Icc announced schedule for wc 2023

World Cup 2023: অপেক্ষার আর মাত্র কয়েকদিন। অক্টোবরের পাঁচ তারিখ থেকে ভারতের মাটিতে বসতে চলেছে ওডিআই বিশ্বকাপের (ICC World Cup 2023) আসর। ক্রিকেটের ‘গ্রেটেস্ট শো’কে বরণ করে নিতে সেজে উঠছে দেশ। ইতিমধ্যে টুর্নামেন্টের সম্পূর্ণ সূচি প্রকাশ করে দিয়েছে আয়োজক আইসিসি। মূলপর্বের ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছে দশ শহরকে। এবারের বিশ্বকাপ খানিকটা আলাদা ভারতের জন্য। ১৯৮৭, ১৯৯৬ এবং ২০১১-এর আগে তিনবার বিশ্বখেতাবের মহারণ আয়োজনের সুযোগ পেলেও তখন অন্যান্য উপমহাদেশীয় ক্রিকেট খেলিয়ে দেশের মঞ্চ ভাগ করে নিতে হয়েছিলো। কিন্তু এবার প্রথমবার একক দায়িত্ব পেয়েছে ভারত। প্রস্তুতিতে তাই কোনো ফাঁক রাখছে না বিসিসিআই। আগের সব বিশ্বকাপকে ছাপিয়ে ২০২৩ সালের টুর্নামেন্টকে এক অনন্য অভিজ্ঞতাতে পরিণত করার জন্য কাজ চলছে জোরকদমে।

প্রথম ম্যাচেই দর্শকদের জন্য থাকা গত বারের ফাইনালের অ্যাকশন রিপ্লে। মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড (ENG vs NZ)। ৫ অক্টোবর ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ১৯ নভেম্বর ফাইনালও হবে এই মাঠেই। ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া চাক্ষুস করারও সুযোগ থাকছে আহমেদাবাদের। এমনকি যে সূচি আইসিসি’র তরফে প্রকাশ করা হয়েছে তা অনুযায়ী ক্রিকেটের ১৫ অক্টোবর এল-ক্লাসিকো অর্থাৎ ভারত বনাম পাকিস্তান লড়াইয়ের মঞ্চ হিসেবেও বেছে নেওয়া হয়েছে আহমেদাবাদকেই। এখন থেকেই দুই পড়শি দেশের ধুন্ধুমার প্রতিদ্বন্দ্বিতার আশায় বুঁদ শহর। শোনা যাচ্ছে জোরকদমে চলছে হোটেল বুকিং। ক্রিকেট দর্শকরা নাকি হোটেলে জায়গা না পেয়ে বুক করছেন হাসপাতালের বেড। ক্রিকেট উৎসবের আবহ আহমেদাবাদ জুড়ে থাকলেও আচমকাই দেখা দিয়েছে জটিলতা। শোনা যাচ্ছে বদলাতে পারে ভারত-পাক ম্যাচের সূচি।

Read More: WI vs IND, 1st ODI, Match Preview: জয় দিয়েই ওয়ানডে সিরিজ শুরু করতে মরিয়া ভারত-ওয়েস্ট ইন্ডিজ, বিপক্ষকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ !!

আহমেদাবাদ নিয়ে আপত্তি রয়েছে পাকিস্তানের-

Narendra Modi Stadium | World Cup 2023 | Image: Getty Images
Narendra Modi Stadium | World Cup 2023 | Image: Getty Images

আইসিসির তরফ থেকে যে সূচি প্রকাশ করা হয়েছে তা অনুযায়ী বিশ্বকাপের (ICC World Cup 2023) মেগা ম্যাচে ১৫ অক্টোবর ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এই নিয়ে অষ্টমবার উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ সম্মুখ সময়ে নামবে একদিনের বিশ্বকাপে। এর আগের ৭টি সাক্ষাতের প্রতিটিতেই জিতেছে ভারত। এবারও ফলাফলই একই রাখার চেষ্টা থাকবে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma)।

আইসিসি’র তরফে এই ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে। কিন্তু ম্যাচের ভেন্যু নিয়ে আপত্তি তুলেছে পাকিস্তান। আহমেদাবাদে ভারতের মুখোমুখি হতে রাজী নয় তারা। ক্রিকেটারদের সুরক্ষা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছে তারা। খসড়া সূচী সামনে আসার পরেই পাক বোর্ডের তরফে এই ম্যাচের মাঠ বদলানোর আবেদন করা হয়েছিলো। কিন্তু তাতে কোনো ফল হয় নি। চূড়ান্ত সূচীতেও আহমেদাবাদকেই এই মহাম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছে।

কেবল আহমেদাবাদ নয় আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া ম্যাচের ভেন্যু নিয়েও আপত্তি তুলেছে পিসিবি। আফগানিস্তানের বিরুদ্ধে চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে খেলতে রাজী নয় তারা। অপর দিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুর বদলে চেন্নাইতে খেলতে চেয়ে আবেদন করেছিলো তারা। জানানো হয়েছিলো আফগানিস্তান ম্যাচ যেন বেঙ্গালুরুতে দেওয়া হয়। পিসিবির আবেদনে অবশ্য কর্ণপাত করে নি আইসিসি। বদলানো হয় নি মাঠ। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ভারতে আসার ব্যাপারে নিশ্চয়তা এখনও দেয় নি পাকিস্তান। শোনা যাচ্ছে ব্যবস্থা খতিয়ে দেখতে বিশ্বকাপের (ICC World Cup 2023) আগে বিশেষ দল ভারতের পাঠাতে পারে পাক সরকার। তারা কি পদক্ষেপ নেয় সেইদিকেই তাকিয়ে এখন ক্রিকেট বিশ্ব।

বদলাতে পারে ভারত-পাক ম্যাচের দিনক্ষণ-

IND VS PAK, oyo
India and Pakistan fans | Image: Getty Images

পাকিস্তানের দাবী মেনে ভারত-পাক ম্যাচ আহমেদাবাদ থেকে সরানোর কোনো ভাবনা এখনও অবধি বিসিসিআই বা আইসিসি’র নেই। তবে ১৫ অক্টোবর অর্থাৎ রবিবার থেকে এই ম্যাচ সরে যেতে পারে। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিং খবর অনুযায়ী ম্যাচ এগিয়ে আনার ভাবনা-চিন্তা রয়েছে আয়োজকদের। ১৫ তারিখ নবরাত্রির প্রথম দিন। গোটা গুজরাত জুড়ে সেদিন চলবে উৎসব। তার মাঝে ভারত-পাকের মত বড় ক্রিকেট ম্যাচ হলে পুলিশ-প্রশাসনের পক্ষে নিরাপত্তা সুনিশ্চিত করা সমস্যার হয়ে উঠতে পারে। সেই কথা মাথায় রেখেই ১৫ তারিখের বদলে ১৪ অক্টোবর অর্থাৎ শনিবার আয়োজন করা হতে পারে ম্যাচ।

শনিবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচ রয়েছে। এছাড়াও সেদিনই দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ইংল্যান্ড এবং আফগানিস্তানের। রবিবারের ভারত-পাক ম্যাচ এগিয়ে এলে এই ম্যাচগুলির ভবিষ্যত কি হবে সেই নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নি।

Also Read: TOP 3: উইন্ডিজের বিরুদ্ধে ODI সিরিজে ভারতীয় একাদশে জায়গা হবে না এই তিন ক্রিকেটারের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *