World Cup 2023: বিশ্বকাপে অঘটনের পালা চলছেই, ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ থেকে ছিটকে গেলেন এই মহাতারকা !! 1

World Cup 2023: আজ থেকে শুরু হয়েছে বিশ্বকাপ (ICC World Cup 2023)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি দুই হেভিওয়েট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। গত বিশ্বকাপের ফাইনালে সাক্ষাৎ হয়েছিলো ‘থ্রি লায়ন্স’ এবং ‘ব্ল্যাক ক্যাপস’দের। এক হাড্ডাহাড্ডি ফাইনাল উপহার দিয়েছিলো দুই পক্ষই। আজও তেমনই এক জমজমাট ক্রিকেট ম্যাচের অপেক্ষায় থাকছেন বিশ্বের ক্রিকেটপ্রেমী জনতা। সাধারণত আয়োজক দেশকেই দেখা যায় প্রথম ম্যাচ খেলতে। এবার দেখা যাচ্ছে উলটপুরাণ। ভারতের মাটিতে বিশ্বকাপের (ICC World Cup 2023) আয়োজন হলেও টিম ইন্ডিয়ার বিশ্বকাপ অভিযান কিন্তু শুরু হচ্ছে অপেক্ষাকৃত দেরীতে। টুর্নামেন্টের চতুর্থদিন অর্থাৎ ৮ অক্টোবর, চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম মাঠে নামবে ভারত। বিশ্বকাপে ‘মেন ইন ব্লু’র প্রথম প্রতিপক্ষ পাঁচবারের খেতাবজয়ী দল অস্ট্রেলিয়া।

ভারত ও অস্ট্রেলিয়া, একে অপরের বেশ চেনা প্রতিপক্ষ। বছরে একাধিকবার একাধিক ফর্ম্যাটে মুখোমুখি হয়েছে তারা। বিশ্বকাপের (ICC World Cup 2023) ঠিক আগেই প্রস্তুতির অংশ হিসেবে একটি একদিনের সিরিজ খেলেছে দুই শিবির। তিন ম্যাচের সিরিজ ভারত ২-১ জিতেছে। একটা সময় দক্ষিণ আফ্রিকা সফর এবং ভারত সফর মিলিয়ে টানা পাঁচ ম্যাচ হেরে বেকায়দায় ছিলো অজিরা। কিন্তু রাজকোটে প্রথম দলের তারকা ক্রিকেটাররা মাঠে ফেরার সঙ্গে সঙ্গেই টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে তারা। দুটি প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডস এবং পাকিস্তানের বিপক্ষেও ভালো পারফর্ম করে বুঝিয়ে দিয়েছে উপমহাদেশের মাটিতে ফের বিশ্বসেরা হওয়ার দৌড়ে ভালোভাবেই রয়েছে তারা। মূলপর্বে মাঠে নামার জন্য যখন প্রায় প্রস্তুত অজি শিবির, তখন মার্কাস স্টয়নিসের (Marcus Stoinis) চোট ফের ড্রয়িং বোর্ডের কাছে ফিরতে বাধ্য করলো প্যাট কামিন্সের দলকে।

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

ধাক্কা খেলো অস্ট্রেলিয়া, অনিশ্চিত স্টয়নিস-

Marcus Stoinis vs India | ICC World Cup 2023 | Image: Getty Images
Marcus Stoinis vs India | Image: Getty Images

চোট-আঘাত যেন পিছু ছাড়ছে না অস্ট্রেলিয়ার। দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজ খেলার সময় হাত ভেঙেছিলো ট্র্যাভিস হেডের (Travis Head)। এখনও সুস্থ নন তিনি। তাঁকে তা সত্ত্বেও বিশ্বকাপের দলে রাখার ঝুঁকি নিয়েছে অজি বোর্ড। আশা করা হচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে সুস্থ হয়ে উঠতে পারেন তিনি। আপাতত হেডের (Travis Head) বদলি হিসেবে ওপেন করছেন মিচেল মার্শ (Mitchell Marsh)। কাফ মাসলের চোটের ছিটকে গিয়েছেন স্পিনার অ্যাস্টন অ্যাগার (Ashton Agar)। তাঁর বদলি হিসেবে মার্নাস লাবুশেনকে (Marnus Labuschagne) দলে নিয়ে অস্ট্রেলিয়া। সদ্য চোট সারিয়ে দলে ফেরা ক্রিকেটারের সংখ্যাও অজি শিবিরে কম নয়। তালিকায় থাকবেন অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) এবং স্টিভ স্মিথ। কবজির চোট ছিলো দুজনেরই। এছাড়াও থাকবেন মিচেল স্টার্ক এবং গ্লেন ম্যাক্সওয়েল’ও।

অস্ট্রেলিয়ার চোট-চিন্তা আরও বাড়িয়ে দিলেন মার্কাস স্টয়নিস (Marcus Stoinis)। তারকা অলরাউন্ডার ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে একটি ম্যাচ খেলেছিলেন। তার পর থেকেই রয়েছেন ডাগ-আউটে। প্রথমে মনে করা হয়েছিলো বিশ্বকাপের জন্য নিজেকে তরতাজা রাখতেই ভারত সিরিজ এবং প্রস্তুতি ম্যাচগুলিতে মাঠের বাইরে রয়েছেন তিনি। কিন্তু অস্ট্রেলীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে চোট রয়েছে স্টয়নিসের। হ্যামস্ট্রিং পেশীর সমস্যার জন্য তিনি যে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচটি খেলতে পারবেন না, তা একপ্রকার নিশ্চিত। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলে মজুত রয়েছেন ক্যামেরন গ্রিন (Cameron Green) এবং মিচেল মার্শ। এখন স্টয়নিস দ্রুত সুস্থ না হলে তাঁকে আদৌ ভারতে রাখা হবে নাকি দেশে ফেরত পাঠানো হবে তা নিয়ে রয়েছে জল্পনা। স্টয়নিস ফিরলে তনবীর সাঙ্ঘার মত একজন অতিরিক্ত স্পিনারকে দলে সামিল করতে পারে অজিরা।

বিশ্বকাপে চোটের কবলে উইলিয়ামসন-স্টোকসরাও-

Ben Stokes | ICC World Cup 2023 | Image: Getty Images
Ben Stokes | Image: Getty Images

আজ সবে সূচনা হয়েছে বিশ্বকাপের (ICC World Cup 2023)। এরই মধ্যে এই বিশ্বকাপকে চোট আঘাতের বিশ্বকাপ বললে বিন্দুমাত্র অত্যুক্তি হবে না। হাতে আঘাত পেয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙেছে অক্ষর প্যাটেলের (Axar Patel)। ভারতীয় স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি। একই অবস্থা নাসিম শাহেরও। পাকিস্তানের তরুণ পেসার এশিয়া কাপ খেলার সময় বোলিং আর্মের পেশীতে আঘাত পান। বিশ্বকাপে নেই তিনিও। এছাড়াও বিশ্বকাপের দলে থাকলেও মাঠে নামা হয় নি ইংল্যান্ডের বেন স্টোকস (Ben Stokes), নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনদের (Kane Williamson)। আজ ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার জানিয়েছেন কোমরে সমস্যা থাকার কারণে মাঠে নেই স্টোকস। হাঁটুর চোট সারিয়ে সুস্থ হওয়ার পথে উইলিয়ামসন। কিন্তু প্রতিযোগিতামূলক ম্যাচে এখনও মাঠে নামতে প্রস্তুত নন তিনি। উইলিয়ামসনের সাথেই কিউই শিবিরে চোটের তালিকায় টিম সাউদী, লকি ফার্গুসন’ও।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *