World Cup 2023: “চাপ সামলানোর মন্ত্রটাই জানা নেই…” বিশ্বকাপ ফাইনালে দিশাহারা ভারতীয় ব্যাটিং, আক্ষেপ আর হতাশাই সঙ্গী নেটিজেনদের !! 1

World Cup 2023: ক্রিকেটদুনিয়ার সবচেয়ে বড় ম্যাচে আজ মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। বিশ্বকাপ (ICC World Cup 2023) ফাইনালকে কেন্দ্র করে সেজে উঠেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। টানা দশ ম্যাচে অপরাজিত থেকে খেতাবী যুদ্ধে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। স্বভাবতই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস বিরাট কোহলি, রোহিত শর্মাদের নিয়ে। অন্যদিকে আয়োজক দেশকে চ্যালেঞ্জ জানাতে তৈরি অস্ট্রেলিয়াও। ফাইনালের ঠিক আগে সাংবাদিক সম্মেলনে অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স’ও জানিয়েছেন এক লক্ষ ত্রিশ হাজার জনতাকে চুপ করিয়ে দেওয়ার মত তৃপ্তি তিনি আর কিছুতে পাবেন না। যা বলেছিলেন, তা কাজে করে দেখালেন কামিন্স ও তাঁর সতীর্থরা। আজকের ম্যাচ যখন শুরু হয়, গ্যালারি তখন ফেটে পড়ছে ‘ইন্ডিয়া…ইন্ডিয়া…’ চিৎকারে। আর প্রথম ইনিংস যখন শেষ হলো তখন সত্যিই মাঠ জুড়ে শ্মশানের নীরবতা।

টসে জিতেছিলো অস্ট্রেলিয়াই। বিশেষজ্ঞদের খানিক চমকে দিয়েই বোলিং বেছে নেন প্যাট কামিন্স। তা যে নিছক চমক নয়, বরং রীতিমত ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত, তা বোঝা গেলো খেলা চলাকালীন। রোহিত শর্মা নিজের হিটম্যান অবতারেই আবির্ভূত হয়েছিলেন আজও। ‘ম্যাচের ফলাফল যাই হোক, রোহিত যে সাহস দেখিয়েছে, তাকে কুর্নিশ’ ভারত অধিনায়কের ৩১ বলে ৪৭ রানের ইনিংস নিয়ে মন্তব্য এক নেটিজেনের। অর্ধশতক করেন বিরাট কোহলি। তাঁর সতর্ক কিন্তু কার্যকরী ৫৪ রানের ইনিংসেরও জুটেছে প্রশংসা। ‘দুর্ভাগ্যের শিকার না হলে বিরাট বড় রান পেতেন’ লিখেছেন এক অনুরাগী। ‘এর চেয়ে বেশী কিই বা কোহলির করার ছিলো’ প্রিয় তারকার পাশে দাঁড়িয়েছেন এক ভক্ত। ৬৬ রান করলেন কে এল রাহুল। কিন্তু তাঁর মন্থর ইনিংসভারতীয় স্কোরবোর্ডের গতিতে লাগাম লাগালো আজ। ‘রাহুলের সামনে ধীরে খেলা ছাড়া উপায় ছিলো আদৌ?’ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সমাজমাধ্যমে।

Read More: World Cup 2023: ‘যেমনি শ্বশুর, তেমনি জামাই…’ বিশ্বকাপ ফাইনালে শচীনের স্মৃতি ফেরালেন শুভমান, পড়লেন নেটদুনিয়ার বিদ্রুপের মুখে !!

ফাইনালে বেকায়দায় ভারত, আশঙ্কায় নেটদুনিয়া-

IND vs AUS | World cup 2023 Final | Image: Getty Images
IND vs AUS | World cup 2023 Final | Image: Getty Images

রোহিত, বিরাট আর রাহুল ব্যতীত ভারতীয় ব্যাটিং-এর ছবিটা আজ হতাশায় মোড়া। শুভমান গিল, বর্তমানে আইসিসি র‍্যাঙ্কিং-এ পয়লা নম্বরে রয়েছেন তিনি। ফাইনালে শুরু থেকেই ছিলেন নড়বড়ে। মাত্র ৪ রান করে ক্যাচ তুলে দিলেন মিড অনে। ‘আরও একটু পরিণতিবোধ আশা করেছিলেন শুভমানের থেকে’ আক্ষেপের সুরে লিখেছেন টিম ইন্ডিয়ার এক অনুরাগী। শ্রেয়স আইয়ার, রান পান নি। সফল হন নি রবীন্দ্র জাদেজা। শেষ ভরসা ছিলেন সূর্যকুমার যাদব, তিনিও জশ হ্যাজেলউডের স্লোয়ার বাউন্সারে পরাস্ত হলেন। ‘আমাদের ক্রিকেটারদের চাপের মুখে লড়াইয়ের দক্ষতাটাই নেই’ হতাশ হয়ে লিখেছেন এক ভক্ত। ‘বড় ম্যাচ এলেই আমাদের আত্মবিশ্বাস টলে যায়’ হতাশ মন্তব্য আরও একজনের। ‘এই অসাধারণ দৌড়ের শেষটা পরাজয় দিয়ে হোক, তা মেনে নিতে পারবো না’ মিনতির সুর স্পষ্ট এক দর্শকের গলায়।

ভারত যেখানে ডুবলো সখাত সলিলে, সেখানে অস্ট্রেলিয়া প্রমাণ করে দিয়ে গেলো কেন তারা একমাত্র দল হিসেবে সবক’টি আইসিসি ট্রফির মালিক। ইনিংসের গোড়া থেকে যে ক্ষিপ্রতায় ফিল্ডিং করলো তারা, তাতে অন্তত ৩৫-৪০ রান কম যোগ হলো ভারতীয় স্কোরবোর্ডে। দুরন্ত দক্ষতায় শরীর ছুঁড়ে ক্যাচ ধরেন ট্র্যাভিস হেড। ‘দেখে মনে হলো এগারোটা চিতা যেন ছুটে বেড়াচ্ছে’ হতাশার মাঝেও প্রতিপক্ষ দলের প্রশংসা করতে ভোলে নি ভারতীয় নেটজনতা। এতদিন লাল বলের খেলাতেই প্যাট কামিন্সকে আদর্শ নেতা মনে করতেন ক্রিকেটমহলের একটা বড় অংশ। আজ কামিন্স বোঝালেন সাদা বলের খেলাতে তাঁর মগজাস্ত্রের দৌড়। নিজে ১০ ওভারে ৩৪ রানের বিনিময়ে ২ উইকেট নিলেন। একই সাথে বোলিং পরিবর্তন, ফিল্ডিং পজিশনিং-এ লেটার মার্কস নিয়ে পাস করে টিম ইন্ডিয়াকে বেঁধে রাখলেন মাত্র ২৪০ রানে। অস্ট্রেলিয়ার দুর্ধর্ষ বোলিং পারফর্ম্যান্সের পর নেটদুনিয়া জুড়ে ‘মেন ইন গোল্ড’ সমর্থকদের গলায় একটাই ধ্বনি, ‘অজি অজি অজি, ওয়ে ওয়ে ওয়ে…’

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: World Cup Final 2023: জাদেজা আউট হতেই হতাশায় ডুবলেন ঋতিকা-রিভাবা, মুহূর্তে ভাইরাল হল ভিডিও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *