World Cup 2023: বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে ইতিমধ্যেই। ক্রিকেট দুনিয়ার শ্রেষ্টতম প্রতিযোগিতার বাকি নেই আর দুই মাসও। ইতিমধ্যেই সম্পূর্ণ ক্রীড়াসূচি প্রকাশ করে দিয়েছে আয়োজক সংস্থা আইসিসি। এবারের বিশ্বকাপ স্পেশ্যাল ভারতবাসীর কাছে। ১৯৮৭, ১৯৯৬ এবং ২০১১ সালের পর চতুর্থবারের জন্য টুর্নামেন্টের আসর বসতে চলেছে দেশের মাটিতে। এর আগের তিনবার বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তানের সাথে আয়োজনের দায়িত্ব ভাগ করে নিতে হয়েছিলো। কিন্তু এই প্রথম সম্পূর্ণ বিশ্বকাপ (ICC World Cup) আয়োজন করছে ভারত। দেশের দশ শহরে ৪৬ দিন ধরে হবে বিশ্বকাপের ৪৮টি ম্যাচ। ৫ অক্টোবর ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড দ্বৈরথ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। ফাইনাল হওয়ার কথা ১৯ নভেম্বর। প্রথম ও ফাইনাল ম্যাচ হবে আহমেদাবাদে। আর দুটি সেমিফাইনাল আয়োজিত হতে চলেছে মুম্বই এবং কলকাতায়।
২০১১ সালে শেষ যেবার ভারতে বসেছিলো বিশ্বকাপের (ICC World Cup) আসর, সেবার খেতাব জিতেছিলো টিম ইন্ডিয়া। মাঝে বারো বছর কেটে গিয়েছে। বড় প্রতিযোগিতায় সাফল্যও দীর্ঘ সময় অধরা রয়েছে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (Virat Kohli)। গায়ে চেপে বসা ‘চোকার্স’ তকমাটা দেশের মাঠেই দূর করতে মরিয়া ভারতীয় দল। প্রত্যাশার চাপ যে আকাশছোঁয়া তা জানেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। অধিনায়ক রোহিত জানিয়েছেন দর্শক সমর্থনকে নিজেদের পক্ষে ব্যবহার করতে চান তাঁরা। এবারের বিশ্বকাপে ভারতের জার্সি গায়ে চাপাবেন কারা তা নিয়ে এখন থেকেই চলছে জোর জল্পনা। পরীক্ষানিরীক্ষার মাধ্যেম সেরা পনেরোজনকে বেছে নিতে চাইছেন কোচ দ্রাবিড় (Rahul Dravid)। আইসিসি’র তরফে প্রাথমিক স্কোয়াড প্রকাশের ডেডলাইন দেওয়া হয়েছে ৫ সেপ্টেম্বর। কারা পাবেন বিশ্বকাপের সাজঘরে প্রবেশের অধিকার? কারাই বা পড়বেন বাদ? রইলো সব হদিশ এই প্রতিবেদনে।
Read More: World Cup 2023: বিশ্বকাপের আগেই ঘটলো বড় অঘটন, ইডেন গার্ডেন্সে লাগলো ভীষণ আগুন !!
বিশ্বকাপের আসরে ভারতের অভিযান-
১৯৭৫ সালের প্রথম বিশ্বকাপ (ICC World Cup) থেকেই খেলে আসছে ভারতীয় দল। টুর্নামেন্টের প্রতিটি সংস্করণেই যোগ্যতা অর্জন করেছেন টিম ইন্ডিয়া। ১৯৭৫ এবং ১৯৭৯ সালের প্রথম দুই বিশ্বকাপে বিশেষ সাফল্য আসে নি। শ্রীনিবাস ভেঙ্কটরাঘবনের দল ফিরেছিলো খালি হাতেই। কিন্তু ইতিহাস রচিত হয় ১৯৮৩ সালে। বহু প্রতিকূলতার বিপরিত গিয়ে অদম্য ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবারের জন্য বিশ্বকাপের (ICC World Cup) খেতাব জেতে ভারত। প্রুডেনশিয়ান কাপ হাতে লর্ডসের ব্যালকনিতে অধিনায়ক কপিল দেবের (Kapil Dev) ছবিটি অমর হয়ে রয়েছে ভারতীয় ক্রীড়ার ইতিহাসে। ১৯৮৭ সালে প্রথমবার দেশের মাটিতে বিশ্বকাপ আয়োজিত হয়। হ্যাট্রিক করেন চেতন শর্মা। তবে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয় ভারতের।
