world-cup-umpire-did-not-rule-wide

World Cup 2023: অস্ট্রেলিয়া পারে নি। আফগানিস্তান, পাকিস্তানের পক্ষেও সম্ভব হয় নি দুরন্ত ছন্দে থাকা ভারতের সামনে প্রতিরোধ গড়ে তোলা। সম্ভব হলো না বাংলাদেশের পক্ষেও। দুই শিবিরের মধ্যে শেষ চার ওডিআই সাক্ষাতের তিনটিই বাংলাদেশ জিতেছে, গতকালের ম্যাচের আগে পড়শি দেশের সংবাদমাধ্যমের তরফ থেকে বারবার ফুলিয়েফাঁপিয়ে পরিবেশন করা হচ্ছিলো এই পরিসংখ্যান। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজের খেলা, এশিয়া কাপের গুরুত্বহীন ম্যাচ আর বিশ্বকাপ (ICC World Cup 2023) যে এক নয়, তা চোখে আঙুল দিয়ে গতকাল বাংলাদেশকে বুঝিয়ে দিয়ে গেলেন বিরাট কোহলি, রোহিত শর্মা’রা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিলো টাইগার’রা। শুরুটা ভালো করেছিলেন লিটন দাস এবং তানজিদ তামিম (Tanzid Hasan)। ১৫তম ওভারে তাদের ওপেনিং জুটি ভাঙার পর ভারত সেই যে চালকের আসনে বসেছিলো ম্যাচের, এরপর তাদের আর স্থানচ্যুত করা যায় নি।

তানজিদের ৫১, লিটন দাসের ৬৬ এবং মাহমুদুল্লাহ’র ৪৬- বাংলাদেশ ব্যাটিং-এর উজ্জ্বল দিন বলতে এইটুকুই। পুনের বাইশ গজকে বরাবর ব্যাটিং স্বর্গই বলা হয়, গড় স্কোর এখানে ৩০৭। সেই নিরিখে বাংলাদেশের তোলা ২৫৬ যে যথেষ্ট হবে না, তা ইনিংসের বিরতিতে স্পষ্ট জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। দ্বিতীয় ইনিংস যত গড়ালো ততই খেলায় জাঁকিয়ে বসলো টিম ইন্ডিয়া। শুরুটা করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ডেঙ্গি থেকে ফিরে ভালো ব্যাটিং শুভমান গিলেরও। দুই ওপেনার ফেরার পর ভারতকে চালকের আসনে রাখলো বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট। দিনকয়েক আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস খেললেও শেষ অবধি থাকতে পারেন নি বাইশ গজে। গতকাল শুধু শেষ অবধি থাকলেনই না, করলেন শতরান’ও। বিরাটের ৪৮তম শতক নিয়ে হলো খানিক বিতর্ক’ও। কেন্দ্রবিন্দুতে আম্পায়ার রিচার্ড কেটেলবোরো। একই সাথে প্রশ্ন উঠলো বাংলাদেশের ক্রিকেটীয় স্পিরিট নিয়ে।

Read More: World Cup 2023: “এই বিশ্বকাপে এই জয়টাই আমাদের….”, বাংলাদেশকে হারিয়ে আহ্লাদে আটখানা ভারত অধিনায়ক রোহিত !!

ওয়াইড দিলেন না আম্পায়ার, প্রশ্ন ক্রিকেটীয় স্পিরিট নিয়ে-

Richard Kettleborough | ICC World Cup 2023 | Image: Getty Images
Richard Kettleborough | ICC World Cup 2023 | Image: Getty Images

