World Cup 2023: “আমরা মোটেও সেরাটা দিই নি…” ভারতের বিপক্ষে ম্যাচ হেরে নিজের দলকেই দুষলেন শান্ত !! 1

World Cup 2023: আফগানিস্তানের বিপক্ষে ধর্মশালার মাঠে ৬ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে বিশ্বকাপের (ICC World Cup 2023) সূচনাটা করেছিলো বাংলাদেশ দল। এরপর থেকে কিছুই যেন ঠিকঠাক হচ্ছে না তাদের সাথে। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে লাগাতার হার বেশ চাপে ফেলে দিয়েছিলো টাইগারদের। আজ ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে আরও বড় ধাক্কা খায় তারা। জানা যায় চোটের কারণে নেই দলের সবচেয়ে বড় ম্যাচ উইনার শাকিব আল হাসান (Shakib Al Hasan)। অধিনায়ককে ছাড়াই ছন্দে থাকা ভারতীয় দলের বিপক্ষে আজ পুনের বাইশ গজে মোকাবিলায় নামতে হলো তাদের। অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে লিটন দাস নয়, বরং আজ দেখা গেলো নাজমুল হোসেন শান্তকে (Najmul Hossain Shanto) । বিশ্বকাপে নেতৃত্ব অভিষেকে শান্ত টস জিতলেন, কিন্তু ম্যাচ জয় অধরাই থেকে গেলো তাঁর।

প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলো বাংলাদেশ। তাদের হয়ে দুই ওপেনার তানজিদ হাসান তামিম (Tanzid Hasan) এবং লিটন দাস (Litton Das) বেশ ভালো খেলেন। অর্ধশতক করেন দুজনেই। তাঁদের জুটিতে ওঠে ৯৩ রান। পরে অবশ্য ম্যাচে ফেরেন কুলদীপ-জাদেজারা। বাংলাদেশকে ২৫৬ রানের মধ্যে বেঁধে রাখতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। পুনের ম্যাচে গড় স্কোর ঘোরাফেরা করে ৩০৭-এর আশেপাশে। সেখানে বাংলাদেশের রান’কে ব্যাটিং ব্যর্থতাই মনে করেছিলেন বিশেষজ্ঞরা। রান তাড়া করতে নেমে ঝড় তোলেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং শুভমান গিল। তাঁর ফিরলেও বিরাট কোহলির (Virat Kohli) বিরুদ্ধে কোনোরকম অস্ত্র খুঁজে আজ পায় নি টাইগার্স বাহিনী। শেষমেশ ১০৩* রানের ইনিংস খেলে ম্যাচ ভারতের হাতে তুলে দেন কোহলিই। দুই পয়েন্ট খুইয়ে হতাশ শান্ত (Najmul Hossain Shanto) ম্যাচ শেষে আত্মসমীক্ষার কথাই বললেন।

Read More: World Cup 2023, IND vs BAN, Match-17, Highlights: ভারতের জয়যাত্রা অব্যাহত, পুনের মাঠে বাংলাদেশ ধরাশায়ী ৭ উইকেটের ব্যবধানে !!

‘ভারত বোঝালো ওরা দারুণ দল’ স্বীকারোক্তি শান্ত’র-

Najmul Hossain Shanto | ICC World Cup 2023 | Image: Getty Images
Najmul Hossain Shanto | ICC World Cup 2023 | Image: Getty Images

 

শেষ যে চারটি একদিনের ম্যাচে ভারত ও বাংলাদেশ দ্বৈরথ দেখা গিয়েছে, তার মধ্যে তিনটিতে জিতেছে বাংলাদেশ। এই পরিসংখ্যান আজকের ম্যাচের আগে বেশ ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছিলো বাংলাদেশের সংবাদমাধ্যমের তরফ থেকে। দ্বিপাক্ষিক সিরিজ বা এশিয়া কাপের গুরুত্বহীন ম্যাচ আর বিশ্বকাপের (ICC World Cup 2023) খেলা যে এক নয়, তার জবাব আজ পড়শি দেশের সংবাদমাধ্যমকে দিয়ে দিলেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা’রা। ভারত শুধু জিতলো না, বরং আগাগোড়া দাপট বজায় রেখে রীতিমত উড়িয়ে দিলো বাংলাদেশকে। হতাশ নাজমুল হোসেন শান্ত’র (Najmul Hossain Shanto) কাছে তাই টিম ইন্ডিয়ার শ্রেষ্ঠত্ব স্বীকার করে নেওয়া ছাড়া ম্যাচের শেষে অন্য কোনো পন্থা খোলা ছিলো না। অগত্যা সেই রাস্তাতেই হাঁটলেন তিনি।

শান্ত জানান, “ভারত সবসময়ই একটা দুর্দান্ত দল। একটা দক্ষ দল। সেটা আজ ফের প্রমাণ করে দিলো ওরা।” এই নিয়ে বিশ্বকাপে (ICC World Cup 2023) টানা তিন ম্যাচে হারতে হলো। ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে এগিয়ে কে? প্রশ্নের জবাবে বলেন, “সব দলই ভালো। তবে আমার ধারণা, আমরা নিজেদের সেরা ক্রিকেট’টা খেলি নি। আশা রাখছি ভবিষ্যতে ভালো খেলবো।” শাকিবের (Shakib Al Hasan) চোট প্রসঙ্গে জানান, “ও সেরে উঠছে। আগামী ম্যাচের আগে সেরে ওঠা উচিৎ।” হারলেও তরুণদের প্রশংসা করেন শান্ত। বলেন, “তানজিদ ভালো ব্যাটিং করেছে। বোলাররাও ভালো করেছে। সমস্যা হলো আমরা ব্যাট হাতে শেষটা ভালো করি নি।”  শান্ত জানান, “লিটন (দাস) যদি আরও একটু সময় ক্রিজে থাকত, হয়ত খেলাটাই বদলে যেত। ব্যাটারদের আরও বেশী করে দায়িত্ব নিতেই হবে।”

 Also Read: World Cup 2023: কিং কোহলির ‘বিরাট’ শতরানে বাংলাদেশ বধ ভারতের, টানা চার ম্যাচ জিতে সেমিফাইনালের পথে রাস্তা হল পাকা !!

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *