RCB vs MI

সোমবার মহিলা ক্রিকেটারদের জন্য খুবই বিশেষ দিন। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলা মহিলাদের আইপিএল (WPL Auction 2023) এর জন্য ১৩ ফেব্রুয়ারি খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হচ্ছে। নিলামের জন্য ১৫২৫ জন খেলোয়াড় নাম লেখালেও. এর মধ্যে ৪০৯ জন খেলোয়াড় নিলামে বিডিংয়ের জন্য বাছাই করা হয়েছে। ৫টি ফ্র্যাঞ্চাইজি এই খেলোয়াড়দের উপর অর্থ বর্ষণ করতে দেখা যাবে। মোট ৯০টা জায়গার জন্য খেলোয়াড় নেওয়া হবে। পাঁচজন খেলোয়াড়েরই নিলামে খরচ করার জন্য প্রতিটা দলের হাতে কোটি টাকা করে রয়েছে।

নিলামে, ভারতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা (Smriti Mandhana), বিস্ফোরক ওপেনার শেফালি ভার্মা, রিচা ঘোষ এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরকে তাদের দলে নেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলি প্রচুর টাকা খরচ করছে। মন্ধনা, শেফালি, হরমনপ্রীত কৌর এবং দীপ্তি সহ 8 জন খেলোয়াড় নিজেদের ৫০ লাখের বেস প্রাইস রাখে। তবে তারা দাম পাচ্ছে এর থেকে অনেক বেশি।

৩ কোটি ৪০ লক্ষে মান্ধানকে দলে নিয়েছে আরসিবি

আইপিএল শুরুর আগে RCB পেল নতুন অধিনায়ক, দলকে জেতাবেন প্রথমবার ট্রফি !! 1

এ দিনের এই মহিলাদের আইপিএলের নিলামে সব থেকে বড় চমক দিলেন স্মৃতি মান্ধানা। তাকে কিনতে মোট ৩ কোটি ৪০ লক্ষ টাকা খরচ করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আগেই মনে করা হয়েছিল তিনি ভালো দামই পাবেন। তবে স্মৃতীকে কিনতে যে এত খরচ হবে, সেটা হয়তো অনেকেই ভাবেননি। আসলে আসন্ন এই মহিলা আইপিএলে স্মৃতিকে অধিনায়ক হিসেবে ভেবে রেখেছে ব্যাঙ্গালোর। আর অধিনায়কের জন্যই নিজেদের পার্স খালি করেছে তারা। তার ব্যাটের ওপর ভর করেই এবার ট্রফি জিততে মরিয়া আরসিবি ব্রিগেড।

শাকিব-রাহানেদের থেকে বেশি দাম পেলেন স্মৃতী

আইপিএল শুরুর আগে RCB পেল নতুন অধিনায়ক, দলকে জেতাবেন প্রথমবার ট্রফি !! 2

কিছুদিন আগেই পুরুষদের আইপিএলের জন্য মিনি আইপিএলের আয়োজন করে বিসিসিআই। সেই নিলামে প্রচুর টাকায় বিক্রি হন স্যাম কুরান-বেন স্টোকসরা। তবে এবার স্মৃতীর জন্য এই দাম নেহাত কম নয়। আতস কাঁচের নীচে ফেলে দেখলে বোঝা যাবে মহিলা ক্রিকেটের জন্য মান্ধানার এত দামে বিক্রি হওয়াটা অবশ্যই বড় সাফল্য। ঘটনা হল, তিনি যা দাম পেয়েছেন সেটা শাকিব আল হাসান, আদিল রশিদ, অজিঙ্ক রাহানেদের পাওয়া নিলামের অর্থের থেকে বেশ খানিকটা বেশি। আগে এমন চিত্র কখনই দেখা যায়নি। তাই এটাকে অবশ্যই বড় সাফল্য বলা যেতেই পারে।

Read More: IND vs AUS: ভারতের পিচে অশ্বিনাতঙ্ক কাটাবেন কি করে ডেভিড ওয়ার্নার? অজি ওপেনারকে টোটকা বাতলালেন আকাশ চোপড়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *