world-cup-sachin-shubman-trolled-on-x

World Cup 2023: ক্রিকেটদুনিয়ার নজর আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দিকে। বিশ্বকাপের (ICC World Cup 2023) ফাইনালে ভারত মুখোমুখি অস্ট্রেলিয়ার। ২০১১ সালে শেষ যেবার বিশ্বকাপ আয়োজিত হয়েছিলো ভারতের মাটিতে, সেবার ট্রফি দেশের বাইরে যেতে দেন নি মহেন্দ্র সিং ধোনি’রা। তারপর ২০১৫ এবং ২০১৯ সালে তীরে এসে তরী ডুবেছে টিম ইন্ডিয়ার। বারো বছরের অপেক্ষার কি অবসান হবে এবার? ‘মেন ইন ব্লু’ কি অবশেষে তৃতীয় বারের জন্য বিশ্বজয়ীর শিরোপা অর্জন করবে? নাকি ষষ্ঠ বিশ্বকাপ জিতে বাকিদের সাথে নিজেদের ব্যবধান আরও খানিকটা বাড়িয়ে নেবে অস্ট্রেলিয়া? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলের অন্দরে। ম্যাচে টসের মুদ্রা পড়েছে প্যাট কামিন্সের পক্ষে। প্রথমে বোলিং বেছে নিয়েছেন অজি অধিনায়ক।

Read More: World Cup 2023: আহমেদবাদে যবনিকা বিরাট পর্বে, ‘কিং কোহলি’র উইকেট হারিয়ে চাপের মুখে ভারত !!

চলতি টুর্নামেন্টে প্রায় প্রতি ম্যাচেই ব্যাট হাতে ঝোড়ো সূচনা ভারতকে উপহার দিতে দেখা গিয়েছে রোহিত শর্মা, শুভমান গিলকে। ফাইনালেও তেমনটাই আশা ছিলো সকলের। জশ হ্যাজেলউডকে দ্বিতীয় ওভারে জোড়া বাউন্ডারি মেরে ঝড়ের আভাসও দিয়েছিলেন হিটম্যান। কিন্তু আজ ভরসা যোগাতে পারলেন না শুভমান। সাধারণত আহমেদাবাদ তাঁর জন্য খুবই পয়া মাঠ। এখানে টেস্ট, আন্তর্জাতিক টি-২০ শতরান রয়েছে তাঁর। আইপিএলেও খেলেছেন একের পর এক চোখধাঁধানো ইনিংস। কিন্তু পছন্দের বাইশ গজে ব্যাট হাতে সাফল্য আজ খুঁজে পেলেন না তিনি। মিচেল স্টার্কের বলে শর্ট আর্ম জ্যাব মারতে গিয়েছিলেন। নিয়ন্ত্রণ রাখতে না পারায় ধরা পড়েন মিড অনে অ্যাডাম জাম্পার হাতে।

আজকের ম্যাচে ৭ বলে ৪ রান করে ফেরেন শুভমান। তাঁর আউট হওয়ার সাথে সাথে ফিরলো ২০ বছর আগের স্মৃতি। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার ওয়ান্ডারার্সে এমনই এক বিশ্বকাপ ফাইনালে গ্লেন ম্যাকগ্রার বলে ৪ রান করেই আউট হয়েছিলেন শচীন তেন্ডুলকর। দুজনেই ফিরেছেন শর্ট বলের মোকাবিলা করতে না পেরে। তফাতের মধ্যে শুভমান খেলেছেন ৭ বল, শচীনের ইনিংস এসেছিলো ৫ বলে। শচীন কন্যা সারা তেন্ডুলকরের সাথে শুভমান গিলের প্রেম নিয়ে এমনিতেই সরগরম থাকে সোশ্যাল মিডিয়া। তারমধ্যে দুই ভিন্ন বিশ্বকাপ ফাইনালে দুই তারকার এহেন সমাপতন আজ জায়গা করে নিয়েছে সমাজমাধ্যমের চর্চায়। ‘শ্বশুর-জামাই এমন মিল চোখে পড়ে না সাধারণত’ লিখেছেন এক নেটনাগরিক। ‘২০০৩-এর বদলা চেয়েছিলাম, পুনরাবৃত্তি চাই নি’ সখেদে জানিয়েছেন আরও একজন। ‘গুরুত্বপূর্ণ ম্যাচ হলেই রান করতে ভূলে যায় শুভমান’ লিখেছেন এক রুষ্ট টিম ইন্ডিয়া সমর্থক।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: World Cup 2023: ফাইনালেও দীর্ঘস্থায়ী হলো না হিটম্যান হারিকেন, ম্যাক্সওয়েলের শিকার হয়ে সাজঘরে রোহিত শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *