World Cup 2023: বিশ্বকাপ জয়ের ফর্মূলা খুঁজে নিয়েছে দক্ষিণ আফ্রিকা, ভারতের মাটিতে এই ব্যাটার হবেন বিপক্ষের ত্রাস !! 1

World Cup 2023: গোটা ক্রিকেটদুনিয়ার ফোকাস এখন একটাই-ওডিআই বিশ্বকাপ (ICC World Cup 2023)। টুর্নামেন্ট শুরু হতে আর বেশীদিন বাকি নেই। নিয়ামক সংস্থা আইসিসি যে সূচি প্রকাশ করেছে তা অনুযায়ী আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৫ অক্টোবর শুরু হতে চলেছে বিশ্বকাপ। আহমেসবাদেই ফাইনাল ১৯ নভেম্বর। দুই সেমিফাইনাল আয়োজনের দায়িত্ব পেয়েছে কলকাতা এবং মুম্বই। এছাড়াও বিশ্বকাপ (ICC World Cup 2023) আয়োজিত হবে চেন্নাই, দিল্লী, ধর্মশালা, লক্ষ্ণৌ, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং পুনেতে। টুর্নামেন্টে অংশ নেবে দশ দল। শেষ মুহূর্তের ঘষামাজা চালাচ্ছে তারা। উপমহাদেশের পাঁচটি দল খেলছে এশিয়া কাপ। নিউজিল্যান্ড খেলছে ইংল্যান্ডের বিরুদ্ধে। আর নিজেদের দেশে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলে প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা।

‘চোকার্স’ তকমা বারবার জুটেছে প্রোটিয়াদের কপালে। কখনও ডিএলএস বাধা হয়ে দাঁড়িয়েছে, কখনও বা স্টিভ ওয়ার (Steve Waugh) ক্যাচ হাতছাড়া করায় হাতছাড়া হয়েছে ট্রফি, আবার কখনও ফাইনালের দিকে এক পা বাড়িয়েও শেষ বলে ছক্কা হজম করায় বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্ন হাওয়ায় মিলিয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকার। অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে এবার বিশ্বকাপ (ICC World Cup 2023) খেলতে নামবে তাদের। এবার প্রোটিয়া স্কোয়াডে জ্যাক ক্যালিস (Jacques Kallis) বা এবি ডিভিলিয়ার্সের মত কোনো মহাতারকা নেই। নেই ল্যান্স ক্লুজনার বা শন পোলকের মত কার্যকরী ক্রিকেটারও। তা সত্ত্বেও তাদের বিশ্বকাপের অন্যতম ‘ফেভারিট’ বলে মনে করা হচ্ছে। নেপথ্যে রয়েছে তাদের মিডল অর্ডার ব্যাটার হাইনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)। যেভাবে সাম্প্রতিক কালে খেলছেন তিনি, তা নজর কেড়ে নিয়েছে ক্রিকেটবিশ্বের।

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

অবিশ্বাস্য ইনিংস ক্লাসেনের, মুগ্ধ গোটা বিশ্ব-

Heinrich Klaasen | ICC World Cup 2023 | Image: Getty Images
Heinrich Klaasen | Image: Getty Images

এই মুহূর্তে স্পিনের বিরুদ্ধে বিশ্বের সেরা ব্যাটার কে? প্রশ্নের উত্তরে অনেকের মনে হতে পারে বিরাট কোহলি (Virat Kohli) বা রোহিত শর্মার (Rohit Sharma) কথা। পাক সমর্থকেরা তর্ক করতে পারেন বাবর আজমের পক্ষ নিয়ে। কিন্তু বিশেষজ্ঞমহলের অনেকের মতেই উপমহাদেশের কেউ নয়, বরং স্পিনের বিরুদ্ধে এখন সেরা ব্যাটিং করছেন দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)। কেরিয়ারের লম্বা একটা সময় এবি ডিভিলিয়ার্স এবং ক্যুইন্টন ডি ককের ছায়ায় ঢাকা পড়েছিলেন তিনি। কিন্তু এখন সুযোগ পেয়ে প্রোটিয়ারদের সবুজ-হলুদ জার্সিতে ঝড় তুলেছেন।

ভারতের পিচ যে তাঁর কাছে সমস্যার নয়, তা ৩২ বর্ষীয় ব্যাটার বুঝিয়ে দিয়েছিলেন আইপিএলেই। সানরাইজার্সের (SRH) হয়ে মাত্র ১২ ম্যাচে প্রায় ৫০ গড়ে করেন ৪৪৮ রান। স্ট্রাইক রেট ছিলো ১৭৮-এর কাছে। আইপিএলের সেই বিধ্বংসী ফর্ম বিশ্বকাপেও (ICC World Cup 2023)  ধরে রাখতে চাইবেন ক্লাসেন।সম্প্রতি যে ছন্দে ব্যাট করছেন তিনি, তা ইঙ্গিত দিচ্ছে ক্রিকেটবিশ্বের ‘মেগা টুর্নামেন্টে’ ক্লাসেন ধ্বংসযজ্ঞেরই। গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ইনিংস তিনি খেললেন তাঁকে অবিশ্বাস্য বলছেন অনেকেই।

মাত্র ৮৩ বলে ১৭৪ রান করেন ক্লাসেন। মারেন ১৩টি চার এবং ১৩টি ছক্কা। ২০৯.৬৩ স্ট্রাইক রেটে খেলা ক্লাসেনের ১৭৪ রানের ইনিংস দেখে মুগ্ধ বীরেন্দ্র শেহবাগ (Virender Sehwag), হর্ষ ভোগলে’রাও (Harsha Bhogle)। প্রথম ২৪ রান করতে ২৫ বল নিয়েছিলেন ক্লাসেন। বাকি ১৫০ রান করেছেন মাত্র ৫৮ বলে। কেবলমাত্র এই একটি ইনিংস নয়, ২০২৩ জুড়েই ক্লাসেন যে দুর্দান্ত ব্যাট করছেন তার সাক্ষ্য দিচ্ছে তাঁর পরিসংখ্যান। ৯টি ইনিংসে ৫২১ রান করেছেন তিনি। শতরান দুটি, অর্ধশতক ১টি। ব্যাটিং গড় ৬৫.১২। আর স্ট্রাইক রেট ১৫৫.৫২। বিশ্বকাপে (ICC World Cup 2023)  প্রোটিয়াদের মসীহা হয়ে উঠতে পারবেন ক্লাসেন? স্বপ্ন দেখছেন সমর্থকেরা।

World Cup-এর জন্য দক্ষিণ আফ্রিকা স্কোয়াড-

তেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কুৎসি, ক্যুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেন্ড্রিকস, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), এইডেন মার্করাম, ডেভিড মিলার, সিসাদা মাগালা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, অনরিখ নর্খিয়া, কাগিসো রাবাডা, তাবারিজ শামসি, রাসি ফান দার ডুসেন।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *