World Cup 2023: পছন্দের পুল শট’ই হয়ে দাঁড়ালো কাল, হাসান মাহমুদের শিকার হয়ে ফিরলেন রোহিত শর্মা !! 1

World Cup 2023: বিশ্বকাপের মঞ্চে আজ ভারত মুখোমুখি বাংলাদেশের। অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং পাকিস্তানকে কার্যত উড়িয়ে দেওয়ার পর আজ বাংলাদেশ টাইগার্সদের বিপক্ষেও বড় জয়ের সন্ধানে ভারতীয় শিবির। শাকিব আল হাসান-হীন বাংলাদেশের হয়ে আজ অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে টস জেতেন তিনি। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং বেছে নেন শান্ত (Najmul Hossain Shanto)। ব্যাট হাতে শুরুটা দিব্যি করেছিলো বাংলাদেশ। ৯৩ রানের জুটি গড়েন লিটন দাস এবং তানজিদ তামিম। তবে ওপেনিং জুটি ভাঙার পরেই দুর্দান্ত বোলিং করে ভারতকে ম্যাচে ফেরান জাদেজা-কুলদীপ’রা। শেষলগ্নে মাহমুদুল্লাহ’র ৪৬ রানের ইনিংসের সুবাদে কোনোক্রমে ২৫০’র গণ্ডি পেরোতে সক্ষম হয় বাংলাদেশ।

পুনের বাইশ গজ’কে ব্যাটিং স্বর্গ বলা চলে। এখানে গড় স্কোর ৩০৭। সেখানে ২৫৬ রান যে যথেষ্ট নয়, তা নিশ্চিত ভাবেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। ব্যাট হাতে বিশেষজ্ঞদের বিশ্লেষণকেই মান্যতা দিলেন রোহিত শর্মা এবং শুভমান গিল। গোটা বিশ্বকাপে জুড়েই ঝড়ের গতিতে ইনিংস শুরু করার চেষ্টা দেখা যাচ্ছে রোহিতের ব্যাটিং-এ। একমাত্র অস্ট্রেলিয়ার বিপক্ষে শূন্য রানে আউট হওয়া ছাড়া একটি ম্যাচেও ব্যর্থ হন নি তিনি। আজও টাইগার বোলারদের নিয়ে ছেলেখেলা করতে দেখা গেলো তাঁকে। হুক-পুল হোক বা ড্রাইভ, শরিফুল, হাসান মাহদুম, নাসুম আহমেদ’দের আজ স্থানীয় বোলারদের পর্যায়ে নামিয়ে আনতে দেখা যায় হিটম্যান’কে।

খেলা চলাকালীন স্ক্রিনে একটি পরিসংখ্যান ভেসে উঠতে দেখা গিয়েছিলো। ২০১৯ বিশ্বকাপের পর শর্ট বলের বিরুদ্ধে রোহিতের ব্যাটিং গড় ৪০৩। আজও মাঝ পিচে পড়া বল’কে বারবার গ্যালারিতেই আছড়ে ফেলছিলেন হিটম্যান। ইনিংসের ১৩তম ওভারে হাসান মাহমুদের শর্ট বলকেও উড়িয়ে দিয়েছিলেন মাঠের বাইরে। কিন্তু তার পরের বলেই প্রত্যাবর্তন ঘটান তরুণ বাংলাদেশী পেসার। রোহিতকে সেই শর্ট বলের টোপ দিয়েই মাঠ ছাড়তে বাধ্য করলেন তিনি। খানিক প্রতিবর্ত ক্রিয়ার বশেই যেন পুল মারতে গিয়েছিলেন রোহিত। ব্যাটে-বলে সঠিক সংযোগ হয় নি। ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগে ধরা পড়েন তৌহিদ হৃদয়ের হাতে। আজ ৪০ বলে ৪৮ করেই থামলেন ভারত অধিনায়ক।

দেখে নিন রোহিতের উইকেটটি-

Also Read: World Cup 2023: শুভমানকে সমর্থন করতে পুনের গ্যালারিতে হাজির সারা তেন্ডুলকার, ক্যামেরা ফোকাস করতেই ছবি ভাইরাল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *