wpl-2024-grace-harris-wins-potm-vs-ggw

WPL 2024: জমে গেলো উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL 2024) দ্বিতীয় মরসুম। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়েছিলো দিল্লী ক্যাপিটালস (DC)।+১.২৭১ নেট রান রেট সঙ্গে করে তারা জায়গা করে নিয়েছিলো লীগ তালিকার শীর্ষস্থানে। বেঙ্গালুরু নেমে গিয়েছিলো দুই নম্বরে। তাদের নেট রান রেট +০.৭০৫। তাদের ঝুলিতেও ছিলো দুটি জয়। তিন ম্যাচ খেলে দুটি জয় সঙ্গে করে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (MIW) আজকের আগে ছিলো তিন নম্বরে। আজ গুজরাত জায়ান্টসের (GGW) বিরুদ্ধে ইউ পি ওয়ারিয়র্সের ৬ উইকেটের ব্যবধানে বড় জয়ের পর বদলে গেলো লীগ টেবিলের হালহকিকত। হরমনপ্রীত কৌরদের পিছনে ফেলে নেট রান রেটের হিসেবে এগিয়ে গেলো ইউ পি (UPW)। ৪ ম্যাচ খেলে ২ জয়, ২ হার এবং +০.২১১ নেট রান-রেটে তৃতীয় স্থানে উঠে এলো ওয়ারিয়র্সরা।

টসে জিতে প্রথমে গুজরাতকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলো ইউ পি। আজ ওপেনিং জুটিতে বদল এনেছিলো গুজরাত। বেথ মুনি বড় রান না পেলেও ২৭ রান করেন লরা উলভার্ট (Laura Woolvardt)। হরলীন দেওল’ও ফেরেন মাত্র ১৬ রান করে। ফিবি লিচফিল্ডের ৩৬ ও অ্যাশলি গার্ডনারের মাত্র ১৭ বলে ৩০ রানের ইনিংস জায়ান্টসদের পৌঁছে দেয় ১৪২ রানে। কিরণ নভগিরে আজ রান পেলেও ইউ পি জার্সিতে শুরুটা ভালো করেছিলেন অ্যালিসা হিলি (Alyssa Helay)। তিনি করেন ৩৩ রান। শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ১১ বলে ১৭ রান করে আউট হন। এরপর দীপ্তি শর্মাকে সাথে নিয়ে ঝড় তোলেন গ্রেস হ্যারিস (Grace Harris)। গত মরসুমেও গুজরাতের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। আজও ম্যাচ জেতানো ৬০* রানের ইনিংস এলো তাঁর ব্যাট থেকে। ইউ পি’র জয়ের পর ম্যাচের সেরার পুরষ্কার পেয়েছেন তিনিই।

Read More: WPL 2024, UP-W vs GG-W, Match 8: হাইভোল্টেজ ম্যাচে গুজরাটকে ৬ উইকেটে পরাজিত করে পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানে পৌঁছে গেল UP !!

ভারতকে ভালোবাসি, বলছেন গ্রেস হ্যারিস-

Grace Harris | WPL 2024 | Image: Getty Images
Grace Harris | WPL 2024 | Image: Getty Images

মাত্র ৩ ইনিংসে তাঁর ঝুলিতে আপাতত ১৫৩ রান। স্ট্রাইক রেট ১৬৮। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCBW) স্মৃতি মন্ধানাকে পিছনে ফেলে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি আপাতত নিজের জিম্মায় নিলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্রেস হ্যারিস (Grace Harris)। আজ গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে দলকে ম্যাচ জিতিয়ে তৃপ্ত মনে হলো তাঁকে। হাসিমুখেই খেলা শেষে জবাব দিলেন অঞ্জুম চোপড়ার প্রশ্নের। চাপের মুখে মাথা ঠাণ্ডা রাখার কৌশল জিজ্ঞেস করা হয় তাঁকে। গ্রেস বলেন, “প্রতিটা বল ধরে ধরে খেলার চেষ্টা করি। বয়স বাড়ার সাথে সাথে আমি নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে শিখেছি। অল্পেই আর হতাশ হই না বা রেগে যাই না। বরং একদম গোড়ায় ফিরে যাই। বল দেখে খেলার চেষ্টা করি।”

রান তাড়া করার সময় তিনি নট-আউট থাকা সত্ত্বেও তাঁর দল কখনও হেরেছে? উত্তরে হেসে গ্রেস (Grace Harris) জানান, “খুবই বিরল ঘটনা সেটা।”ভারতে এই নিয়ে ডব্লুপিএলের (WPL 2024) দ্বিতীয় মরসুমে অংশ নিচ্ছেন গ্রেস। পরিবেশের সাথে মানিয়ে নিতে পেরেছেন? অজি তারকা জানান, “আমি এখানে ইউ পি ওয়ারিয়র্সের হয়ে খেলা উপভোগ করছি। ভারতকে আমি ভালোবাসি।” ব্যাটিং-এর পাশাপাশি বোলিং-এ দলকে ভরসা যোগাচ্ছেন তিনি। নিজের বোলিং সম্পর্কে গ্রেসের (Grace Harris) মূল্যায়ন, “আজ আমি বেশ কিছু বল স্লটে রাখতে পেরেছিলাম। যেভাবে পারফর্ম করছি, তাতে খুশি। বোলিং-এর সুযোগ এলে তা আমি দুই হাতে গ্রহণ করতে চাই। তবে এখনও অনেক উন্নতি করতে হবে।”

এই নিয়ে দ্বিতীয়বার ইউ পি’কে (UPW) রান তাড়া করে জেতালো গ্রেস হ্যারিস-দীপ্তি শর্মা জুটি। আজ গ্রেসের (Grace Harris) ৯ চার ও ২ ছক্কায় সাজানো ৩৩ বলে ৬০* রানের পাশাপাশি ১৪ বলে ১৭ করে অপরাজিত ছিলেন দীপ্তি’ও (Deepti Sharma)। তাঁদের দুজনের সাফল্যের নেপথ্য কারণ ফাঁস করে গ্রেস জানান, “দ্বিতীয়বার আমরা বড় জুটি গড়লাম। আমাদের ডান হাতি-বাম হাতি জুটিটা বিপক্ষ বোলারদের চাপে ফেলে। আমরা একে অপরের পরিপূরক হিসেবে খেলতে পারি, যেটা আমাদের জুটিকে সাফল্য এনে দেয়।” এখানেই থামতে রাজী নন তিনি। অজি অলরাউন্ডার জানান, “যেমন ভাবে এগোচ্ছি,তেমন ভাবেই এগোতে চাই। আশা রাখছি আরও কিছু ম্যাচ জিতবো।”

Also Read: “দেশের চেয়ে বড় কেউ নয়…”, আইয়ার-ইশানের চুক্তি বাতিল হওয়ায় বিসিসিআইকে বাহবা কপিল দেবের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *