World Cup 2023: ফাইনালে ভারতের হারের পর নেটিজেনের ক্ষোভের মুখে প্রধানমন্ত্রী মোদী, শুনতে হলো ‘অপয়া’ স্লোগান !! 1

World Cup 2023: গত দেড় মাস ধরে যে স্বপ্নকে সযত্নে লালনপালন করেছিলো ভারতের ক্রিকেটজনতা, গতকাল আহমেদাবাদের মাঠে চুরমার হলো তা। বিশ্বকাপ (ICC World Cup 2023) ফাইনালে ভারত মুখোমুখি হয়েছিলো অস্ট্রেলিয়ার। টানা দশ ম্যাচ জিতে ফাইনালের ছাড়পত্র আদায় করে নেওয়া টিম ইন্ডিয়া সহজেই খেতাবও জিতে নেবে, এমনটাই প্রার্থনা ছিলো সকলের। সকাল থেকেই নীল জার্সির ভীড়ে গমগম করছিলো আহমেদাবাদ। স্টেডিয়ামের দর্শকাসনের রঙ গেরুয়া। কিন্তু যেদিকে চোখ গিয়েছে শুধু নীলেরই ছড়াছড়ি। টিম ইন্ডিয়ার নীলসমুদ্রে ঢাকা পড়েছিলো ১ লাখ ৩২ হাজারের গ্যালারি। ভিআইপি বক্সে হাজির ছিলেন ক্রীড়া, রাজনীতি, বিনোদন জগতের ‘হুজ হু’রা।

Read More: World Cup 2023: “আমাদের ভাগ্যে ছিলো না…” বিশ্বকাপ ফাইনাল হেরে রোহিত শর্মার গলায় কেবল হতাশা আর আক্ষেপ !!

এমনকি যার নামে আহমেদাবাদের এই সুবিশাল স্টেডিয়াম, সেই নরেন্দ্র মোদী স্বয়ং হাজির ছিলেন মাঠে। বাকিদের সঙ্গে দেশের প্রধানমন্ত্রীও দেখলেন তীরে এসে দলের তরী ডুবতে। যে অস্ট্রেলিয়াকে চেন্নাইয়ের মাঠে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিলো ভারত, তাদের কাছে হেরেই তৃতীয় বিশ্বখেতাব হাতছাড়া করলেন রোহিত শর্মা’রা। টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স। রোজকার মত শুরুটা ধুন্ধুমার ভঙ্গিতেই করেছিলেন রোহিত শর্মা। দ্রুত শুভমান গিল আউট হওয়ার পরেও রানের গতিতে ব্রেক লাগান নি তিনি। অতি আগ্রাসী হতে গিয়েই ফেরেন ভারত অধিনায়ক। এরপর লড়াইয়ের প্রয়াস জারি রাখেন বিরাট কোহলি এবং কে এল রাহুল। দুজনের জোড়া অর্ধশতক সত্ত্বেও টিম ইন্ডিয়াকে থামতে হয় ২৪০ রানেই।

আহমেদাবাদের পিচ দিনের আলোতে বেশ মন্থর ছিলো। ব্যাটিং করতে সমস্যা হয়েছে বিস্তর। অস্ট্রেলীয় ইনিংসের শুরুতেই নতুন বলকে কাজে লাগিয়ে তিন উইকেট তুলে নিতে পেরেছিলেন শামি এবং বুমরাহ। কিন্তু খেলা যত গড়ালো, শিশির ভিলেন হয়ে উঠলো ভারতের কাছে। কৃত্রিম আলোর নীচে ভেজা বলের বিরুদ্ধে ব্যাটিং সহজ হয়ে পড়ায় দুরন্ত ১৯২ রানের জুটি গড়েন ট্র্যাভিস হেড এবং মার্নাস লাবুশেন। তাতেই টিম ইন্ডিয়ার হাতের মুঠো থেকে খসে পড়লো বিশ্বকাপের ট্রফি।ফাইনালে ভারতের হার যন্ত্রণা দিয়েছে দেশের ক্রিকেটপ্রিয় জনতাকে। টানা দশ ম্যাচ জিতেও শেষ বাধাটুকু টপকাতে না পারার যে যন্ত্রণা, তা কুরে কুরে খাচ্ছে সকলকে।

হতাশার মাঝেও বিরাট কোহলি, রোহিত শর্মাদের পাশেই দাঁড়াচ্ছেন তাঁরা। ‘অধিনায়ক হিসেবে একটা বিশ্বকাপ রোহিতের প্রাপ্য’ লিখেছেন এক নেটিজেন। ‘৭৬৫ রান করার পরেও যদি দল বিশ্বকাপ না জেতে, তাতে কোহলির কিই বা করার আছে?’, ‘একটাই খারাপ দিন, আর সেটাই ফাইনাল’ আক্ষেপের সুরে মন্তব্য আরও একজনের। চরম হতাশার মাঝেও নেটনাগরিকদের একাংশের ক্ষোভের মুখে পড়েছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ক্রিকেট মাঠে যাওয়া নিয়ে আক্রমণ শানিয়েছেন তাঁরা। ‘গত দশ ম্যাচে ওনাকে দেখা যায় নি মাঠে, একটিতে গেলেন এবং সেটিই ভারত হারলো’ লিখেছেন এক ক্ষুব্ধ নেটনাগরিক। ‘যবে থেকে পদে আসীন হয়েছেন উনি, ভারতের সাফল্যের ধারাও যেন শুকিয়ে গিয়েছে’ ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৯, ২০২১, ২০২২-এর ক্রমাগত ব্যর্থতার উদাহরণ দিয়ে লিখেছেন একজন। ‘অপয়া’ শব্দটি গতকাল রাত থেকেই ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায়।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: World Cup Final 2023: ফাইনালে ম্যাচের সেরা হয়ে রোহিত শর্মার প্রশংসায় পঞ্চমুখ ট্র্যাভিস হেড !! করলেন এই বিরাট মন্তব্য

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *