World Cup 2023: পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছে ভারত এবং বাংলাদেশ। বিশ্বকাপের (ICC World Cup 2023) আসরে দুই উপমহাদেশীয় প্রতিপক্ষের দ্বৈরথ ঘিরে উত্তেজনায় ফুটছে ক্রিকেটদুনিয়া। দুরন্ত গতিতে ছুটতে থাকা টিম ইন্ডিয়ার অশ্বমেধের ঘোড়ার রশি কি টেনে ধরতে পারবে বাংলাদেশ? নাকি ভারতীয় শিবির অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তানের মত বাংলাদেশকেও চূর্ণ করে ছিনিয়ে নেবে সাফল্য, এই প্রশ্নেরই উত্তর খুঁজছে ক্রিকেটজনতা। আজকের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করেছে বাংলাদেশ। শাকিব আল হাসান-হীন টাইগার বাহিনী লিটন দাস ও তানজিদ তামিমের জোড়া অর্ধশতক ও মাহমুদুল্লাহ রিয়াদের কার্যকরী ৪৬ রানের সুবাদে স্কোরবোর্ডে যোগ করেছে ২৫৬ রান।
রান তাড়া করতে নেমে ভারত শুরুটা করেছে দুরন্ত গতিতে। প্রাথমিক আগ্রাসন দেখিয়েছিলেন রোহিত শর্মা। চার-ছক্কার ফুলঝুড়ি দেখা গেলো তাঁর ব্যাট থেকে। খানিক পর রোহিতের সাথে রান মহোৎসবে যোগ দেন শুভমান গিল’ও। ডেঙ্গি থেকে ফিরে পাকিস্তানের বিপক্ষে ১৬ রানের বেশী এগোতে পারেন নি, আজ ফের চেনা ছন্দে দেখা গেলো তাঁকেও। ট্রেডমার্ক ড্রাইভ, পয়েন্ট ও গালির মাঝখান দিয়ে কাট দেখা গিয়েছে তাঁর ব্যাট থেকে। একই সাথে আকাশ পথেও বল’কে পাঠিয়েছেন সীমানার বাইরে। ইনিংসের দশম ওভারে স্পিনার নাসুম আহমেদকে একই ওভারে জোড়া ছক্কা হাঁকান তিনি। প্রথমটি লং অন পেরিয়ে গিয়ে পড়ে দর্শকদের মাঝে আর দ্বিতীয়টিকে শুভমান মারেন লং অফ অঞ্চল দিয়ে।
পুনের গ্যালারিতে আজ উপস্থিত এক বিশেষ অতিথি। তিনি শচীন তেন্ডুলকর কন্যা সারা তেন্ডুলকর। ক্রিকেটদুনিয়ায় কানাঘুষো সারা নাকি ‘ডেট’ করছেন শুভমান’কে। এতদিন এই বিষয়ে মুখ খোলা থেকে বিরতই থেকেই সারা এবং শুভমান। কিন্তু আজ মাঠে শুভমানের ম্যাচ দেখতে সারা’র আগমন সম্পর্কের জল্পনাকেই বাড়িয়ে দিয়েছে অনেকগুণ। ভারত ফিল্ডিং করার সময় শুভমান ও সারা’র নামে স্লোগান উঠেছে। তরুণ ওপেনার জোড়া ছক্কা হাঁকানোর পরেও টেলিভিশন সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরা ধরেছিলো সারা’কে। দেখা গেলো উচ্ছ্বাসে ফেটে পড়েছেন তিনি। করতালি দিয়ে তরুণ ওপেনারকে শুভেচ্ছা জানাতে দেখা যায় শচীন তনয়াকে।
দেখে নিন সারা’র উচ্ছ্বাস-
Sara Tendulkar clapping after Shubman Gill’s two sixes. pic.twitter.com/cGKHDUyyX4
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 19, 2023