WPL 2023-র নিলামের তারিখ ঘোষণা করে দিলো BCCI ! স্মৃতি-হরমনপ্রীতদের গন্তব্য জানতে অপেক্ষায় ক্রিকেটদুনিয়া !! 1

WPL 2023: দেখতে দেখতে পুরুষদের আইপিএল প্রতিযোগিতা দেড় দশক পেরিয়ে এসেছে। ২০২৩ সালে ষোলো বছরে পা দেবে এই ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট। যত সময় এগিয়েছে আইপিএলের জনপ্রিয়তা উত্তরোত্তর বেড়েই চলেছে। আট দল নিয়ে শুরু হয়েছিলো ছেলেদের আইপিএল। বর্তমানে এই প্রতিযোগিতায় দলের সংখ্যা দশ। ক্রিকেট এবং বিনোদনের মাঝের সীমারেখা অনেকখানি মুছে ফেলেছেন এই টুর্নামেন্ট। ক্রিকেটকে বিনোদনের মোড়কে মুড়ে পেশ করেছে আমজনতার কাছে। ছেলেদের আইপিএলের অভূতপূর্ণ সাফল্যের পর মেয়েদের ক্রিকেটেও এই বছর থেকে আইপিএল চালু করতে চলেছে ভারতীয় বোর্ড। মেয়েদের ক্রিকেটেও বিপ্লব আনতে সাহায্য করবে এই প্রতিযোগিতা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথম বছর প্রতিযোগিতায় থাকছে পাঁচ দল। আহমেদাবাদ, লক্ষ্ণৌ, মুম্বই, বেঙ্গালুরু এবং দিল্লীকে দেখা যাবে উইমেন্স প্রিমিয়ার লীগের ট্রফির জন্য লড়াই করতে। জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যেম WPL-এর সূচনা করার ভাবনাচিন্তা রয়েছে বোর্ডের। মার্চের গোড়াতেই ক্রিকেট মাঠে এলিস পেরি (Ellyse Perry), সোফি একলেস্টোনদের (Sophie Ecclestone) সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে দেখা যাবে রিচা ঘোষ (Richa Ghosh), শেফালী ভার্মাদের। পাঁচ দলের মধ্যে কোন তারকা’কে দলে নেবে কারা, তা জানতে আগ্রহ রয়েছে। পুরুষদের আইপিএলের মত WPL-এ রয়েছে ক্রিকেটার নিলামপর্ব। এই নিলামের সময়সূচী জানিয়ে দেওয়া হয়েছে BCCI-এর তরফ থেকে।

সামনে এলো WPL 2023-এর নিলামের দিনক্ষণ-

WPL 2023 | image: twitter
BCCI has revealed the date for the WPL 2023 auction

মহিলাদের আইপিএলের প্রথম সংস্করণে দেখা যাবে ৫টি দল। মোট ৪৬৬৯.৯৯ কোটি টাকার বিনিময়ে পাঁচটি দলের মালিকানা পেয়েছে বিভিন্ন সংস্থা। সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজিটি। পুরুষদের আইপিএলে দল কিনতে চেয়েও পারে নি আদানী (Adani) গোষ্ঠী। মেয়েদের আইপিএলে অংশগ্রহণ করতে ১২৯০ কোটি টাকা ঢালছে তারা। এছাড়া মুম্বই ইন্ডিয়ান্স (MI) নিজেদের হাতে রেখেছে WPL-এর মুম্বই ফ্র্যাঞ্চাইজির মালিকানা। একই পথে হেঁটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং দিল্লী ক্যাপিটালসও (DC) অংশ নেবে মহিলাদের আইপিএলে। লক্ষ্ণৌ দলটির মালিকানা রয়েছে কেপ্রি গ্লোবাল সংস্থার হাতে। এবার দল গুছিয়ে নিতে বদ্ধপরিকর ফ্র্যাঞ্চাইজি মালিকেরা। ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা BCCI-এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী ১৩ ফেব্রুয়ারী বসতে চলেছে নিলামের আসর। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে হবে এই অনুষ্ঠান। প্রথম মরসুমেই ব্যাপক সাড়া পড়েছিলো এই প্রতিযোগিতা নিয়ে। সারা বিশ্বের ১৫২৫ জন নাম নথিভুক্ত করিয়েছিলেন এই টুর্নামেন্ট খেলতে চেয়ে। ঝাড়াই-বাছাইয়ের পর মোট ৪০৯ জনের চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছে ভারতীয় বোর্ড। এর মধ্যে ২৪৬ জন রয়েছেন ভারতীয়। বাইরের দেশের রয়েছেন ১৬৩ জন। পাশাপাশি ৮ জন অ্যাসোসিয়েট দেশ থেকে নিলাম অংশ নিচ্ছেন। ৪০৯ জনের মধ্যে পাঁচ দল মিলিয়ে প্রতিযোগিতায় জায়গা করে নিতে পারবেন মাত্র ৯০ জন। এর মধ্যে বিদেশী স্লট রয়েছে ৩০টি। নিলাম শুরু হবে দুপুর ২:৩০-এ।

প্লেয়ারদের ‘রিজার্ভ’ প্রাইস বেঁধে দিলো BCCI-

WPL 2023 | image: Twitter
409 palyers will participate in the inaugural WPL auction

Bনিলামে প্রত্যেক দলের হাতে ১২ কোটি টাকা থাকবে। ছেলেদের আইপিএলে যেমন বেস প্রাইস দেখা যায় তেমনই মেয়েদের ক্ষেত্রেও নূন্যতম মূল্য বা রিজার্ভ প্রাইস বেঁধে দিলো ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা BCCI। ৫০ লক্ষ টাকা সর্বোচ্চ রিজার্ভ প্রাইস ধার্য্য করা হয়েছে। এছাড়াও ৪০ লক্ষ টাকা, ২০ লক্ষ টাকা থেকে সর্বনিম্ন ১০ লক্ষ টাকা অব্দি রিজার্ভ প্রাইস রয়েছে নিলামে। স্মৃতি মন্ধানা (Smriti Mandhana), দীপ্তি শর্মা (Deepti Sharma), হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) মত জাতীয় দলের মহাতারকাদের রিজার্ভ প্রাইস ৫০ লক্ষ টাকা। অনূর্দ্ধ-১৯ বিশ্বকাপজয়ী মহিলা দলের অধিনায়ক শেফালী ভার্মা (Shafali Verma) এবং উইকেটরক্ষক রিচা ঘোষ’ও (Richa Ghosh) রয়েছেন সর্বোচ্চ রিজার্ভ প্রাইসের ব্র্যাকেটে। এলিস পেরি (Ellyse Perry), সোফি একলেস্টোন (Sophie Ecclestone), দিয়ান্দ্রা ডটিনের (Deandra Dottin) মত বিশ্বক্রিকেটের নামী তারকারাও নিজেদের সর্বোচ্চ মূল্যের ব্র্যাকেটে রেখেছেন। মোত ২৪ জনের রিজার্ভ প্রাইস বেঁধে দেওয়া হয়েছে ৫০ লক্ষ টাকা। এরমধ্যে ১৩ জন বিদেশী। ৪০ লক্ষের রিজার্ভ প্রাইস রয়েছে ৩০ জনের। অনূর্দ্ধ-১৯ টি-২০ বিশ্বকাপজয়ী দলে থাকা বাংলার তিন খেলোয়াড়কেও দেখা যাবে মহিলাদের আইপিএলের নিলামে। তিতাস সাধু (Titas Sadhu) এবং হৃষিতা বসু’র (Hrishita Basu) রিজার্ভ প্রাইস ১০ লক্ষ টাকা। নিলামের দিনক্ষণের পাশাপাশি টুর্নামেন্টের নির্ঘন্টও জানিয়ে দিয়েছে বোর্ড। আগামী ৪ থেকে ২৬শে মার্চের মধ্যে হবে মেয়েদের আইপিএল। ৪ মার্চ প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার সম্ভাবনা মুম্বই এবং আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির।

WPL অকশন সেট-

প্রথম সেট- স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌর, সোফি ডিভাইন, সোফি একলেস্টোন, অ্যাশলি গার্ডিনার, হেইলি ম্যাথিউ, এলিস পেরি।

দ্বিতীয় সেট- শাবনিম ইসমাইল, এমিলিয়া কের, তালিয়া ম্যাকগ্রা, বেথ মুনি, দীপ্তি শর্মা, রেণুকা সিং, ন্যাট সিভার।

তৃতীয় সেট- শেফালী ভার্মা, জেমাইমা রড্রিগেস, সুজি বেটস, ট্যামি বিউমন্ট, তাজনিম ব্রিটস, সোফিয়া ডাঙ্কলি, ম্যাগ ল্যানিং, লারা উলফহার্ট।

BCCI-এর ট্যুইটবার্তা-

Read More: IND vs AUS: ঋষভ পন্থের বিকল্প বেছে নিলেন দীনেশ কার্তিক ! দুরন্ত ফর্মে থাকা ব্যাটারকে বাইরে রেখেই সাজালেন দল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *