World Cup 2023: বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। দুই হেভিওয়েটের লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে। ১ লাখ ৩২ হাজার আসনবিশিষ্ট নরেন্দ্র মোদী স্টেডিয়াম পরিপূর্ণ কানায় কানায়। লাখ জনতার ‘ইন্ডিয়া…ইন্ডিয়া…’ চিৎকারের মাঝে তৃতীয় খেতাবের লক্ষ্যে মাঠে নেমেছে ‘মেন ইন ব্লু।’ তাদের প্রতিপক্ষ পাঁচ বারের বিশ্বজয়ী অস্ট্রেলিয়া। কঠিন ফাইনাল কি করে জিততে হয় তা রয়েছে অজি ডিএনএ’তে। এর আগে ভারতের মাটিতেও বিশ্বকাপ (ICC World Cup) জয়ের নজির রয়েছে তাদের। আজ ষষ্ঠ খেতাব জয়ের জন্য তাঁরা যে মরিয়া তা ম্যাচের প্রথম কয়েক ওভারেই প্রমাণ করে দিয়েছেন প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নাররা। টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছে অজিবাহিনী। নিয়ন্ত্রিত বোলিং-এর পাশাপাশি ফিল্ডিং-এ চিতার ক্ষিপ্রতা দেখাচ্ছেন হেড, লাবুশেন’রা।
Read More: World Cup Final 2023: ফাইনাল ম্যাচে চরম ফ্লপ শুভমান গিল, সহজ ক্যাচ দিয়ে ফিরলেন প্যাভিলিয়নে !!
গোটা বিশ্বকাপ জুড়ে প্রথম পাওয়ার প্লে’তে ঝড় তোলার কাজটা করে এসেছেন রোহিত শর্মা। আজকের ফাইনালেও সেই হিটম্যান অবতারেই দেখা গেলো তাঁকে। দ্বিতীয় ওভারেই জশ হ্যাজেলউডকে বেশ কয়েকবার পাঠালেন বাউন্ডারির বাইরে। স্টার্কের বল উড়ে গেলো গ্যালারিতে। শুভমান গিল আউট হওয়ার পরে, যখন বিরাট কোহলির সঙ্গে জুটি গড়ে বড় রান অবধি দেশকে পৌঁছে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে রোহিতের ব্যাট, তখন আচমকাই ছন্দপতন হলো আহমেদাবাদের মাঠে। পার্ট টাইমার গ্লেন ম্যাক্সওয়েলকে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন ভারত অধিনায়ক। দশম ওভারের দ্বিতীয় বলটিতে ছক্কা হাঁকিয়েছিলেন, তৃতীয় বলটিতে মেরেছিলেন চার। সেই আত্মবিশ্বাসেই চতুর্থ বলটিতেই স্টেপ আউট করে মারতে গিয়েছিলেন। কিন্তু রোহিতকে এগিয়ে আসতে দেখে বলের লেন্থ খানিক পিছনের দিকে টেনে নেন ম্যাক্সওয়েল। বাজিমাত তাতেই।
সঠিক সংযোগ হয় নি রোহিতের ব্যাটে। যথেষ্ট দূরত্ব পায় নি বল। কভার পয়েন্টে দাঁড়ানো ট্র্যাভিস হেড, অনেকখানি দৌড়ে গিয়ে বল তালুবন্দী করেন। সেমিফাইনালে ৪৭ রান করে ফিরতে হয়েছিলো রোহিতকে। আজকের ফাইনালেও ৩১ বলে ৪৭ রানেই থামলো তাঁর ইনিংস। ৪টি চার এবং ৩টি ছক্কা হাঁকান রোহিত। ৭৬ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় ভারত। চেন্নাইতে বিশ্বকাপ যাত্রার শুরুর ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত প্রথম পাওয়ার প্লে’র শেষে স্কোরবোর্ডে যোগ করতে পেরেছিলো ৩ উইকেটের বিনিময়ে ২৭ রান। আর ফাইনালে আহমেদাবাদের মাঠে প্রথম পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর ২ উইকেটের বিনিময়ে ৮০ রান।