wpl-harmapreet-involved-in-fiery-spat

WPL 2025: চলছে উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL) তৃতীয় মরসুম। গতকাল লক্ষ্ণৌর ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স ও ইউ পি ওয়ারিয়র্স। ঘরের মাঠে খেলার সুযোগ পেলেও বিশেষ সুবিধা করতে পারলো না ইউ পি। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ক্যাপ্টেন হরমনপ্রীত (Harmanpreet Kaur)। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫০-এর বেশী এগোতে পারে নি ওয়ারিয়র্সরা (UPW)। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ২০২৩-এর চ্যাম্পিয়নরা। ৪৬ বলে ৬৮ করেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউজ। মুম্বইয়ের ‘মিস কনসিস্ট্যান্ট’ ন্যাটালি সিভার-ব্রান্টের ব্যাট থেকে আসে ৩৭। অক্রিকেটীয় কারণেও সংবাদমাধ্যমের চর্চায় জায়গা করে নিলো গতকালের দ্বৈরথ। ইউ পি’র সোফি একলেস্টোনের সাথে মাঠেই ঝামেলায় জড়াই মুম্বইয়ের হরমনপ্রীত ও এমেলিয়া কের।

Read More: CT 2025: ফাইনালে ভারতের চিন্তা বাড়াচ্ছেন এই তিন ক্রিকেটার, ‘ফ্লপ’ হলে হাতছাড়া হবে ট্রফি !!

একলেস্টোনের সাথে তরজা হরমনের-

Harmanpreet Kaur and Sophie Ecclestone | WPL 2025 | Image : Twitter
Harmanpreet Kaur and Sophie Ecclestone | WPL 2025 | Image : Twitter

ইউপি (UPW) ইনিংসের ২০তম ওভারে স্লো ওভার-রেটের জন্য শাস্তি পেয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স (MI)। সাধারণত পাওয়ার প্লে’র পর ত্রিশ গজের রেখার বাইরে চারজন ফিল্ডার মোতায়েন করা যায়। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ২০ ওভার শেষ করতে না পারলে শাস্তিস্বরূপ এক জন ফিল্ডার কমিয়ে দেওয়া ত্রিশ গজ রেখার বাইরে। শাস্তির সিদ্ধান্ত মনঃপুত হয় নি মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur)। আম্পায়ার অজিতেশ আগ্রালের সাথে তর্কে জড়ান তিনি। শেষ ওভারে বোলিং করতে এসেছিলেন নি এমেলিয়া কের। তিনিও শাস্তির সিদ্ধান্তের বিরোধিতা করেন। এমতাবস্থায় নন-স্ট্রাইকার সোফি একলেস্টোন (Sophie Ecclestone) হরমনপ্রীতকে উদ্দেশ্য করে কিছু বলায় মেজাজ সপ্তমে চড়ে যায় ভারতীয় তারকার। ইংল্যান্ড অলরাউন্ডারের সাথে রীতিমত কথা কাটাকাটি চলে তাঁর। শেষমেশ অন্য আম্পায়ার এন জননীর মধ্যস্থতায় মেটে ঝামেলা।

তুমুল বাগ্‌বিতণ্ডার পর ঐ ওভারে বল হাতে শেষ হাসি অবশ্য হাসেন এমেলিয়া কের’ই (Amelia Kerr)। তৃতীয় বলেই তুলে নেন উইকেট। ইউ পি অধিনায়ক দীপ্তি শর্মা স্টেপ আউট করে মারতে গিয়ে স্টাম্পড হন। পঞ্চম বলে একটি বাউন্ডারি হাঁকিয়ে ওয়ারিয়র্সদের স্কোর ১৫০ স্পর্শ করান একলেস্টোন। কিন্তু ইনিংসের শেষ বলে আউট হন তিনিও। পুল শট মারতে গিয়েছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার। কিন্তু ব্যাটের উপরের দিকে লেগে আকাশে উঠে যায় বল। সহজ ক্যাচ ধরতে কোনোরকম সমস্যায় পড়তে হয় নি আমানজ্যোত কৌর’কে। ১১ বলে ১৬ করেন সোফি। বল হাতে গতকাল অবশ্য আগাগোড়াই ভালো পারফর্ম্যান্স করেছেন কের। দীপ্তি ও সোফি ছাড়াও কিরণ নভগিরে, বৃন্দা দীনেশ ও শিনেল হেনরিকে আউট করেন তিনি। উইমেন্স প্রিমিয়ার লীগে (WPL) প্রথমবার এক ইনিংসে পাঁচ উইকেট নেন কের।

দেখুন বাগ্‌বিতণ্ডার ভিডিও-

WPL-এর তৃতীয় মরসুমেও ব্যর্থ ইউ পি-

UP Warriorz | Image: Twitter
UP Warriorz | Image: Twitter

২০২৩ ও ২০২৪-এর মতই ২০২৫-এর উইমেন্স প্রিমিয়ার লীগেও (WPL) চূড়ান্ত হতাশ করলো ইউ পি ওয়ারিয়র্স (UPW)। এবারও প্লে-অফে পা দেওয়ার কোনো রকম সম্ভাবনা নেই তাদের। লীগ পর্বের আট ম্যাচের মধ্যে ৭টি খেলে ফেলেছে ইউ পি। মাত্র ২টি জয় ও ৫টি হার-সহ পয়েন্ট তালিকায় সবার নীচে দীপ্তি শর্মা, গ্রেস হ্যারিস’রা। তাদের নেট রান-রেট -০.৭৮৫। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCBW) জয় দিয়ে মরসুম শুরু করেছিলো। কিন্তু ধীরে ধীরে প্লে-অফ থেকে দূরে সরছে তারাও। আপাতত ৬ ম্যাচ খেলে ২টি জয় ও ৪টি হার-সহ চতুর্থ স্থানে রিচা ঘোষ, স্মৃতি মন্ধান্রা’রা। নেট রান-রেট -০.২৪৪। খাতায়-কলমে প্লে-অফে যাওয়ার সুযোগ রয়েছে তাদের। লীগ টেবিলের শীর্ষে রয়েছে দিল্লী ক্যাপিটালস। তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় মুম্বই। তৃতীয় স্থানে থাকা গুজরাতের পয়েন্ট ৬।

Also Read: দুরন্ত ছন্দে শ্রেয়স আইয়ার, হারানো সম্মান ফিরে পাচ্ছেন মিডল অর্ডার তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *