World Cup 2023: বড় টুর্নামেন্টে ভারতের ব্যর্থতার ছবিটা বদলালো না ২০২৩-এ এসেও। এই বছরের জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিলো ভারতকে। সেই হারের ক্ষত শুকিয়ে যাওয়ার আগে সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ওডিআই বিশ্বকাপের (ICC World Cup 2023) ফাইনাল হাতছাড়া করলো টিম ইন্ডিয়া। আহমেদাবাদের মাঠে ‘ফেভারিট’ হিসেবেই নেমেছিলো ‘মেন ইন ব্লু।’ টুর্নামেন্টের গ্রুপ পর্ব এবং সেমিফাইনাল মিলিয়ে মোট দশ ম্যাচে অপরাজিত ছিলো তারা। এমনকি বিশ্বকাপের প্রথম ম্যাচে হারিয়েছিলো অস্ট্রেলিয়াকেও। তা সত্ত্বেও ফাইনালে গিয়ে দিশাহারা হয়ে পড়তে দেখা গেলো টিম ইন্ডিয়াকে (Team India)। ভাগ্য সঙ্গ ছিলো না রোহিত-বিরাটদের। খালি হাতেই মাঠ ছাড়তে হয় তাঁদের।
টসে জিতে রবিবার প্রথমে ভারতকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। টিম ইন্ডিয়া শুরুটা রোহিত শর্মার (Rohit Sharma) বদান্যতায় ধুন্ধুমার করলেও শুভমান গিল ফিরতেই বদলে যায় ছবিটা। ৩১ বলে ৪৭ রানের বেশী এগোতে পারেন নি রোহিত’ও। এরপর বিরাট কোহলি এবং কে এল রাহুলের মন্থর জোড়া অর্ধশতক সত্ত্বেও ২৪০ রানেই থামতে হয় ভারতকে। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের গোড়ায় পরপর তিন উইকেট হারালেও ট্র্যাভিস হেড (Travis Head) এবং মার্নাস লাবুশেনের (Marnus Labuschagne) ব্যাটে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। অনবদ্য ১৯২ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়ার ষষ্ঠ বিশ্বকাপ জয় নিশ্চিত করেন তাঁরা। তীরে এসে তরী ডোবায় মাঠেই ভেঙে পড়তে দেখা যায় ভারতীয় তারকাদের। থমথমে মুখে মাঠ ছাড়েন অধিনায়ক রোহিত। সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েও চোখে জল নিয়েই সাজঘরে ফেরন বিরাট কোহলি’ও।
Read More: ‘টিম হোটেলে যেত, আমি হাসপাতালে যেতাম…’ হাঁটুর যন্ত্রনা নিয়ে বিশ্বকাপে বোলিং করেছেন শামি, করলেন গোপন তথ্য ফাঁস !!
রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে ঢুকতে চান না শামি-

তাঁর নামাঙ্কিত স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার হতাশাজনক পরাজয় গ্যালারিতে বসে দেখতে হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi)। খেলা শেষে অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্সের হাতে যখন তিনি ট্রফি তুলে দিচ্ছেন, তখন দূরে দাঁড়িয়ে থাকা ভারতীয় তারকা’রা তাকিয়ে রইলেন শূন্য দৃষ্টিতে। পুরষ্কারপর্ব মিটলে সরাসরি ভারতীয় সাজঘরে পা রাখেন প্রধানমন্ত্রী। মুষড়ে পড়া ক্রিকেট তারকাদের সান্ত্বনা দিতে দেখা যায় তাঁকে। বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma) হাসতে অনুরোধ করেন। আলাদা করে কথা বলেন কোচ রাহুল দ্রাবিড়, অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সঙ্গে। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী মহম্মদ শামি’কে (Mohammed Shami) বুকে জড়িয়ে ধরতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। সেই ছবি পরের দিন ভাইরাল’ও হয়েছিলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে।
উত্তরপ্রদেশের আমরোহায় বাড়ি মহম্মদ শামি’র (Mohammed Shami)। ভারতীয় তারকা আজ বাড়ি ফিরতেই তাঁকে একাধিক প্রশ্ন করেন সাংবাদিকেরা। খেলা শেষে প্রধানমন্ত্রীর সাথে আলাপচারিতা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন তিনি। একইসাথে বিশ্বকাপ (ICC World Cup 2023) ফাইনালে ভারতের হারের পর রাজনৈতিক মহলে যে দড়ি টানাটানি শুরু হয়েছে, সেই সম্পর্কেও প্রশ্নের জবাব দিতে দেখা গিয়েছে তাঁকে। বিরোধী নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ভারতের হারের পর প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে ‘অপয়া’ আখ্যা দিয়েছিলেন। বলেছিলেন প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন বলেই হারতে হয়েছে ভারতকে। এই জাতীয় মন্তব্যের সঙ্গে অবশ্য একমত নন মহম্মদ শামি (Mohammed Shami)। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তব্যকে খণ্ডন করেছেন তিনি। রাজনৈতিক আলোচনায় ঢুকতে চান না বলেই জানিয়েছেন তিনি।
বিতর্ক থেকে শতহস্ত দূরে থাকাই লক্ষ্য শামি’র-

সাংবাদিকদের শামি বলেন, “এইসব বিতর্ক সৃষ্টিকারী প্রশ্ন আমার মাথায় তো ঢোকে না। আপনার সবকিছুর মধ্যে বিতর্ক খোঁজেন। সাধারণ জিনিসগুলোর দিকে নজর দিন না! যে সকল জিনিসের উপর আমরা গত দুই মাস ধরে বিস্তর খাটাখাটনি করেছি, সেগুলোতে নজর দিন। এইসব রাজনৈতিক আলোচনা যেগুলো আপনার সামনে নিয়ে আসেন, আমার বোধগম্য হয় না এই সব।” এরপর সাংবাদিকদের তরফে জানতে চাওয়া হয় আদৌ কোনো খামতি রয়ে গিয়েছিলো কিনা? শামি অবশ্য দুষলেন ভাগ্যকেই।
দলের প্রশংসা করে শামি বলেন, “আপনারা তো দেখেইছেন যে সকলেই খুব ভালো পারফর্ম করেছে। এগারো ম্যাচের মধ্যে দশটা জিতেছি। প্রথম দশটার মধ্যে তো দশটাই জিতেছি। আত্মবিশ্বাস বা দক্ষতার অভাব তো ছিলো না। আমার মনে হয় একটা দিন খারাপ গিয়েছে। এটা যে কোনো সময়ই হতে পারে। আমার মনে হয় ঐ দিনটাই আমাদের ছিলো না। পরিকল্পনা বাস্তবায়নে সমস্যা ছিলো। রান খানিক কম ছিলো। সেগুলো আপনারা ধরতে পারেন। কিন্তু এমন কিছু ছিলো না যেটা আমাদের পিছিয়ে দিয়েছিলো।”
দেখে নিন শামি’র সাক্ষাৎকার-
WATCH | राहुल गांधी के पनौती वाले बयान पर क्या बोले मोहम्मद शमी?#RahulGandhi #Panauti #NarendraModi #MohammedShami #WorldCup23 #WorldCupFinal pic.twitter.com/H2y0Dvy3jN
— ABP News (@ABPNews) November 23, 2023