Rcbw wpl
RCBW TEAM

WPL 2024: আইপিএলের সপ্তদশ মরসুমের নিলাম শুরুর বাকি এখনও সপ্তাহখানেক। কিন্তু দরজায় কড়া নাড়ছে উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL) নিলামপর্ব। ২০২৩-এ ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা শুরু করেছে মহিলাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগ। আইপিএলের ধাঁচে শুরু হওয়া এই লীগ প্রথম মরসুমেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। শাইকা ঈশাক (Shaika Ishaq), শ্রেয়াঙ্কা পাতিলদের (Shreyanka Patil) মত একাধিক নবীন প্রতিভাদের সাথে পরিচয় হয়েছে বিশ্বের ক্রিকেটপ্রেমীদের। হরমনপ্রীত, স্মৃতি মন্ধানাদের মত প্রতিষ্ঠিত ভারতীয় তারকাদের কাঁধে কাঁধ মিলিয়ে ট্রফির জন্য লড়াই করতে দেখা গিয়েছে ন্যাটালি স্কিভার-ব্রান্ট, এলিস পেরীদের (Ellyse Perry)। দ্বিতীয় মরসুমেও আগের বারের সাফল্যকে স্পর্শ করার লক্ষ্য নিয়েই ফিরছে ডব্লুপিএল (WPL)। অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমী জনতাও।

মুম্বইতে ৯ ডিসেম্বর নিলামের টেবিলে মুখোমুখি হওয়ার কথা ছয় দলের। ১৬৫ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে শনিবার নিলামের হাতুড়ির নীচে। এর মধ্যে ১০৪ জন ভারতীয় ও ৬১ জন বিদেশী। প্রতিটি দলের স্যালারি ক্যাপ ১৩.৫০ কোটি টাকা। গত নিলামের উদ্বৃত্ত অর্থ ব্যবহার করে তারা আগামী মরসুমের জন্য স্কোয়াডের ফাঁকফোকর মেরামত করতে পারবে। ছয় দল মিলিয়ে আসন্ন নিলামে শূন্যস্থানের সংখ্যা ৩০। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCBW) শিবির গত নিলামে বিপুল অর্থ খরচ করেছিলো। ৩.৪০ কোটি টাকা দিয়ে দলে সামিল করেছিলো স্মৃতি মন্ধানাকে (Smriti Mandhana)। হিদার নাইট, এলিস পেরীদের (Ellyse Perry) মত তারকাদেরও দলে নিয়েছিলো তারা। কিন্তু প্লে-অফে পৌঁছানো আর হয় নি। দ্বিতীয় মরসুমে ভাগ্যের পরিবর্তন চায় তারা। ১১ ক্রিকেটারকে ধরে রেখেছে বেঙ্গালুরু। ছেড়েছে ৭ জন’কে।

Read More: IPL 2024: এই ৩ প্লেয়ারের মান বাঁচিয়েছে তাদের ফ্রাঞ্চাইজি, নিলামে নাম উঠলেই থাকতে হতো অবিক্রিত !!

RCBW’র রিলিজ-রিটেনশন তালিকা-

RCBW | WPL 2024 | Image: Getty Images
RCBW | Image: Getty Images

আগামী WPL-এ যাঁরা থাকছেন RCBW স্কোয়াডে-

আশা শোভনা, দিশা কাসাত, ইন্দ্রাণী রায়, কণিকা আহূজা, রেণুকা সিং, রিচা ঘোষ, শ্রেয়াঙ্কা পাতিল, স্মৃতি মন্ধানা, এলিস পেরী (বিদেশী), হিদার নাইট (বিদেশী), সোফি ডিভাইন (বিদেশী)।

RCBW রিলিজ করে দিয়েছে যাঁদের-

কোমল ঝাঁঝড়, পুনম খেমনার, প্রীতি বোস, সাহানা পাওয়ার, ডেন ফান নাইকার্ক (বিদেশী), এরিন বার্ন্স (বিদেশী), মেগান শ্যুট (বিদেশী)।

অকশন পার্সে অর্থের পরিমাণ- ৩.৩৫ কোটি টাকা।

শূন্যস্থান- ৭টি (৩টি বিদেশী স্লট ফাঁকা রয়েছে)।

Also Read: LLC 2023: “তুমি চূড়ান্ত উদ্ধত…” সোশ্যাল মিডিয়ায় নতুন মোড় নিলো গম্ভীর বনাম শ্রীশন্থ দ্বন্দ্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *