WPL 2024: চিন্নাস্বামীতে অপ্রতিরোধ্য বেঙ্গালুরুর মেয়েরা, মাঠেই বিবাহপ্রস্তাব পেলেন এই ক্রিকেটার !! 1

WPL 2024: চলছে উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL 2024) দ্বিতীয় মরসুম। গত বছর মহারাষ্ট্রের অন্দরেই সীমাবদ্ধ ছিলো টুর্নামেন্ট। এবার তার প্রসার বেড়েছে। হোম অ্যান্ড অ্যাওয়ে ফর্ম্যাট এখনও চালু না হলেও ক্যারাভান মডেল ব্যবহার করছে আয়োজক বিসিসিআই। প্রতিযোগিতার প্রথম ১১টি ম্যাচ হওয়ার কথা বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। এলিমিনেটর ও ফাইনাল-সহ বাকি ১১ ম্যাচ আয়োজিত হবে দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে। গতকাল ছিলো টুর্নামেন্টের পঞ্চম দিন। মুখোমুখি হয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCBW) ও গুজরাত জায়ান্টস (GGW)। ২০২৩-এ দুই সাক্ষাতে ফলাফল ছিলো ১-১। ২০২৪-এ অবশ্য প্রথম দ্বৈরথে জিতলো বেঙ্গালুরুই। স্মৃতি মন্ধানার দল পিছনে ফেললো বেথ মুনি, হরলীন দেওলদের।

গত মরসুমে উইমেন্স প্রিমিয়ার লীগে (WPL) বিশেষ সুবিধা করতে পারে নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCBW)। নক-আউট পর্বে পা রাখা হয় নি রিচা ঘোষ, এলিস পেরীদের। এবার তাই বাড়তি উদ্যম নিয়ে মাঠে নামতে দেখা গিয়েছে তাদের। খেলা তাদের ‘ঘরের মাঠে।’ সেই সুবিধাকেই পুরোদস্তুর কাজে লাগাতে চায় রয়্যাল চ্যালেঞ্জার্স। মরসুমে প্রথম ম্যাচে তারা ইউ পি ওয়ারিয়র্সকে হারিয়েছিলো ২ রানের ব্যবধানে। তফাৎ গড়ে দিয়েছিলো সাব্বিনেনি মেঘনা, রিচা ঘোষের (Richa Ghosh) জোড়া অর্ধশতক এবং শোভনা আশার দুরন্ত বোলিং। গতকাল গুজরাতের বিরুদ্ধে তাদের জয়ে বড় ভূমিকা রাখলো রেনুকা ঠাকুর সিং (Renuka Thakur Singh), সোফি মোলিনের অনবদ্য বোলিং। ব্যাটে হাতে ছন্দে ফিরতে দেখা গেলো অধিনায়ক স্মৃতিকেও। দল জোড়া জয় পাওয়ায় উৎসবের আমেজ চোখে পড়ে চিন্নাস্বামীর দর্শকদের মধ্যে।

Read More: WPL 2024: অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে RCB, চিন্নাস্বামী গুজরাটকে করলো ৮ উইকেটে পর্যুদস্ত !!

জয় RCB-র, বিবাহপ্রস্তাব নিয়ে হাজির অনুরাগী-

GGW vs RCBW | WPL 2024 | Image: Twitter
GGW vs RCBW | WPL 2024 | Image: Twitter

টসে জিতে প্রথমে গুজরাতকে (GGW) ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছিলেন বেঙ্গালুরুর অধিনায়ক স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। ব্যাট হাতে রীতিমত বেকায়দায় পড়ে জায়ান্টসরা। রেণুকা ঠাকুর সিং-এর ওপেনিং স্পেলের শিকার হন বেথ মুনি ও ফিবি লিচফিল্ড। দুই অজি তারকাকে খুইয়ে দিশাহারা হয়ে পড়ে গুজরাত ব্যাটিং। এরপর বেদা কৃষ্ণমূর্তি, অ্যাশলি গার্ডনার, ক্যাথরিন ব্রাইসরাও রান পান নি। হরলীন দেওলের (Harleen Deol) ২২ ও দয়ালন হেমলতার ৩১ রানের সুবাদে ১০৭ তুলতে পারে গুজরাত। রেণুকার জোড়া সাফল্যের পাশাপাশি তিন উইকেট পান সোফি মোলিনে। একটি উইকেট জমা পড়ে জর্জিয়া ওয়ারহ্যামের ঝুলিতে। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয় নি বেঙ্গালুরুরও (RCBW)। টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হলেন সোফি ডিভাইন। তবে স্মৃতি, মেঘনাদের ব্যাটে দ্রুত ঘুরে দাঁড়ায় তারা।

মরসুমের প্রথম ম্যাচে রান পান নি স্মৃতি (Smriti Mandhana)। সেই আক্ষেপ গতকালের ম্যাচে মিটিয়ে নিলেন বেঙ্গালুরু অধিনায়ক। প্রায় ১৬০ স্ট্রাইক রেটে তিনি করেন ২৭ বলে ৪৩ রান। এরপর মেঘনা (৩৬*) ও এলিস পেরীর (২৩*) দাপটে ৭ ওভার ৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স। বেঙ্গালুরুর টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়ে লীগ শীর্ষে পৌঁছে যাওয়ার দিনে নজর কাড়লো চিন্নাস্বামীর গ্যালারিতে এক ভক্তের হাতের পোস্টার। কর্ণাটকের ‘ঘরের মেয়ে’ শ্রেয়াঙ্কা পাতিল’কে (Shryanka Patil) সরাসরি বিবাহপ্রস্তাব দিতে দেখা গেলো এক উৎসাহী অনুরাগীকে। বেঙ্গালুরু ইনিংস চলাকালীন সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায় ধরা পড়ে সেই পোস্টার। পরমুহূর্তেই বেঙ্গালুরু ডাগ-আউটের দিকে তাক করা হয় ক্যামেরা। ক্রিকেটাররাও ইংরাজি ও কন্নড় ভাষায় লেখা এই পোস্টার যে দেখতে পেয়েছেন, তা বোঝা যায় তাঁদের আচরণে। সকলের মুখেই তখন চওড়া হাসি।

Also Read: WPL 2024: “RCB-র মেয়েরাই ট্রফি আনবে…” পাত্তাই পেলো না গুজরাত, টানা দুই ম্যাচ জিতে নেটজনতার প্রশংসা আদায় বেঙ্গালুরুর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *