World Cup 2023: ভারতের অশ্বমেধের ঘোড়ার দৌড় অব্যাহত। বিশ্বকাপে (ICC World Cup 2023) অস্ট্রেলিয়াকে হারিয়ে যাত্রা শুরু করেছিলো টিম ইন্ডিয়া। এরপর রাউন্ড রবিন পর্বে অপরাজিত ছিলো রোহিত শর্মার দল। ১৮ পয়েন্ট সঙ্গী করে লীগ তালিকার শীর্ষে থেকেই ভারত জায়গা করে নিয়েছিলো সেমিফাইনালে। গতকাল মুম্বইয়ের ওয়াংখেড়ের মাঠেও ঝড়ের বেগে ছুটলো টিম ইন্ডিয়ার (Team India) বিজয়রথ। আইসিসি প্রতিযোগিতার নক-আউট রাউন্ডে বরাবর’ই ভারতের শক্ত গাঁট নিউজিল্যান্ড। কিন্তু পূর্বের পরিসংখ্যানকে তুড়ি মেরে উড়িয়ে ৭০ রানের ব্যবধানে অনবদ্য জয় ছিনিয়ে নিলেন বিরাট কোহলি (Virat Kohli), শ্রেয়স আইয়াররা। ব্যাটে-বলে প্রতিপক্ষকে অনেকখানি পিছনে ফেলে বিশ্বকাপের ফাইনালের টিকিট আদায় করে নিলো ভারত।
ওয়াংখেড়েতে ব্যাট হাতে টিম ইন্ডিয়াকে শুরুতেই চালকের আসনে বসিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর ২৯ বলে ধুন্ধুমার ৪৭ রানের ইনিংস বুঝিয়ে দিয়েছিলো যে আগ্রাসন থেকে সরবে না ভারত। যোগ্য সঙ্গত করেন শুভমান গিল’ও (Shubman Gill)। রোহিত আউট হওয়ার পর ক্রিজে জাঁকিয়ে বসেন বিরাট কোহলি। গতকাল ৫০তম ওডিআই শতরান করে তিনি ছাপিয়ে গেলেন শচীন তেন্ডুলকরকে। গড়লেন নতুন রেকর্ড। শতরান করেন শ্রেয়স আইয়ার’ও। এরপর ৩৯৮ রান তাড়া করতে নেমে শামি ঝড়ের মুখে পড়তে হয় নিউজিল্যান্ডকে। মুম্বইয়ের সেমিফাইনাল হয়ে ওঠে শামি-ফাইনাল। একাই ৭ উইকেট নেন তিনি। ড্যারিল মিচেলের ১৩৪ রান সত্ত্বেও জয় আটকায় নি ভারতের। কোহলি-আইয়ার-শামি’দের অনবদ্য পারফর্ম্যান্সকে যখন কুর্নিশ জানাচ্ছে ক্রিকেটদুনিয়া, তখন অন্তর্ঘাত খুঁজে পেলেন পাক প্রাক্তনী সিকান্দার বখত (Sikander Bakht)। তাঁর মতে টসের সময় কারচুপি করেই নাকি সাফল্য পাচ্ছে টিম ইন্ডিয়া।
Read More: World Cup 2023: “অবিশ্বাস্য কৃতিত্ব…” কোহলির ক্যারিশমায় মোহিত সৌরভ গাঙ্গুলী, ভারতের বিশ্বকাপ সম্ভাবনা নিয়েও মুখ খুললেন মহারাজ !!
রোহিতের দিকে অভিযোগের আঙুল তুললেন সিকান্দার-

ভারত যেখানে বিশ্বকাপে (ICC World Cup 2023) দুর্দান্ত ক্রিকেট খেলছে, সেখানে পড়শি দেশ পাকিস্তানকে রীতিমত নাজেহাল হতে দেখা গিয়েছে টুর্নামেন্টে। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে নি তারা। গ্রুপ পর্বের নয় ম্যাচের মধ্যে জিতেছে মাত্র ৪টি। হারতে হয়েছে পাঁচ ম্যাচে। পাক দলের এই ব্যর্থতার মাঝে ভারতের সাফল্যে খুশি নন ওয়াঘার পশ্চিম পারের বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার। দিনকয়েক আগে পাক প্রাক্তনী হাসান রাজা (Hasan Raja) একটি টেলিভিশন প্রোগ্রামে বলেছিলেন ভারতকে নাকি বিশেষ বল দিচ্ছে আইসিসি, যা অতিরিক্ত স্যুইং করে। সেই কারণেই বল হাতে আগুন ঝরাচ্ছেন শামি-বুমরাহ-সিরাজ’রা। বেশ ভাইরাল হয়েছিলো সেই মন্তব্য। ওয়াসিম আক্রম, মিসবাহ উল হক, শোয়েব মালিকের মত পাক ক্রিকেটের বেশ কয়েকজন কিংবদন্তি অবশ্য দাঁড়ান নি হাসান রাজা’র পাশে (Hasan Raja)। বরং এহেন মন্তব্যকে ভিত্তিহীনই বলেছিলেন।
রাজা হাসানের মন্তব্য নিয়ে বিতর্ক মেটার আগেই নতুন বিতর্কের জন্ম দিলেন সিকান্দার বখত (Sikander Bakht)। পাকিস্তানের হয়ে তিনি ২৬ টেস্ট এবং ২৭ ওডিআই খেলেছেন। বিশেষ সাফল্য পান নি আন্তর্জাতিক কেরিয়ারে। ২০২৩ বিশ্বকাপের সময় টেলিভিশন বিশেষজ্ঞের ভূমিকায় রয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে জানান, “(টসের সময়) রোহিত শর্মা কয়েনটা অনেকখানি দূরে ছুঁড়ে দেন। প্রতিপক্ষ অধিনায়ক অত দূরে গিয়ে আর দেখেন না আদৌ সঠিক সিদ্ধান্ত দেওয়া হলো নাকি হলো না। এটার কি কোনো নির্দিষ্ট কারণ রয়েছে?” পরে নিজের মন্তব্যের অংশটুকু তিনি ট্যুইটারেও শেয়ার করেন। সিকান্দার বখতের (Sikander Bakht) মন্তব্য অবশ্য ক্রিকেটমহলে হালে পানি পাচ্ছে না। ডজনখানেক ক্যামেরা, ম্যাচ রেফারী’র চোখ এড়িয়ে এভাবে কারচুপি করা সত্যিই সম্ভব? প্রশ্ন তুলেছেন অনেকে। এই জাতীয় মন্তব্যে পাকিস্তানেরই অসম্মান হয়, প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন ওয়াসিম আক্রম।
দেখুন কি বলছেন সিকান্দার বখত-
Very strange the way Rohit Sharma throw the coin at toss, far away, don’t let other Captains to see, compare to other Captains in the WC , any reason?? @BCCI @TheRealPCB @CricketAus @CricketSouthAfrica #sikanderbakht #WorldCup23 #IndiaVsNewZealand @ImRo45 @ICC pic.twitter.com/KxhR2QyUZm
— Sikander Bakht (@Sikanderbakhts) November 15, 2023