wpl-fans-ecstatic-as-rcbw-defeats-ggw

WPL 2024: উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL 2024) পঞ্চম ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাত জায়ান্টস। গত মরসুমে লীগ তালিকায় শেষ দুই স্থানে শেষ করেছিলো জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্সরা। দুই সাক্ষাতে ফলাফল ছিলো ১-১। কিন্তু এবার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছিলো বেঙ্গালুরুর থেকে। ঘরের মাঠে গত ম্যাচে তারা হারিয়েছিলো ইউ পি’কে। আজও উজ্জীবিত ক্রিকেট দেখা গেলো স্মৃতি মন্ধানার দলের তরফ থেকে। আর তাদের প্রতিপক্ষ গুজরাত যেখানে গত মরসুম শেষ করেছিলো, চলতি বছরেও রয়ে গেলো গেলো সেই তিমিরেই। আগের ম্যাচে হারতে হয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। আজও বেঙ্গালুরুর বিরুদ্ধে খড়কুটোর মত উড়ে গেলো তারা।

Read More: অবশেষে সুর নরম শ্রেয়স আইয়ারের, বোর্ডের শাস্তি এড়াতে অবস্থান বদল ঘরোয়া ক্রিকেট নিয়ে !!

টসে জিতে প্রথমে গুজরাতকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন বেঙ্গালুরু অধিনায়ক স্মৃতি। শুরু থেকেই চাপে পড়া জায়ান্টসরা। বেথ মুনি, ফিনি লিচফিল্ড, বেদা কৃষ্ণমূর্তির মত আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন তারকারা আজ দুই অঙ্কের গণ্ডীও পেরোতে পারেন নি। রান পান নি অ্যাশলি গার্ডনার বা ক্যাথরিন ব্রাইসরাও। চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতা হতাশ করেছে গুজরাত সমর্থকদের। এক্স-হ্যান্ডেলে ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা। কি কারণে লরা উলভার্টের মত ফর্মে থাকা ওপেনারকে সুযোগ দেওয়া হচ্ছে না তা নিয়ে উঠেছে প্রশ্ন। এক নেটিজেন মস্করার সুরে গুজরাত মেন্টর মিথালী রাজকে উদ্দেশ্য করে বলেছেন, ‘মিথালী নিজে নামলে এর চেয়ে ভালো খেলতে পারতেন।’হরলীন দেওলের ২২ ও দয়ালন হেমলতার ৩১ রানের ইনিংসে ভর করে ধুঁকতে ধুঁকতে ১০০’র গণ্ডী পেরোয় গুজরাত। থামতে হয় ১০৭ রানে।

বেঙ্গালুরুর হয়ে ২ উইকেট নিয়েছেন রেণুকা ঠাকুর ও ৩টি উইকেট নিয়েছেন সোফি মোলিনে। তাঁদের নিয়ন্ত্রিত বোলিং-ও প্রশংসা কুড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। রান তাড়া করতে নেমে আজও ব্যর্থ সোফি ডিভাইন। তবে স্মৃতি মন্ধানার ব্যাটে রানের ফুলঝুড়ি খুশি করেছে অন্তর্জাল মাধ্যমের বাসিন্দাদের। ‘স্মৃতি ফর্মে ফিরেছেন, এবার বেঙ্গালুরুকে আটকায় কে?’ মন্তব্য করেছেন একজন। মাত্র ২৭ বলে ৪৩ রান করে জয়ের ভিত গড়ে দেন তিনি। গত ম্যাচের অর্ধশতকের পর আজও ৩৬* রানের ইনিংস খেললেন সাব্বিনেনি মেঘনা। ১৪ বলে ২৩* করেন এলিস পেরী। ৪৫ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিলো রয়্যাল চ্যালেঞ্জার্স। ‘স্বপ্নের দৌড় শুরু’ লিখেছেন এক উৎসাহী সমর্থক। নেটদুনিয়া জুড়ে আপাতত একটাই ধ্বনি- ‘ই সালা কাপ নামদে।’

দেখুন ট্যুইট চিত্র-

.

Also Read: WPL 2024: ইউপিকে হারিয়েও শান্তি নেই দিল্লি শিবিরে, ম্যাচের পর বড় শাস্তির মুখে দলের তারকা খেলোয়াড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *