World Cup 2023: এগিয়ে আসছে মহারণ। আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের (ICC World Cup 2023) ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়া। টানা দশ ম্যাচ জিতে খেতাবী লড়াইতে পা রেখেছে ভারতীয় দল। আইসিসি আয়োজিত প্রতিযোগিতায় ভারতের বরাবরের গাঁট নিউজিল্যান্ড। তাদেরকেও চলতি টুর্নামেন্টে টিম ইন্ডিয়া (Team India) হারিয়েছে দুইবার। ফাইনালেও ‘ফেভারিট’ হিসেবেই মাঠে নামতে চলেছে তারা। অন্যদিকে অস্ট্রেলিয়ার শুরুটা মোটেই ভালো হয় নি। তারা হেরেছিলো পরপর দুই ম্যাচ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সাফল্যের চূড়ায় উঠেছেন প্যাট কামিন্স (Pat Cummins), স্টিভ স্মিথরা (Steve Smith)। টানা আট ম্যাচে অপরাজিত তারাও। গ্রুপ পর্বে ভারতের কাছে হারের গ্লানি ফাইনাল জিতে ভুলতে চায় অজি বাহিনী।
ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, ক্রিকেটের তিন বিভাগে কোন দল কতটা দড় তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। কে এগিয়ে কে পিছিয়ে তা নিয়ে ঘন্টার পর ঘন্টা টেলিভিশন চ্যানেলের স্টুডিয়োতে মতামত দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিরাট কোহলি’র (Virat Kohli) কভার ড্রাইভ থেকে মহম্মদ শামি’র (Mohammed Shami) সিম পজিশন, সবই রয়েছে চর্চার কেন্দ্রবিন্দুতে। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাক্সওয়েলের মহাকাব্যিক ইনিংস বা অ্যাডাম জাম্পার (Adam Zampa) দুরন্ত ঘূর্ণি, ক্রিকেটবোদ্ধার নোটবুকে উঠে গিয়েছে সবই। একই সাথে রবিবাসরীয় ফাইনালের পিচ ঘিরেও কৌতূহলের সীমা নেই। বিশেষত সেমিফাইনালে মুম্বইতে বিসিসিআই-এর পিচ বদলের যে গুজব ছড়িয়েছিলো ক্রিকেটদুনিয়ার, তারপর ফাইনালের বাইশ গজ নিয়ে আগ্রহ এক লাফে বেড়েছে অনেকখানি।
Read More: World Cup 2023, IND vs AUS, Final, Stats Preview: ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, বিশ্বকাপে সম্মুখসমরে কার পাল্লা ভারী? দেখে নিন সম্পূর্ণ পরিসংখ্যান !!
সেমিফাইনালের পিচ নিয়ে চলেছে বিতর্ক-

বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলো ভারত এবং নিউজিল্যান্ড। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত হয়েছিলো ম্যাচটি। এই খেলা শুরুর আগে আচমকাই বিতর্কের জন্ম হয় পিচ নিয়ে। সংবাদমাধ্যমের একাংশ দাবী করতে থাকে বিসিসিআই-এর হস্তক্ষেপে রাতারাতি নাকি বদলে গিয়েছে ম্যাচের বাইশ গজ। দ্রুতগতির অব্যবহৃত পিচের বদলে ব্যবহৃত খানিক মন্থর পিচের আবদার নাকি পিচ কিউরেটরদের কাছে জানিয়েছিলো ভারতীয় দল। সেই মোতাবেক অর্ডারি পিচই দেওয়া হচ্ছে টিম ইন্ডিয়াকে (Team India)।যদিও পরে আইসিসি’র তরফে এই অভিযোগ খারিজ করা হয়।
যে ম্যাচে ভারত-নিউজিল্যান্ড (IND vs NZ) খেলা হয়, সেখানে দুই দলই বড় রান করে। অভিযোগ করা হয়েছিলো যে মন্থর পিচে স্পিন ব্যবহার করে প্রতিপক্ষকে জালে ফেলতে চায় ভারত। সেই কারণেই বাইশ গজ বদলে দেওয়া হয়েছে রাতারাতি। বাস্তবে দেখা যায় নিউজিল্যান্ডের ইনিংসে ৭ উইকেট যায় পেসার মহম্মদ শামি’র (Mohammed Shami) পকেটে। ভারতের তোলা ৩৯৭ রানের জবাবে কিউই ইনিংস শেষ হয় ৩২৭ রানে। ৭০ রানে হারলেও পিচ নিয়ে কোনো অভিযোগ করতে রাজী হন নি কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। পিচ নিয়ে যে বিতর্ক হয়েছে, তা জানেনই না বলে মন্তব্য করেন ভারতীয় তারকা শুভমান গিল।
ভারত-পাক ম্যাচের পিচেই হচ্ছে ফাইনাল-

নতুন পিচ এবং ব্যবহৃত পিচের চরিত্রে পার্থক্য থাকে অবশ্যই। নতুন পিচে বল দ্রুতগতিতে ব্যাটে আসে। শট খেলা সহজ হয়। পেসারদের জন্য অতিরিক্ত সাহায্যও থাকতে পারে প্রথম কয়েক ওভারে। ঠিক যেমনটা ভারত-অস্ট্রেলিয়া গ্রুপ পর্বের খেলার দেখা গিয়েছিলো। ভারতীয় ইনিংসের গোড়ায় স্টার্ক ও হ্যাজেলউডের স্যুইং সমস্যায় ফেলেছিলো টিম ইন্ডিয়াকে। গতিশীল উইকেটে খেলে অভ্যস্ত অজি শিবির আনকোরা পিচেই সেই কারণে খেলা পছন্দ করবে। অন্যদিকে ব্যবহৃত পিচে ফাটল দেখা যায় সাধারণত। যা ব্যবহার করে স্পিনাররা সাফল্য পেতে পারে। অনেকসময় ব্যবহৃত পিচে বল মন্থর হতেও দেখা যায়। শট খেলা কঠিন হয়ে পড়ে সেক্ষেত্রে। উপমহাদেশে এই জাতীয় বাইশ গজে খেলে অভ্যস্ত টিম ইন্ডিয়া। তারা ব্যবহৃত পিচে খেলতে অনেক সাবলীল হবে ফাইনালে।
সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুসারে বিশ্বকাপের (ICC World Cup 2023) ফাইনালও অব্যবহৃত, তরতাজা বাইশ গজে আয়োজিত হচ্ছে না। বরং ভারত বনাম পাকিস্তান ম্যাচ যে পিচে হয়েছিলো, ঠিক সেখানেই ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনালটিও আয়োজিত হবে। ভারত-পাক ম্যাচ একপেশে হয়েছিলো। প্রথমে বোলিং করে টিম ইন্ডিয়া (Team India)। একটা সময় বাবর-রিজওয়ান জুটির সময় সাবলীল ভঙ্গিতে এগোচ্ছিলো পাক শিবির। কিন্তু বুমরাহ-হার্দিক-কুলদীপদের দাপটে ১৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। শেষ আট উইকেট তারা হারায় ৩৬ রানের মধ্যে। জবাবে রোহিত শর্মার ঝোড়ো ব্যাটিং-এ ৭ উইকেটের ব্যবধানে সহজ জয় পায় ভারত। ফাইনালও কি তেমনই একপেশে হবে? টস কত বড় ফ্যাকটর হবে মাঠে? পিচের স্বরূপ সামনে আসার পরেই উঠতে শুরু করেছে প্রশ্ন।
Also Read: World Cup 2023: ফাইনালের প্রহর গুণছে আহমেদাবাদ, বর্ণাঢ্য আয়োজনে বিদায় বিশ্বকাপকে, গ্যালারিতে থাকছে ‘চাঁদের হাট’ !!