World Cup 2023: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ বিশ্বকাপের (ICC World Cup 2023) রাউন্ড রবিন পর্বের অন্তিম ম্যাচে মুখোমুখি ভারত এবং নেদারল্যান্ডস। চলতি টুর্নামেন্টে স্বপ্নের ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। আট ম্যাচ খেলে তারা আপাতত জিতেছে আটটিতেই। ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে শীর্ষস্থান নিশ্চিত করেছে। রোহিত শর্মার দল জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। শেষ চারের যুদ্ধে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে অপরাজিত তকমা ধরে রাখাই লক্ষ্য ভারতের। ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে তুলনামুলক কম শক্তিশালী ডাচদের বিপক্ষেও পূর্ণশক্তির দলকেই মাঠে নামিয়েছেন কোচ দ্রাবিড়। অন্যদিকে এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের মত দলকে হারানো নেদারল্যান্ডস। বিদায়বেলায় আরও একটা ‘মিরাকল’-এর সন্ধানে। আজ যদি অঘটন ঘটিয়ে দিতে পারেন স্কট এডওয়ার্ডস’রা, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির দরজাও খুলে যাবে তাদের জন্য।
টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই ভারতীয় ইনিংসের সূচনাতে ঝড় তুলতে দেখা যাচ্ছে রোহিত-শুভমান জুটিকে। আজকেও ব্যতিক্রম হলো না। প্রথম দশ ওভারে উঠলো ৯১ রান। অর্ধশতক পেরিয়ে শুভমান আউট হতে রানের গতি খানিক কমে। পঞ্চাশের গণ্ডি পেরিয়ে আউট হন রোহিত’ও। পরপর দুই ওপেনারকে হারিয়েও বিন্দুমাত্র চাপে পড়ে নি ভারতীয় ইনিংস। পল ফান মেকেরেন, আরিয়ান দত্ত, বাস দে লীডেদের নিপুণ হাতে সামলাতে দেখা গেলো বিরাট কোহলি, শ্রেয়স আইয়ারদের। এতদিন কোহলি, রোহিতদের পারফর্ম্যান্সের তলায় খানিক যেন চাপা পড়ে যাচ্ছিলো শ্রেয়সের কার্যকরী অবদান। আজ ‘কমলা ব্রিগেড’-এর বিরুদ্ধে ব্যাট হাতে নায়ক তিনিই। করলেন শতরান। অর্ধশতক কে এল রাহুলেরও। নির্ধারিত পঞ্চাশ ওভারে ভারত তুললো ৪ উইকেটের বিনিময়ে ৪১০ রান।
Read More: World Cup 2023: “শৌচালয় পরিষ্কার করতাম…” ধারাভাষ্যের মাইক হাতে জীবনযুদ্ধের কাহিনী শোনালেন ইমরান তাহির !!
অনবদ্য ব্যাটিং ভারতের টপ অর্ডারের-

দিনের প্রথম বলেই স্পিনার আরিয়ান দত্ত’কে বাউন্ডারির ঠিকানায় পাঠিয়ে দিয়েছিলেন রোহিত শর্মা। ম্যাচের সুর ওখানেই বেঁধে দেন ভারত অধিনায়ক। এরপর বেঙ্গালুরুর ব্যাটিং বান্ধব পিচে টিম ইন্ডিয়ার ব্যাটারদের দেখা গেলো ছড়ি ঘোরাতে। রোজের মতই আজও শুরুটা করেছিলেন রোহিত শর্মা’ই। পরে একে একে যোগ দিলেন শুভমান গিল্, বিরাট কোহলি, শ্রেয়স আইয়াররা। অন্যান্য ম্যাচে দেখা যায় প্রাথমিক আগ্রাসন দেখান রোহিত। হুক-পুলের মত শটে গ্যালারিতে তিনিই আছড়ে ফেলেন প্রতিপক্ষ বোলারদের। অন্যপ্রান্তে উইকেট ধরে রেখে খেলেন শুভমান। আজ বদল এলো চিত্রনাট্যে। দুই প্রান্ত থেকেই ব্যাটিং ঝড় দেখা গেলো চিন্নাস্বামী স্টেডিয়ামে। অর্ধশতকের চৌকাঠ প্রথম পেরিয়েছিলেন শুভমান’ই। কিন্তু ৫১ রানের মাথায় ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে তেজা নিদামানুরুর হাতে ধরা পড়েন তিনি। পল ফান মেকেরেনের বলে নিদামানুরুর অনবদ্য ক্যাচ শতকের স্বপ্ন চুরমার করলো তাঁর।
