World Cup 2023: “এই আক্ষেপ সহজে যাবে না…” তীরে এসে ফের ডুবলো তরী, টিম ইন্ডিয়ার যন্ত্রণায় সামিল নেটজনতাও !! 1

World Cup 2023:  রীতিমত নিখুঁত ক্রিকেট খেলে বিশ্বকাপের (ICC World Cup 2023) ফাইনালে পা রেখেছিলো ভারত। টুর্নামেন্টের ইতিহাসে এহেন একচেটিয়া দাপট আগে দেখা গিয়েছে কিনা সেই নিয়ে শুরু হয়েছিলো চর্চা। অনেকেই ২০০৩ এবং ২০০৭ সালের অস্ট্রেলিয়া দলের থেকে ধারাবাহিকতার নিরিখে এগিয়ে রাখছিলেন রোহিত শর্মার দলকে। কিন্তু আহমেদাবাদে আয়োজিত আজকের ফাইনাল প্রমাণ করে দিলো যে স্বর্ণযুগের অজিদের স্পর্শ করা থেকে আজও খানিক দুরেই রয়ে গিয়েছে ভারতীয় দল। কাপ আর ঠোঁটের মধ্যে দূরত্বটা পন্টিং, হেডেন, গিলক্রিস্টরা ঘোচাতে পেরেছিলেন, তা রয়েই গেলো রোহিত, বিরাটদের জন্য। সাফল্যের সপ্তম স্বর্গে থাকা টিম ইন্ডিয়ার সামনে আজ আয়না ধরার কাজটা যারা করলেন তাঁরা পন্টিং-গিলক্রিস্টদেরই উত্তরসূরি। বিশ্বকাপের ইতিহাসে সোনালী অক্ষরে নিজেদের নাম লিখে নিলেন ট্র্যাভিস হেড, প্যাট কামিন্স’রা।

টসে জিতে আজ প্রথমে বোলিং বেছে নিয়েছিলো অস্ট্রেলিয়া। দাপুটে ছন্দে থাকা টিম ইন্ডিয়ার ব্যাটিং-কে শুরুতেই প্রথম ধাক্কা দেন মিচেল স্টার্ক। ফেরান শুভমান গিল’কে। ৪ রানে আউট হয়ে নেটদুনিয়ার ক্ষোভের মুখে পড়তে হয় তরুণ ওপেনারকে। অনবদ্য ৪৭ রান করেন রোহিত। ‘খেলার ফলাফল যাই হোক না কেন, রোহিতের সাহসিকতা মনে থাকবে অনেকদিন। লিখতে বাধ্য হয়েছেন নেটনাগরিকেরা। বিশ্বকাপের অন্তিম ম্যাচেও অর্ধশতক বিরাট কোহলির। টুর্নামেন্টে ৭৬৫ রানে থামলেন তিনি। ‘নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করছেন কোহলি, তবুও অধরাই রইলো সাফল্য’ খেলা শেষে আক্ষেপ আর যাচ্ছে না এক সমর্থকের। রাহুলের ৬৬ রানের মন্থর ইনিংস কোনোক্রমে ভারতকে পৌঁছে দিয়েছিলো ২৪০ রানে।

জবাবে ব্যাট করতে নেমে সুবিধাজনক অবস্থানে মোটেই ছিলো না অস্ট্রেলিয়া। শুরুতেই ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ’কে ফিরিয়ে দিয়েছিলেন শামি ও বুমরাহ। কিন্তু এরপর শিশিরের কারণে বোলিং কঠিন হয়ে পড়ে। সম্পূর্ণ ফায়দা তুলে নেন ট্র্যাভিস হেড এবং মার্নাস লাবুশেন। হেডের ১৩৭ রানের সামনে ভেঙে পড়ে ভারতের যাবতীয় প্রতিরোধ। ১ লাখ ত্রিশ হাজারের গ্যালারিকে নিস্তব্ধ করে বিশ্বকাপ জিতে নেয় অস্ট্রেলিয়া। ‘আমরা এখনও মানসিকতায় পিছিয়েই রয়ে গেছি’ হারের পর আত্মসমীক্ষার পথে নেটজনতা। ‘আইসিসি প্রতিযোগিতার ফাইনালে অস্ট্রেলিয়া আলাদাই ধারাবাহিকতা দেখায়’ মন্তব্য আরেকজনের। ‘অতি আত্মবিশ্বাসই কি কাল হলো? আক্ষপের সুর স্পষ্ট আরও একজনের গলায়। ‘আশা ছিলো কোহলি ও রোহিতকে একসাথে ট্রফি উদযাপন করতে দেখার, কিন্তু কিছু স্বপ্ন তো আর পূরণ হয় না’ ভেঙে পড়েছেন নেটদুনিয়ার একাংশ।

দেখুন ট্যুইটচিত্র-

Also Read: World Cup 2023: আহমেদাবাদে আগ্রাসী অবতারে ধরা দিলেন বিরাট কোহলি, রণংদেহী মূর্তিতে স্বাগত জানালেন মার্নাস লাবুশেন’কে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *