World Cup 2023: ভারতীয় সাজঘরের পরিবেশ এখন বেশ হালকা। বিশ্বকাপে (ICC World Cup 2023) টানা পাঁচ ম্যাচ জিতে লীগ শীর্ষে রয়েছে ভারত। অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান বা বাংলাদেশের মত প্রতিপক্ষের বিরুদ্ধে জয় এসেছিলো সহজেই। চিন্তার কারণ হতে পারত নিউজিল্যান্ড। চলতি টুর্নামেন্টে টানা জিতছিলো কিউইরাও। পাশাপাশি ভারতের বিরুদ্ধে আইসিসি আয়োজিত প্রতিযোগিতাগুলিতে টানা ২০ বছর জয়ের রেকর্ড ছিলো তাদের। ধর্মশালার পাহাড়ঘেরা মাঠে যাবতীয় দুশ্চিন্তা তুড়ি মেরে উড়িয়ে জয় ছিনিয়ে নিলো ভারতীয় দল। মহম্মদ শামির (Mohammed Shami) অনবদ্য বোলিং এবং বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিং মাস্টারক্লাসে ৪ উইকেটে জয় সঙ্গী করেই মাঠ ছাড়ে ‘মেন ইন ব্লু।’ লীগ শীর্ষে নিজেদের অবস্থান পোক্ত করে নেয় রোহিত শর্মার দল।
২২ তারিখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা ছিলো ভারতের। বিশ্বকাপে (ICC World Cup 2023) দলের আগামী ম্যাচে ২৯ তারিখ। মাঝে ব্যবধান একটা গোটা সপ্তাহের। একটানা ম্যাচের মাঝে ফাঁক পাওয়ায় ক্রিকেটাররা রয়েছেন ছুটির মুডে। ভারতীয় বোর্ডের তরফে ক্রিকেটারদের দুই দিন হিমাচল প্রদেশের ধর্মশালায় পাহাড়-প্রকৃতির কোলে সময় কাটানোর অনুমতি দেওয়া হয়েছিলো। ২৯ তারিখের ম্যাচ খেলতে লক্ষ্ণৌ উড়ে যাওয়ার আগে ছুটি উপভোগ করলেন কোহলি, রাহুল, রোহিত’রা (Rohit Sharma)। ক্রিকেট তারকাদের সঙ্গে হুল্লোড়ে মাততে দেখা গেলো সাপোর্ট স্টাফদেরও। সাধারণত আবেগ প্রকাশ করেন না রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। আনন্দ, দুঃখ, হতাশার মুহূর্তে বিশেষ কোনো অভিব্যক্তি থাকে না তাঁর মুখে। কিন্তু হাসিমুখে দিনদুয়েকের ছুটি উপভোগ করতে দেখা গেলো তাঁকেও।
Read More: World Cup 2023: “দিল্লীতে ম্যাক্সওয়েল ধামাকা…” ডাচদের বিপক্ষে রানের পাহাড় অস্ট্রেলিয়ার, চুটিয়ে উপভোগ করছে নেটদুনিয়া !!
প্রকৃতির কোলে সময় কাটালো টিম ইন্ডিয়া-

২৫ তারিখ অর্থাৎ আজ লক্ষ্ণৌর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ভারতীয় দলের। তার আগে ২৩ এবং ২৪ তারিখ ধর্মশালার সৌন্দর্য্য উপভোগ করলেন টিম ইন্ডিয়ার (Team India) ক্রিকেটার এবং অন্যান্য সাপোর্ট স্টাফ’রা। বিসিসিআই-এর থেকে স্পষ্ট নির্দেশিকা জারি করে জানানো হয়েছিলো যে ট্রেকিং এবং প্যারাগ্লাইডিং-এর মত অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিতে পারবেন না ক্রিকেটাররা। সেই কথা মাথায় রেখেই ছুটি কাটালেন তাঁরা। ভারতীয় দলের তারকা কে এল রাহুল (KL Rahul) হোটেলবন্দী না থেকে বেরিয়ে পড়েছিলেন প্রকৃতির মাঝে তাজা বাতাসের সন্ধানে। সঙ্গে ছিলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, হেড কোচ রাহুল দ্রাবিড়রাও। আজ সোশ্যাল মিডিয়ায় একঝাঁক ছবি পোস্ট করেছেন রাহুল (KL Rahul)। সেখানে দেখা যাচ্ছে ভারতীয় মিডল অর্ডার ব্যাটারের সঙ্গে পাহাড়ী নদীতে ডুব দিচ্ছেন কোচ দ্রাবিড়, সঙ্গী ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।
nothing beats natures ice dip 🩵 pic.twitter.com/g1lMM4b553
— K L Rahul (@klrahul) October 25, 2023
বোর্ডের বারণ থাকায় পাহাড়ী পথে বেশী চলাফেরা করা সম্ভব হয় নি ক্রিকেটারদের পক্ষে। তবে সাপোর্ট স্টাফদের সাথে ম্যাকলয়েডগঞ্জের কাছে ত্রিউণ্ড অবধি ট্রেক করতে দেখা গিয়েছে দ্রাবিড়কে (Rahul Dravid)। বিসিসিআই ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দ্রাবিড় (Rahul Dravid) জানিয়েছেন, “ত্রিউণ্ডে আসার পর অসাধারণ সব দৃশ্য দেখছি। পাহাড় চড়ে এতটা আসা বেশ কঠিন ছিলো। দলের ছেলেদের এখানে আনতে পারলাম না, খারাপ লাগছে। তবে পাথরের উপর দিয়ে হাঁটা বেশ ঝুঁকিপূর্ণ। তবে আশা করি কোনো এক ছুটির দিকে ওরাও এই অভিজ্ঞতা অর্জন করতে পারবে।” ট্রেকিং অভিজ্ঞতা সম্পর্কে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর (Vikram Rathour) জানান, “শেষ আধ ঘন্টা বেশ কঠিন। তবে যেই মুহূর্তে প্রকৃতির সৌন্দর্য্য নজরে আসে, সব কষ্ট ভুলে যেতে হয়।”
দেখে নিন দ্রাবিড়ের ট্রেকিং ভিডিও-
A day off for the squad is a day well spent in the hills for the support staff 🏔️
Dharamsala done ✅
💙 Taking some positive vibes to Lucknow next #TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvENG pic.twitter.com/g0drFKacT4
— BCCI (@BCCI) October 25, 2023