World Cup 2023: গোটা দুনিয়ার ক্রিকেটপ্রেমী জনতার নজর আহ আহমেদাবাদে। বিশ্বকাপের (ICC World Cup 2023)ফাইনাল ম্যাচে ভারত মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়ার। দাপুটে ছন্দে টানা দশ ম্যাচ জিতে খেতাবী দ্বৈরথের ছাড়পত্র নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। অন্যদিকে অজি’রা প্রথম দুই ম্যাচে হারলেও টানা আট ম্যাচ অপরাজিত ভারতের মাটিতে। আত্মবিশ্বাসী দুই শিবিরই। হোম অ্যাডভান্টেজ, লাখ জনতার সমর্থন যেমন ‘মেন ইন ব্লু’কে সাহস যোগাচ্ছে, তেমনই পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিজেদের লড়াকু ডিএনএ’র জোরেই আজ ‘হট ফেভারিট’ ভারতের বিরুদ্ধে বাজিমাত করার প্রচেষ্টায়। টস জিতলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তিনি সকল বিশেষজ্ঞদের ভাবনার বিপরীত পথে হেঁটে বেছে নেন বোলিং।
Read More: World Cup Final 2023: ট্রফি জয়ের ম্যাচে ব্যাট হাতে হতাশ করলেন শ্রেয়াস আইয়ার, কামিন্সের বলে আউট হয়ে ফিরলেন সাজঘরে !!
বিশ্বকাপের প্রতি ম্যাচেই ব্যাট হাতে ধুন্ধুমার ভঙ্গিতে ইনিংসের সূচনা করছেন রোহিত শর্মা। ফাইনালেও একই অবতারে দেখা গেলো তাঁকে। দ্বিতীয় ওভারেই জশ হ্যাজেলউডকে জোড়া বাউন্ডারি হাঁকান। শুভমান গিলের আউটে ভারত সাময়িক ধাক্কা খেলেও ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় ছিলো রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যটে ভর দিয়ে। দুই মহাতারকার জুটি অবশ্য দীর্ঘস্থায়ী হয় নি। রোহিত ফেরার পর দ্রুত ফেরেন শ্রেয়স আইয়ার’ও। আচমকাই চাপে পড়ে যাওয়া ভারতীয় ইনিংস মেরামত করার দায়িত্ব ফের এসে পড়ে বিরাটের ঘাড়ে। খানিকটা একই ছবি দেখা গিয়েছিলো গ্রুপ পর্বের ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে। সেদিনও নজর কাড়া ৮৫ রান করেছিলেন কোহলি। আজও খেললেন কার্যকরী ইনিংস।
হার্দিক পান্ডিয়া চোটের কারণে নেই। অতিরিক্ত ব্যাটার খেলানোর বিলাসিতা তাই দেখাতে পারছে না টিম ইন্ডিয়া। ইনিংসের শুরুতে রোহিতের সাথে বাউন্ডারি বৃষ্টিতে সামিল হয়েছিলেন কোহলি। কিন্তু শীঘ্রই গিয়ার পাল্টাতে দেখা গেলো তাঁকে। কামিন্স, স্টার্ক, মার্শ, জাম্পাদের যথাযথ মর্যাদা দিলেন। আস্থা রাখলেন বিশ্বস্ত অস্ত্র শর্ট রানে। ৫৬তম বলে যখন ৫০ রানে পৌঁছান, তখন আহমেদাবাদ গ্যালারির আওয়াজ স্পর্শ করলো ১২১ ডেসিবল। সকলেই ভেবেছিলেন সেমিফাইনালের পর ফাইনালেও আরও একটা শতরান আসছে ওডিআই-এর ‘রাজা’র থেকে। কিন্তু হঠাৎ’ই দুর্ভাগ্যের শিকার হলেন তিনি। প্যাট কামিন্সের আপাত নির্বিষ একটা ডেলিভারি ব্যাটের নীচের দিকে লেগে তা সরাসরি আঘাত করে উইকেটে। ৫৪ রানের মাথায় সাঙ্গ হয় এবারের বিশ্বকাপের ‘বিরাট পর্ব।’ নবম ৫০+ রান এবং মোট ৭৬৫ রান সঙ্গী করে এবারের মত বিশ্বকাপের বাইশ গজকে বিদায় জানালেন কোহলি।