা সরালেন কেরিয়ার তথা জীবনের নানা অংশ থেকে।
Read More: WPL 2024: ফেব্রুয়ারিতে ফিরছে উইমেন্স প্রিমিয়ার লীগ, রইলো সম্পূর্ণ ক্রীড়াসূচি, দেখে নিন পাঁচ দলের সম্পূর্ণ স্কোয়াড’ও !!
পছন্দের জার্সি নম্বর প্রকাশ্যে আনলেন স্মৃতি-
জার্সি নম্বর নিয়ে সংস্কার রয়েছে ক্রীড়াদুনিয়ার বহু নক্ষত্রের। নিজের জন্মতারিখের সাথে মিলিয়ে ১২ নম্বর জার্সি পরে মাঠে নামতেন যুবরাজ সিং (Yuvraj Singh)। জ্যোতিষীর পরামর্শে পাঁচ নম্বর ছেড়ে ১৯ নম্বর জার্সি গায়ে চাপিয়েছিলেন রাহুল দ্রাবিড়। বীরেন্দ্র শেহবাগ (Virender Sehwag) আবার জার্সিতে নম্বর ব্যবহার করাই ছেড়ে দিয়েছিলেন। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ৩৩৩ রানের ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। বিভিন্ন সময় তাঁকে দেখা গিয়েছে ৩৩৩ নম্বর জার্সি গায়ে চাপাতে। একইভাবে মুথাইয়া মুরলীধরণ ৮০০ নম্বর জার্সি গায়ে চাপিয়েছেন তাঁর ৮০০ টেস্ট উইকেট স্মরণীয় করে রাখতে। আধুনিক ক্রিকেটে জন্মতারিখ ও জন্ম মাসের সাথে মিলিয়ে মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) দেখা গিয়েছে ৭ নম্বর জার্সি পরতে। আবার ভারতীয় দলের হয়ে অভিষেক ও পিতার মৃত্যু, দুই স্মরণীয় তারিখকে মাথায় রেখে বিরাট কোহলি (Virat Kohli) পরেন ১৮ নম্বর জার্সি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB) দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের জার্সি নম্বর নিয়ে অজানা তথ্য সামনে আনলেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। তিনি বর্তমানে ভারতীয় দলের হয়ে খেলেন ১৮ নম্বর জার্সি গায়ে চাপিয়ে। গত মরসুমে WPL-এ তাঁর জার্সির পিঠে দেখা গিয়েছিলো ১৮’ই। কিন্তু স্মৃতি জানিয়েছেন ১৮ নয়, বরং তাঁর পছন্দের জার্সি নম্বর ৭। নেপথ্য কারণ’ও জানিয়েছেন তিনি। বলেন, “যখন আমি ভারতের হয়ে খেলার জন্য নির্বাচিত হয়েছিলাম, তখন আমি স্কুলে পড়তাম। ৭ নম্বর জার্সি চেয়েছিলাম, কারণ স্কুলে আমার রোল নম্বর ছিলো ৭। কিন্তু ৭ তার আগেই কেউ ব্যবহার করত। বিসিসিআই-এর একজন আমায় বলেন ১৮ নম্বর নিতে। আমি জিজ্ঞেস করেছিলাম, ‘কেন?’ উত্তরে তিনি জানান, ‘তোমার জন্মদিন ১৮ জুলাই।’ আমি ভাবলাম ‘ঠিক আছে।’ তারপর থেকে গত ১০ বছর ১৮-ই আমার জার্সি নম্বর।”
স্মৃতির হাত ধরে সাফল্যের সন্ধানে বেঙ্গালুরু-
18 Questions With Smriti Mandhana- অনুষ্ঠানে ভারতীয় নারী ক্রিকেট নক্ষত্রকে মোট ১৮টি প্রশ্ন করা হয়েছিলো। ক্রিকেট যাত্রাপথ থেকে ডাকনাম-অনেক কিছুই অনুরাগীদের সাথে ভাগ করে নেন তিনি। প্রথমেই তাঁকে জিজ্ঞাসা করা হয়, ‘আরসিবি বলতেই তাঁর মনে কি আসে?’ উত্তরে স্মৃতি (Smriti Mandhana) জানান, “ফ্যানবেস। ফলাফল যাই হোক না কেন, আমাদের সমর্থকেরা আমাদের ছেড়ে যান না।” ডাকনাম জানতে চাওয়া হলে স্মৃতি জানান, “আমার ডাকনাম বেবু। আমি ছোটোবেলায় স্মৃতি শব্দটা উচ্চারণ করতে পারতাম না। আমার বাবা আমায় বেবু বলে ডাকতেন।” পছন্দের ক্রিকেট তারকা হিসেবে তিনি বেছে নেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (Kumar Sangakkara) ও ভারতের শচীন তেন্ডুলকর’কে (Sachin Tendulkar)।
পুরুষদের আইপিএলে ষোলো মরসুম অংশ নিলেও একবারও খেতাব জিততে পারে নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। মহিলাদের ডব্লুপিএলেও প্রথম মরসুমটা মোটেই ভালো যায় নি তাদের। স্মৃতি মন্ধানা, হিদার নাইট, এলিস পেরী, মেগান শ্যুটদের মত তারকাদের নিয়ে দল সাজালেও পাঁচ দলের লীগের চতুর্থ হয়েই শেষ করতে হয়েছিলো বেঙ্গালুরুকে। গত বারের ব্যর্থতাকে পিছনে ফেলে এবার খেতাব জয়ের সংকল্প নিয়ে মাঠে নামতে চাইছে তারা। জিও সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে অধিনায়ক স্মৃতি (Smriti Mandhana) স্পষ্টই জানিয়েছেন, “আমরা চাইবো গতবারের চেয়ে ভালো পারফর্ম্যান্স করতে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দৃষ্টিভঙ্গি থেকে দেখলে, বেশ কয়েকজন ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হয়েছে। যোগ দিয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ, তাতে অবশ্যই ভারসাম্য আরও ভালো হয়েছে।”
দেখুন সম্পূর্ণ সাক্ষাৎকারের ভিডিও-
18 questions with Smriti Mandhana! 👸
A sneak peek into the personal side of Smriti, on Bold Diaries. 📹#PlayBold #SheIsBold #ನಮ್ಮRCB #WPL2024 @mandhana_smriti pic.twitter.com/cBgclc2wKb
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 21, 2024