World Cup 2023: বিশ্বকাপে ভারতের জয়যাত্রা অব্যাহত। রাউন্ড রবিন পর্বের নয় ম্যাচের প্রতিটিতেই জিতে সেমিফাইনালে পা রেখেছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি’রা (Virat Kohli)। শেষ চারের যুদ্ধেও টিম ইন্ডিয়াকে থামাতে পারলো না নিউজিল্যান্ড। ২০১৯ সালে ম্যাঞ্চেস্টারের মাঠে কিউইদের বিরুদ্ধে হেরেই ছিটকে যেতে হয়েছিলো ভারতকে। চার বছর পর সেই সেমিফাইনাল হারের বদলা মুম্বইয়ের মাটিতে নিলো ভারত। জিতলো ৭০ রানের ব্যবধানে। এই ওয়াংখেড়েতেই ২০১১ সালের ২ এপ্রিল শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য ভারত বিশ্বসেরা হয়েছিলো। বারো বছর পর সেই মাঠেই সাফল্যের নতুন অধ্যায় লিখলো ‘মেন ইন ব্লু।’ আদায় করে নিলো ফাইনালের টিকিট। ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইতিহাস গড়ার সুযোগ থাকছে টিম ইন্ডিয়ার সামনে।
নক-আউটে নিউজিল্যান্ড বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতের সামনে। তবে পুরনো পরিসংখ্যানকে তুড়ি মেরে উড়িয়ে টিম ইন্ডিয়া নিশ্চিত করে ফেললো নিজেদের চতুর্থ বিশ্বকাপ ফাইনাল। ব্যাট হাতে শুরুতেই ঝড় তুলতে দেখা যায় রোহিত শর্মা (Rohit Sharma), শুভমান গিল’কে। ওপেনারদের পর রানের গতি অক্ষুণ্ণ রাখতে বড় ভূমিকা নিলেন বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ারের জোড়া শতরান। পঞ্চাশ ওভারে দলের স্কোর দাঁড়ায় ৩৯৭। পর্বতসম স্কোর’ও একটা সময় যথেষ্ট নয় বলে মনে হচ্ছিলো। দুর্দান্ত ব্যাটিং করছিলেন ড্যারিল মিচেল এবং কেন উইলিয়ামসন। তবে বল হাতে ওয়াংখেড়ের পিচে আগুন জ্বালালেন মহম্মদ শামি (Mohammed Shami)। একাই ৭ উইকেট নিয়ে কিউই ব্যাটিং-কে ভাঙেন তিনি। গতকাল মুম্বইয়ের মাঠে রেকর্ডের রাজমুকুট নিজের মাথায় পরলেন কোহলি। তাঁর ব্যাটিং-এ মুগ্ধ প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। প্রশংসায় ভরালেন টিম ইন্ডিয়াকেও।
Read More: World Cup 2023: “জানতাম কী করে ওয়াংখেড়েতে বিপক্ষকে…”, নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠতেই বড় রহস্য ফাঁস রোহিতের !!
বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ সৌরভ-

২০১১ সালে প্রথমবার বিশ্বকাপ (ICC World Cup 2023) খেলতে নেমে বাংলাদেশের বিরুদ্ধে মীরপুরের মাঠে শতরান করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ২০১৫ সালে অ্যাডিলেডের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে এসেছিলো দ্বিতীয় শতক। এরপর বিশ্বকাপে তৃতীয় বারের জন্য তিন অঙ্কের রানের ঘরে পৌঁছাতে বিরাটকে অপেক্ষা করতে হলো আট বছর। ২০১৯ সালের টুর্নামেন্টে শতক পান নি তিনি। অবশেষে বাংলাদেশের বিরুদ্ধে কাটে খরা। পুনের মাঠে ১০৩* করেন তিনি। এরপর ৫ নভেম্বর ইডেন গার্ডেন্সে নিজের জন্মদিনের দিন ফের করেন শতরান। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯তম শতক করে সেইদিন তিনি ছুঁয়েছিলেন শচীন তেন্ডুলকরের রেকর্ড। তাঁকে ছাপিয়ে যেতে বেশীদিন অপেক্ষা করতে হলো না কোহলিকে। গতকাল বিশ্বকাপের সেমিফাইনালে শচীনের ঘরের মাঠ ওয়াংখেড়েতে নিজের আইডলকে ছাপিয়ে গেলেন বিরাট। মাঠের ভিআইপি বক্সে বসে কোহলির এভারেস্ট জয় স্বচক্ষে দেখলেন স্বয়ং শচীন।
বিরাটের সাফল্যের পর তাঁর প্রশংসায় মাতোয়ারা ক্রিকেটবিশ্ব। গ্লেন ম্যাক্সওয়েল, লিটন কুমার দাসদের মত প্রতিপক্ষ দেশের ক্রিকেট তারকারাও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। এমনকি টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ (Novak Djokovic), ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যাম (David Beckham) অবধি কুর্নিশ জানিয়েছেন ‘কিং কোহলি’কে। তালিকায় রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়’ও (Sourav Ganguly)। শোনা যায় সৌরভ বোর্ড প্রেসিডেন্ট থাকার সময় কোহলির (Virat Kohli) সাথে মনোমালিন্য হয়েছিলো তাঁর। কিন্তু বিশেষ দিনে বিরাটকে শুভেচ্ছা জানাতে ভোলেন নি তিনি। ANI-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “আমি জানি না এই রেকর্ড কেউ ভাঙতে পারবেন কিনা। এখনও বিরাট তো ফুরিয়ে যান নি। ওর বয়স ৩৫। এখনও খেলবে ভারতের হয়ে। এটা অবিশ্বাস্য কৃতিত্ব।” এছাড়া সোশ্যাল মিডিয়াতেও কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
ভারতীয় দলকে আগামীর শুভেচ্ছা সৌরভের-

বোর্ড প্রেসিডেন্ট হিসেবে রোহিত শর্মার (Rohit Sharma) হাতে অধিনায়কত্ব এবং রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কাঁধে কোচিং-এর ভার তিনিই তুলে দিয়ে এসেছিলেন। একটা সময় এই নিয়ে সমালোচিত’ও হতে হয়েছে সৌরভ’কে। রোহিত-রাহুল জুটির হাত ধরে ভারত বিশ্বকাপ (ICC World Cup 2023) জিতলে পর্দার আড়ালে হয়ত জিতে যাবেন সৌরভ’ও (Sourav Ganguly)। দিনকয়েক আগে এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন, “রোহিত (অধিনায়কত্ব) নিতে রাজী ছিলো না। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিলো যে আমি বলতে বাধ্য হয়েছিলাম, ‘হয় তুমি রাজী হবে, নয় আমি তোমার নাম ঘোষণা করে দেব’।” বোর্ড প্রেসিডেন্ট হিসেবে যে মোক্ষম চাল তিনি দিয়েছিলেন, তা ফলপ্রসূ হওয়ায় তৃপ্ত মহারাজ।
#WATCH | On Virat Kohli breaking Sachin Tendulkar’s record for most ODI centuries, Former India captain Sourav Ganguly says, “I don’t know if anyone can break such a record. And this is when Virat Kohli is not finished yet. He is only 35 and he will play more for India. It is a… pic.twitter.com/tpgzGXomAN
— ANI (@ANI) November 16, 2023
২০০৩ সালে ভারত যখন বিশ্বকাপের (ICC World Cup 2023) ফাইনালে উঠেছিলো তখন অধিনায়ক ছিলেন তিনি। কিন্তু ট্রফি হাতে তোলা হয় নি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। ২০১১ সালে অবশ্য বিশ্বজয়ের স্বপ্ন পূরণ করে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস রচনা করে মহেন্দ্র সিং ধোনির দল। সেই সাফল্যের ১২ বছর পর আবার খেতাবের দোরগোড়ায় ভারত। ঘরের মাঠে এবার আর ট্রফি হাতছাড়া হবে না বলেই আশা ভারতীয় সমর্থকদের। অগণিত অনুরাগীর মত সৌরভ গঙ্গোপাধ্যায়েরও (Sourav Ganguly) প্রত্যাশা তেমনই। দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় দলকে নিয়ে উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়। সংবাদসংস্থা ANI-কে তিনি জানিয়েছেন, “যেভাবে ভারত ২০২৩-এর বিশ্বকাপে পারফর্ম করছে, তা চমকপ্রদ। দলের প্রত্যেক সদস্যকে ফাইনালের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই।”