এবারের বিশ্বকাপে আরও একটা বড় ইনিংস দেখা গেলো রোহিত শর্মার ব্যাট থেকে। ৮টি চার এবং ২টি ছক্কার সাহায্যে আজ ৬১ রান করেন তিনি। বাস দে লীডের বলে ধরা পড়েন ওয়েসলি বারেসির হাতে। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপের এক সংস্করণে ৫০০-র বেশী রান করার নজির গড়লেন হিটম্যান। ভাঙলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড। চেনা বেঙ্গালুরুর মাঠে সাবলীল বিরাটও। প্রথমের কয়েক ওভার ক্রিজে থিতু হতে সময় নিয়েছলেন তিনি। পরে হাত খুলতে দেখা গেলো তাঁকে। পেসারকে এগিয়ে এসে ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকালেন। তূণ থেকে বেরোলো স্যুইপের মত শট’ও। ইডেনে এসেছিলো ৪৯তম শতরান। বেঙ্গালুরুতে ৫০তম ওডিআই শতক করে শচীন তেন্ডুলকরকে টপকে যাওয়ার সুযোগ ছিলো তাঁর কাছে, কিন্তু রওলফ ফান দার মার্ভ-এর বলে ৫১ রানের মাথায় বোল্ড হলেন তিনি।
জোড়া শতরান শ্রেয়স এবং রাহুলের-

নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের ব্যাটিং বিক্রম থামাতে কালঘাম ছুটলো নেদারল্যান্ডস বোলারদের। কোহলি-শ্রেয়সের জুটি ভারতকে বড় রানের দিকে অগ্রসর করে দিয়েছিলো। খেলার গতির বিপরীতে বিরাট আউট হলেও অ্যাক্সিলারেটর থেকে পা সরায় নি টিম ইন্ডিয়া। মাঠে নেমে থিতু হতে বিশেষ সময় নেন নি কে এল রাহুল। ফিফথ গিয়ারে ছোটালেন স্কোরবোর্ডকে। দুর্ধর্ষ ইনিংস খেলতে দেখা গেলো শ্রেয়স আইয়ারকেও। পাকিস্তান্রর বিরুদ্ধে করেছিলেন অপরাজিত অর্ধশতক, ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে করেন ৮২ , ইডেনের কঠিন পিচেও করেন ৭৭ রান। ধারাবাহিকতা বজায় রাখলেন তিনি। গত দুই ম্যাচে শতরানের দোরগোড়ায় পৌঁছেও ফিরতে হয়েছিলো মাইলফলক স্পর্শ করার আগেই। আজ আর কোনো ভুলচুক করেন নি তিনি। অপরাজিত রইলেন ৯৪ বলে ১২৮ রানের ইনিংস খেলে। ১০ চার এবং ৫ ছক্কায় ইনিংস সাজিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৭ করে অপরাজিত থেকে গিয়েছিলেন কে এল রাহুল। শতরান করতে না পারার আক্ষেপ তাড়া করেছিলো তাঁকে। আজ সেই আক্ষেপ মিটিয়ে নিলেন তিনিও। বেঙ্গালুরুতেই বেড়ে ওঠা রাহুলের। ঘরের মাঠে ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ডাচদের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করলেন আজ। ১১ চার এবং ৪ ছক্কার সাহায্যে তাঁর ব্যাট থেকে এলো ১০২। কেরিয়ারের সপ্তম ওডিআই শতরান করলেন তিনি। রাহুল ও শ্রেয়স আইয়ারের ২০৮ রানের জুটি ভারতকে সাহায্য করলো রানের পাহাড় চড়তে। নেদারল্যান্ডসের ফিল্ডিং মন কাড়লেও, বোলিং-এর ছবিটা আজ বেশ হতাশাজনক। রওলফ ফান দার মার্ভ ছাড়া বাকিদের সকলেরই ইকোনমি রেট ৭-এর বেশী। এরই মাঝে একটি রেকর্ড গড়লেন বাস দে লীডে। পিতা টিম দে লীডেকে টপকে বিশ্বকাপের ইতিহাসে ডাচদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারী হলেন তিনি।