১৯৯২ সালের বিশ্বকাপে প্রথম দেখা যায় ‘মাস্টার ব্লাস্টার’ শচীন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)। অস্ট্রেলিয়ার মাটিতে ভারত রাউন্ড-রবিন পর্বের গণ্ডী পেরোতে পারে নি। ১৯৯৬ সালে ফের একবার উপমহাদেশে আয়োজিত হয়েছিলো বিশ্বকাপ। আশা জাগিয়েও সেমিফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরেছিলো টিম ইন্ডিয়া। রণক্ষেত্র ইডেন গার্ডেন্সে বিনোদ কাম্বলির কান্নাভেজা মুখ স্মরণে রয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। ১৯৯৯ বিশ্বকাপের সুপার সিক্স পর্ব থেকে ভারত ছিটকে গিয়েছিলো। তবে টনটনে শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার তোলা ৩৭৩ রান তৎকালীন যুগে ভারতের সর্বোচ্চ রানের ইনিংস ছিলো। সেই ম্যাচে ১৮৩ করেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly),১৫৩ করেন রাহুল দ্রাবিড়। সদ্য পিতৃহারা শচীনের ব্রিস্টলের শতরানের জন্যও স্মরণে থাকবে ১৯৯৯ বিশ্বকাপ।
২০০৩ সালের বিশ্বকাপও (ICC World Cup) ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একটি অন্যতম মাইলস্টোন। ভয়ডরহীন ক্রিকেট খেলে দক্ষিণ আফ্রিকার মাটিতে ফাইনালে পৌঁছায় ভারত। ফাইনালে স্বপ্নভঙ্গ হয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২০০৭ সালে অবশ্য গ্রুপ পর্বও পেরোতে পারে নি দল। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে ছিটকে যায় টিম ইন্ডিয়া। স্বপ্নপূরণের রাত দেখা গিয়েছিলো ২০১১ সালে। ওয়াংখেড়েতে শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তুলেছিলো মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) ভারত। শচীন তেন্ডুলকরকে কাঁধে চাপিয়ে স্টেডিয়াম প্রদক্ষিণ করেন তরুণ ক্রিকেটাররা। এরপর ২০১৫ এবং ২০১৯ সালের বিশ্বকাপে (ICC World Cup) যথাক্রমে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে শেষ হয়েছে ভারতের অভিযান। ২০২৩ সালে দেশের চেনা মাঠে সাফল্যের সন্ধানে মাঠে নামবে টিম ইন্ডিয়া।
২০২৩ বিশ্বকাপে ভারতের ক্রীড়াসূচি-
গ্রুপ পর্ব-
তারিখ | ম্যাচ | ভেন্যু |
০৮/১০/২০২৩ | ভারত বনাম অস্ট্রেলিয়া | চেন্নাই |
১১/১০/২০২৩ | ভারত বনাম আফগানিস্তান | দিল্লী |
১৪/১০/২০২২ | ভারত বনাম পাকিস্তান | আহমেদাবাদ |
১৯/১০/২০২৩ | ভারত বনাম বাংলাদেশ | পুনে |
২২/১০/২০২৩ | ভারত বনাম নিউজিল্যান্ড | ধর্মশালা |
২৯/১০/২০২৩ | ভারত বনাম ইংল্যান্ড | লক্ষ্ণৌ |
০২/১১/২০২৩ | ভারত বনাম শ্রীলঙ্কা | মুম্বই |
০৫/১১/২০২৩ | ভারত বনাম দক্ষিণ আফ্রিকা | কলকাতা |
১২/১১/২০২৩ | ভারত বনাম নেদারল্যান্ডস | বেঙ্গালুরু |
সেমিফাইনাল-
তারিখ | ম্যাচ | ভেন্যু |
১৫/১০/২০২৩ | সেমিফাইনাল ১ | ওয়াংখেড়ে, মুম্বই |
১৬/১০/২০২৩ | সেমিফাইনাল ২ | ইডেন গার্ডেন্স, কলকাতা |
ফাইনাল-
তারিখ | ম্যাচ | ভেন্যু |
১৯/১১/২০২৩ | বিজয়ী সেমিফাইনাল ১ বনাম বিজয়ী সেমিফাইনাল ২ | নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ |
World Cup 2023-এর জন্য ভারতের সম্ভাব্য স্কোয়াড-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার*/ সূর্যকুমার যাদব, কে এল রাহুল (উইকেটরক্ষক), ঈশান কিষণ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।
*-ফিটনেস পরীক্ষায় পাস করে দলে সামিল করা হবে।