ভারত তখন জয় থেকে ২ রান দূরে। কোহলি (Virat Kohli) ব্যাটিং করছেন ৯৭ রানে। কেরিয়ারের ৪৮তম শতরানটি করতে তাঁর দরকার তখনও ৩ রান। বিরাট যে বাউন্ডারি চাইবেন তা তখন দিনের আলোর মতই পরিষ্কার। ৪২তম ওভারে বাংলাদেশ অধিনায়ক শান্ত বল তুলে দেন নাসুম আহমেদের হাতে। সকলকে অবাক করে নাসুম ওভারের প্রথম বলটিই করলেন লেগ স্টাম্পের অনেকখানি বাইরে। নাসুমের (Nasum Ahmed) কাণ্ডে স্পষ্টতই হতাশ হয়েছিলেন বিরাট। শতরানের সুযোগ হাতছাড়া হতে পারে, এই ভাবনাও নিশ্চিত ঘুরপাক খাচ্ছিলো তাঁর মনে। তবে ভারতীয় তারকার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন স্বয়ং আম্পায়ার। বল লেগ সাইডে গেলেও ওয়াইডের সংকেত দেন নি তিনি। বরং নাসুমের ডেলিভারিটি ডট বল হিসেবে পরিগণিত হয়।

আদতে বাউন্ডারি হাঁকানোর সুযোগ করে নিতে খানিক অফস্টাম্পের দিকে সরে এসেছিলেন বিরাট (Virat Kohli)। সেই কারণেই সম্ভবত ‘ওয়াইড’ ঘোষণা করেন নি আম্পায়ার রিচার্ড কেটেলবোরো (Richard Kettleborough)। ঘটনার পর মুচকি হাসি দেখা যায় আম্পায়ার কেটেলবোরোর’র মুখে। তবে নাসুম আহমেদের বোলিং অবাক করেছে ক্রিকেটজনতাকে। প্রতিপক্ষ ব্যাটারের মাইলস্টোন স্পর্শ করা রুখতে এভাবে ‘নেতিবাচক’ বোলিং করা ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থী বলে মনে করেছেন অনেকে। এর আগে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচে বীরেন্দ্র শেহবাগের (Virender Sehwag) শতরান রুখতে ইচ্ছাকৃত নো বল করেছিলেন শ্রীলঙ্কান স্পিনার সুরজ রণদীভ (Suraj Randiv)। সেই ঘটনার সঙ্গে নাসুমের বোলিং-এর তুলনা টানছেন বহু ক্রিকেটপ্রেমী।

হাসির রোল ভারতীয় সাজঘরে-

Kuldeep Yadav | ICC World CUp 2023 | Image: Twitter
Kuldeep Yadav | Image: Twitter

আম্পায়ারের সিদ্ধান্ত ভারতীয় সাজঘরে সকলেই যে উপভোগ করেছেন তা স্পষ্টই বোঝা গেলো গতকাল। রিচার্ড কেটেলবোরো (Richar Kettleborough) ওয়াইডের সংকেত না দেওয়ার একদম পরেই সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরা ধরে ভারতীয় ড্রেসিং রুম’কে। সেখানে দেখা যায় হেসে লুটিয়ে পড়ছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav), শুভমান গিল, রবিচন্দ্রণ অশ্বিন’রা। কোহলির শতক যে আটকানো যাবে না, তা সম্ভবত বুঝেছিলেন তাঁর সতীর্থরা। সেই কারণেই এই আনন্দ। ৪২তম ওভারের দ্বিতীয় বলটি লং অনের দিকে ঠেলেও রান নেন নি বিরাট (Virat Kohli)। তৃতীয় বলটিকে মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে দিয়ে ম্যাচ শেষ করেন। সম্পূর্ণ করেন নিজের ৪৮তম ওডিআই শতরান’ও। এর আগে বিশ্বকাপের (ICC World Cup 2023) আসরে রান তাড়া করতে নেমে কোনো শতক ছিলো না তাঁর। গতকাল সেই কৃতিত্বও অর্জন করে ফেললেন তিনি।

দেখুন ঘটনার ভিডিও-

Also Read: World Cup 2023: “জাদেজার কাছে ক্ষমা চাইছি…”, ম্যাচের সেরা হয়ে জাড্ডুর কাছে ‘বিশেষ’ আবেদন বিরাট কোহলির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *