World Cup 2023: “আমাদের ভাগ্যে ছিলো না…” বিশ্বকাপ ফাইনাল হেরে রোহিত শর্মার গলায় কেবল হতাশা আর আক্ষেপ !! 1

World Cup 2023: ৫ অক্টোবর আহমেদাবাদের মাঠে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড দ্বৈরথ দিয়ে সূচনা হয়েছিলো ২০২৩-র বিশ্বকাপের (ICC World Cup 2023)। দেড় মাস ও ৪৭ ম্যাচের ঘাত-প্রতিঘাত শেষে আজ অন্তিম যুদ্ধে মুখোমুখি হয়েছিলো ভারত ও অস্ট্রেলিয়া। দশ ম্যাচ অপরাজিত থাকা ভারত নাকি ক্রিকেটদুনিয়ার সফলতম দল অস্ট্রেলিয়া, কার মাথায় আজ উঠবে বিশ্বসেরার মুকুট? প্রশ্নের উত্তর খুঁজছিলেন দর্শকেরা। আহমেদাবাদের ১ লাখ ৩২ হাজার আসনবিশিষ্ট স্টেডিয়ামের কোনো কোণা খালি ছিলো না আজ। ভারতের ঘরের মাঠে আজ ভাগ্য সাথ দিলো না টিম ইন্ডিয়ার সাথে। দেড়শ কোটির দেশকে হতাশায় ডুবিয়ে ৬ উইকেটের ব্যবধানে জয় ছিনিয়ে নিলো অস্ট্রেলিয়া।

টসের মুদ্রা পড়েছিলো অজিদের পক্ষে। প্রথমে বোলিং বেছে নেন প্যাট কামিন্স। শুরুটা চেনা ছন্দেই করেছিলেন রোহিত শর্মা। কিন্তু শুভমান গিল দ্রুত ফেরার পর থেকে শুরু হয় পট পরিবর্তন। রোহিত, বিরাট এবং কে এল রাহুল চেষ্টা চালালেও ২৪০-এর বেশী আজ স্কোরবোর্ডে যোগ করতে পারে নি ‘মেন ইন ব্লু।’ জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪৭ রানের মধ্যে হারিয়েছিলো তিন উইকেট। ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ এবং স্টিভ স্মিথকে আউট করে দলকে লড়াইতে ফিরিয়েছিলেন মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরাহ। কিন্তু ট্র্যাভিস হেড ও মার্নাস লাবুশেনের ১৯২ রানের জুটির বিরুদ্ধে নিষ্ফলা হলো সেই প্রতিরোধ। বিশ্বজয়ের সোনার সুযোগ হারিয়ে হতাশ ভারত অধিনায়ক রোহিত শর্মা। খেলা শেষে সাক্ষাৎকারের প্রতি ছত্রে শোনা গেলো সেই আক্ষেপের সুর।

Read More: World Cup 2023, IND vs AUS, Final, Highlights: সবরমতীর তীরে স্বপ্নভঙ্গ, অস্ট্রেলীয় আগ্রাসনে বিশ্বকাপ হাতছাড়া টিম ইন্ডিয়ার !!

’২০-৩০ রান আরও প্রয়োজন ছিলো…’ বলছেন রোহিত শর্মা-

Rohit Sharma and Glenn Maxwell | ICC World Cup 2023 | Image: Getty Images
Rohit Sharma and Glenn Maxwell | ICC World Cup 2023 | Image: Getty Images

৭৬৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি, ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মহম্মদ শামি-ব্যক্তিগত অর্জনের নিরিখে বাকিদের ভারতীয় দলের সদস্যরা ছাপিয়ে গিয়েছেন ঠিকই,কিন্তু দলগত সাফল্যে পিছনে ফেলতে পারলেন না অস্ট্রেলিয়াকে। গোটা টুর্নামেন্টে যাঁর নেতৃত্বে ডাকাবুকো ক্রিকেট খেললো টিম ইন্ডিয়া, সেই রোহিত শর্মা ফাইনাল হারের পর দলের সাফল্য, ব্যর্থতার চিত্র তুলে ধরেছেন ক্রিকেটবিশ্বের সামনে। তিনি বলেন, “ফলাফল আমাদের পক্ষে যায় নি। আজ আমরা নিজেদের সেরাটা দিতে পারি নি। আমরা সবকিছুই করেছি, কিন্তু আমাদের ভাগ্যে ছিলো না।” ব্যর্থতার ব্যাখ্যা দিয়ে হিটম্যানের মন্তব্য, “আর ২০-৩০ রান থাকলে ভালো হত। কে এল (রাহুল) আর (বিরাট) কোহলি একটা জুটি গড়ছিলো, এবং আমরা ২৭০-২৮০’র আশা করছিলাম। কিন্তু ক্রমাগত উইকেট হারাতে থাকি।”

এরপর রোহিত জানান, “যখন আপনার স্কোরবোর্ডে ২৪০ থাকে আপনি চান উইকেট তুলতে, কিন্তু (ট্র্যাভিস) হেড এবং (মার্নাস) লাবুশেন একটা বড় জুটি গড়লো এবং ম্যাচ আমাদের হাত থেকে সম্পূর্ণ কেড়ে নিয়ে গেলো। আমরা সবকিছুই চেষ্টা করেছিলাম, কিন্তু আমার মনে হয় কৃত্রিম আলোর নীচে উইকেট ব্যাটিং-এর জন্য আগের থেকে ভালো হয়ে গিয়েছিলো। তবে আমি তা নিয়ে অজুহাত দিতে চাইছি না। আমরা জানতাম এমনটা হবে। আমরা সত্যিই স্কোরবোর্ডে যথেষ্ট রান যোগ করতে পারি নি।” হারের পিছনে চাপ বজায় রাখতে না পারাকেই কারণ হিসেবে দেখছেন তিনি। ভারত অধিনায়ক বলেন, “শুরুতে সিমারদের সৌজন্যে তিন উইকেট তুলে নিয়েছিলাম। তারপর শেষে আরও এক উইকেট পাই। পারতাম ম্যাচে ভারসাম্য ফিরিয়ে আনতে, কিন্তু ঐ অনবদ্য পার্টনারশিপটাই তফাৎ গড়ে দিলো।”

Also Read: World Cup 2023: দাম পেলো না দেড় মাসের পরিশ্রম, সজল নেত্রে বিশ্বকাপকে বিদায় জানালেন বিরাট-রোহিত !!

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *