WPL 2024: ক্রিকেটবিশ্বের নজর আইপিএলের (IPL) সপ্তদশ মরসুমের মিনি নিলামের দিকে। ভারতীয় বোর্ড জানিয়েছে আগামী ১৯ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের দুবাইতে আয়োজিত হবে আইপিএলের নিলাম। তবে তার আগে দেশের মাটিতেই বসতে চলেছে উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL) মিনি নিলামের আসর। ৯ ডিসেম্বর মুম্বইতে নিলাম যুদ্ধে মুখোমুখি হবে মহিলাদের টি-২০ ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় অংশ নেওয়া ছয় দল। প্রথম মরসুমের সাফল্য-ব্যর্থতার হিসেবনিকেশ হয়েছে আগেই। দ্বিতীয় মরসুমে দলের ফাঁকফোকর মেরামত করে ট্রফি জয়ের লক্ষ্যে ঝাঁপাতে মরিয়া সবক’টি ফ্র্যাঞ্চাইজিই। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে মোট ১৬৫ জন ক্রিকেটার নিলামে উঠতে চলেছেন শনিবার। এরমধ্যে সর্বোচ্চ ৩০ জনের কপালে শিকে ছেঁড়ার সম্ভাবনা।
মুম্বই ইন্ডিয়ান্সের জন্য উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL) প্রথম মরসুম ছিলো বেশ চমকপ্রদ। আগাগোড়া দাপট ধরে রেখে ফাইনালে গিয়েছিলো তারা। খেতাবী যুদ্ধে দিল্লী ক্যাপিটালসকে (DCW) হারিয়ে জিতে নিয়েছিলো খেতাব। এবার নিজেদের ট্রফি ধরে রাখার সংগ্রামে নামছেন হরমনপ্রীত কৌর’রা (Harmanpreet Kaur)। ২০২৪-এ জিতলে প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে আইপিএল ও ডব্লুপিএল টানা দুই বছর জেতার নজির গড়বে মুম্বই ইন্ডিয়ান্স (MIW)। নিজেদের ট্রফিজয়ী দলে বিশেষ রদবদলের পথে হাঁটেন নি মুকেশ আম্বানি, নীতা আম্বানিরা। হরমনপ্রীত, হেইলি ম্যাথিউজ (Hayley Matthews), শাইকা ঈশাক, ইসি ওঙ্গ’দের (Isi Wong) ধরে রাখা হয়েছে। রিটেনশন তালিকায় রয়েছেন মোট ১৩ জন। কেবল ৫ জনকেই ‘রিলিজ’ তালিকায় রেখেছে মুম্বই।
Read More: WPL 2024: উইমেন্স প্রিমিয়ার লীগের নিলামের আগে চোখ বুলিয়ে নিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু স্কোয়াডে !!
মুম্বই ইন্ডিয়ান্সের রিলিজ-রিটেনশন তালিকা-

আগামী WPL-এ MIW-তে থাকছেন যাঁরা-
আমানজ্যোত কৌর, এমিলিয়া কের (বিদেশী), ক্লোয়ি টাইরন (বিদেশী), হরমনপ্রীত কৌর, হেইলি ম্যাথিউজ (বিদেশী), হুমাইরা কাজি, ইসাবেলা ওঙ্গ (বিদেশী), জিন্তিমনি কলিতা, ন্যাট স্কিভার-ব্রান্ট (বিদেশী), পূজা বস্ত্রকার, প্রিয়াঙ্কা বালা, শাইকা ঈশাক, ইয়াস্তিকা ভাটিয়া।
MIW রিলিজ করেছে যাঁদের-
ধারা গুজ্জর, হেদার গ্রাহাম (বিদেশী), নীলম বিস্ত, সোনম যাদব।
অকশন পার্সে অর্থের পরিমাণ- ২.১ কোটি টাকা।
দলে শূন্যস্থান- ৫টি (একটি বিদেশী স্লট ফাঁকা রয়েছে)
Also Read: IPL 2024: আইপিএল নিলামের আগে বুমরাহ নিলেন বড় পদক্ষেপ, ইনস্টাগ্রামে এই দলকে করলেন ফলো !!