World Cup 2023: নিদামানুরু’র দুর্দান্ত ক্যাচে ফিরতে হলো শুভমান’কে, অর্ধশতক করে উইকেট হারালেন ভারতীয় ওপেনার !! 1

World Cup 2023: আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশ্বকাপের (ICC World Cup 2023) রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচে ভারত মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডসের। এখনও অবধি আট ম্যাচ খেলে আটটিতেই অপরাজিত টিম  ইন্ডিয়া। ১৬ পয়েন্ট সঙ্গী করে ইতিমধ্যেই তারা জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। খাতায়কলমে অনেক পিছিয়ে থাকা নেদারল্যান্ডসের বিরুদ্ধে আজ পরিষ্কার ‘ফেভারিট’ হিসেবেই মাঠে নেমেছে তারা। অনেক বিশেষজ্ঞ মনে করেছিলেন আপাত গুরুত্বহীন এই ম্যাচে সেরা একাদশকে মাঠে নামাবে না ভারত। কিন্তু টসের সময় অধিনায়ক জানিয়ে দিয়েছেন একাদশে কোনোরকম বদল আনছেন না তাঁরা। দীপাবলির দিনে টসের মুদ্রা পড়েছে টিম ইন্ডিয়ার দিকে। প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে তারা। বেঙ্গালুরুর ব্যাটিং বান্ধব বাইশ গজে শুরুতেই ঝড় তুলতে দেখা গেলো রোহিত শর্মা এবং শুভমান গিল।

Read More:World cup 2023: ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের, ব্যাটে-বলে হল নাস্তানাবুদ !!

আরিয়ান দত্তের প্রথম বলটাই বাউন্ডারির ঠিকানায় পাঠিয়ে দিয়েছিলেন রোহিত শর্মা। তখনই বোঝা গিয়েছিলো আজ রানের ঝড় উঠতে চলেছে। প্রথম দশ ওভারের মধ্যেই চার-ছক্কার আতসবাজির প্রদর্শন সাজাতে দেখা গেলো ভারতের দুই ওপেনারকে। গোটা বিশ্বকাপ জুড়েই ধুন্ধুমার ইনিংস খেলে চলেছেন রোহিত। ব্যতিক্রম নয় আজও। ডাচ বোলারদের কখনও তাঁকে দেখা গেলো গ্যালারিতে আছড়ে ফেলতে, কখনও আবার ট্রেডমার্ক পুলে পাঠালেন মাঠের সীমানার বাইরে। রোহিতের সাথে আজ আগ্রাসী মেজাজে খেললেন শুভমান গিল’ও। কাট, হুক, ফ্লিক,পুলের মত দৃষ্টিনন্দন সব শট দেখা গেলো তাঁর ব্যাট থেকে। দ্রুত চলতি বিশ্বকাপের তৃতীয় অর্ধশতকেও পৌঁছে গিয়েছিলেন। বর্তমানে আইসিসি র‍্যাঙ্কিং-এ এক নম্বরে থাকা শুভমানের থেকে শতরানের প্রত্যাশা ছিলো দর্শকদের। কিন্তু নেদারল্যান্ডসের অবিশ্বাস্য ফিল্ডিং সেই সুযোগ দিলো না তাঁকে।

পল ফান মেকেরেনের শর্ট বলে পুল মারতে চেয়েছিলেন শুভমান গিল। ব্যাটে-বলে সংযোগও হয়েছিলো একদম ঠিকঠাক। বল যখন উড়ে যাচ্ছে বাউন্ডারির বাইরে, তখনই দুরন্ত স্পট জাম্পে এক হাতে তাকে তালুবন্দী করলেন ডিপ ফাইন লেগে দাঁড়ানো তেজা নিদামানুরু। বল তালুবন্দী করার পরেও শরীরের ভারসাম্য রাখতে হত ডাচ তারকাকে। কোনো ভুল করেন নি তিনি। নিদামানুরুর অবিশ্বাস্য ক্যাচে শুভমানের শতরানের স্বপ্ন বাস্তবায়িত হলো না আজ। বিশ্বকাপের (ICC World Cup 2023) গ্রুপ পর্বের শেষ খেলায় ৩২ বলে ২টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৫১ রান করে উইকেট হারালেন তিনি। ভারতের প্রথম উইকেট পড়লো ১০০ রানের মাথায়।

দেখে নিন শুভমানের উইকেটটি-

Also Read: World Cup 2023: “শৌচালয় পরিষ্কার করতাম…” ধারাভাষ্যের মাইক হাতে জীবনযুদ্ধের কাহিনী শোনালেন ইমরান তাহির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *