World Cup 2023: “আসল ম্যাচেই ডুবিয়ে দিলো…” ‘ঘরের মাঠে 'ব্যর্থ শুভমান গিল, উইকেট হারিয়ে নেটজনতার কটাক্ষের শিকার তরুণ ওপেনার !! 1

World Cup 2023: নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলছে মহারণ। বিশ্বকাপের (ICC World Cup 2023) ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছেন প্যাট কামিন্স। হেরেও বিশেষ বিচলিত মনে হয় নি রোহিত শর্মাকে। বরং জানিয়েছিলেন তিনি জিতলে ব্যাটিং-ই বেছে নিতেন। গোটা টুর্নামেন্ট জুড়ে যেমন ধুন্ধুমার ভঙ্গিতে ব্যাটিং করে আসছেন ইনিংসের গোড়ায়, আজ বিশ্বকাপের ফাইনালেও তেমন ব্যাটিং-ই করতে চান রোহিত। প্রথম ওভারে মিচেল স্টার্ককে সমীহ করলেও দ্বিতীয় ওভার থেকেই হাত খুলেছেন হিটম্যান। জশ হ্যাজেলউডকে মেরেছেন জোড়া বাউন্ডারি। গত কয়েকটি ম্যাচে হিটম্যানের সাথে যোগ্য সঙ্গত করতে দেখা গিয়েছিলো শুভমান গিল’কে। আজ আহমেদাবাদে সেই ভূমিকায় পাস করতে পারলেন না তিনি। তরুণ ওপেনার পারলেন না বিশ্বকাপ ফাইনালের চাপ সামলাতে। শুরুতেই উইকেট ছুঁড়ে দিলেন স্টার্কের বলে।

Read More: World Cup Final 2023: ফাইনাল ম্যাচে চরম ফ্লপ শুভমান গিল, সহজ ক্যাচ দিয়ে ফিরলেন প্যাভিলিয়নে !!

ইনিংসের গোড়া থেকেই নড়বড়ে ছিলেন শুভমান। একবার ব্যাটের কোণ স্পর্শ করে দ্বিতীয় স্লিপের দিকে গিয়েছিলো বল। সেই যাত্রায় রক্ষা পেলেও ইনিংসকে দীর্ঘায়িত করতে পারলেন না গিল। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ফিরলেন সাজঘরে। মিচেল স্টার্কের শর্ট বল’কে মিড উইকেটের দিকে পুল করতে চেয়েছিলেন ভারতীয় ওপেনার। নিয়ন্ত্রণ রাখতে পারেন নি শটের। মিড অনে অ্যাডাম জাম্পার হাতে ধরা পড়েন তিনি। ৩০ রানের মাথায় প্রথম ধাক্কা খেলো ভারত। আহমেদাবাদে স্বল্প রানের মধ্যে উইকেট হারিয়ে সমর্থকদের কটাক্ষের মুখে পড়েছেন শুভমান। এই আহমেদাবাদের মাঠে আইপিএল, আন্তর্জাতিক টেস্ট, টি-২০তে শতরান রয়েছে তাঁর। কিন্তু বড় মঞ্চের ব্যর্থতা বিঁধছে ২৪ বর্ষীয় ওপেনারকে।

‘নিস্তেজ দ্বিপাক্ষিক ম্যাচ নয়, দক্ষতার আসল পরীক্ষা তো হয় বিশ্বকাপ ফাইনালে’ লিখেছেন এক নেটিজেন। ‘তোমায় একটা কাজ দেওয়া হয়েছিলো শুভমান, তুমি পুরোপুরি ব্যর্থ’, কটাক্ষের সুরে লিখেছেন এক নেটনাগরিক। ‘এভাবে কে দায়িত্বজ্ঞানহীনের মত উইকেট ছুঁড়ে আসে? তাও আবার ফাইনালে?’ লিখেছেন আরও একজন। ‘এই মুহূর্তে উইকেট হারানো মোটেই ঠিক হলো না টিম ইন্ডিয়ার জন্য।’ ‘বিশ্ব র‍্যাঙ্কিং-এর শীর্ষে থাকার কি অর্থ, যদি গুরুত্বপূর্ণ ম্যাচে রান’ই না আসে?’ মন্তব্য এক ক্রিকেটপ্রেমীর। আহমেদাবাদের সাথে শুভমানের ‘প্রেমকাহিনী’ মনে করিয়ে দিয়ে খোঁচা দিতে ছাড়েন নি অনেকে। ‘সারা’র সাথে দেখা হওয়ার পর আহমেদাবাদের সাথে ব্রেক আপ হয়েছে শুভমানের’, টিপন্নি এক নেটিজেনের।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: World Cup Final 2023: শুধু বিরাট কোহলি নয় বরং রোহিত শর্মাও খেলবেন নিজের শেষ ম্যাচ, খেলা শুরুর আগেই হল বড় খোলসা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *